পথের নির্দেশনা দেওয়ার জন্য মানচিত্র রয়েছে, তেমনি আবহাওয়া বোঝার জন্যও মানচিত্র ব্যবহার করা হয়। এই মানচিত্র শুধু আবহাওয়াবিদদের পূর্বাভাস দেওয়ার জন্য তৈরি করা হয়নি। যে কেউ খুব সহজেই মানচিত্র দেখে আবহাওয়ার গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে।
আবহাওয়ার মানচিত্র বুঝতে হলে কিছু প্রতীক বা সংকেত জানা দরকার। সেগুলো সম্পর্কে তুলে ধরা হলো–
১. বায়ুচাপ
আবহাওয়ার মানচিত্রে ইংরেজি ‘এইচ’ ও ‘এল’ বর্ণ দিয়ে যথাক্রমে উচ্চ বায়ুচাপ ও নিম্ন বায়ুচাপ নির্দেশ করা হয়। উচ্চ বায়ুচাপ সাধারণত শান্ত, শুষ্ক ও স্থির আবহাওয়া নির্দেশ করে। আবার নিম্ন বায়ুচাপ মেঘ, বাতাস এবং বৃষ্টিসহ দুর্যোগপূর্ণ আবহাওয়া নির্দেশ করে।
২. আইসোবার
আবহাওয়া মানচিত্রে সংখ্যাসহ অবিচ্ছিন্ন সমান্তরাল রেখাগুলোকে আইসোবার বলা হয়। এটি সমান বায়ুচাপের অঞ্চলগুলোর সংযোগ রেখা হিসেবে কাজ করে। আইসোবার রেখাগুলো যত কাছাকাছি থাকবে বায়ুপ্রবাহ তত বেশি শক্তিশালী হবে।
৩. ওয়েদার ফ্রন্ট
ওয়েদার ফ্রন্ট বিভিন্ন বায়ু ঘনত্বের মধ্যে সীমানা বোঝায়। এগুলো সাধারণত পরবর্তীতে মেঘ, বর্ষণ, তাপমাত্রা ও আর্দ্রতার পরিবর্তন ঘটায়। রঙিন রেখার এক পাশে বিভিন্ন আকৃতির প্রতীকের (অর্ধবৃত্ত বা ত্রিভূজাকৃতি) মাধ্যমে এটি প্রকাশ করা হয়। অর্ধবৃত্ত বা ত্রিভুজ বা তীর চিহ্নের প্রতীকগুলোর মাধ্যমে আবহাওয়া পরিস্থিতির গতিমুখ বোঝানো হয়।
ওয়ার্ম ফ্রন্ট
ওয়েদার ফ্রন্টের একটি হলো ওয়ার্ম ফ্রন্ট। এগুলো লাল রেখার ওপর অর্ধবৃত্ত প্রতীক দিয়ে দেখানো হয়, যা উদীয়মান সূর্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। ওয়ার্ম ফ্রন্ট যদি সামনের দিকে এগোতে থাকলে তাহলে আবহাওয়া আরও উষ্ণ ও আর্দ্র হবে বলে বোঝা যায়।
কোল্ড ফ্রন্ট
ওয়েদার ফ্রন্টের আরেকটি ধরন হলো কোল্ড ফ্রন্ট। এটি নীল রেখার ওপর ত্রিভুজাকৃতির প্রতীক দিয়ে দেখানো হয়। আবার তীরচিহ্নের সঙ্গে সাদৃশ্যপূর্ণও হতে পারে। এই ফ্রন্ট রেখা অগ্রসর হতে থাকলে বোঝা যাবে আবহাওয়া আরও ঠান্ডা ও শুষ্ক হবে।
অক্লুডেড ফ্রন্ট
অনেক সময় কোল্ড ফ্রন্ট ওয়ার্ম ফ্রন্টের চেয়ে দ্রুত অগ্রসর হয়। তাই কখনো কখনো কোল্ড ফ্রন্ট ওয়ার্ম ফ্রন্টকে ধরে ফেলে। তখন এই ঠান্ডা বাতাস গরম বায়ুকে ওপরের দিকে ঠেলে দেয়। এল ফলে সেখানে একটি বদ্ধ বা অক্লুডেড ফ্রন্ট তৈরি হয়। এই রেখার মধ্যে ওয়ার্ম ও কোল্ড উভয় ফ্রন্টের বৈশিষ্ট্যই থাকে।
তীর ও অর্ধবৃত্তের প্রতীকসহ অক্লুডেড ফ্রন্টকে বেগুনি রঙের রেখা দিয়ে প্রকাশ করা হয়।
৪. ট্রাফ
মানচিত্রের কোনো প্রতীক ছাড়া একটি কালো রেখাকে ট্রাফ বলে। এটি উত্তাল এবং অস্থিতিশীল আবহাওয়া এবং বৃষ্টির সম্ভাবনা নির্দেশ করে।
তথ্যসূত্র: বিবিসি সায়েন্স ফোকাস
পথের নির্দেশনা দেওয়ার জন্য মানচিত্র রয়েছে, তেমনি আবহাওয়া বোঝার জন্যও মানচিত্র ব্যবহার করা হয়। এই মানচিত্র শুধু আবহাওয়াবিদদের পূর্বাভাস দেওয়ার জন্য তৈরি করা হয়নি। যে কেউ খুব সহজেই মানচিত্র দেখে আবহাওয়ার গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে।
আবহাওয়ার মানচিত্র বুঝতে হলে কিছু প্রতীক বা সংকেত জানা দরকার। সেগুলো সম্পর্কে তুলে ধরা হলো–
১. বায়ুচাপ
আবহাওয়ার মানচিত্রে ইংরেজি ‘এইচ’ ও ‘এল’ বর্ণ দিয়ে যথাক্রমে উচ্চ বায়ুচাপ ও নিম্ন বায়ুচাপ নির্দেশ করা হয়। উচ্চ বায়ুচাপ সাধারণত শান্ত, শুষ্ক ও স্থির আবহাওয়া নির্দেশ করে। আবার নিম্ন বায়ুচাপ মেঘ, বাতাস এবং বৃষ্টিসহ দুর্যোগপূর্ণ আবহাওয়া নির্দেশ করে।
২. আইসোবার
আবহাওয়া মানচিত্রে সংখ্যাসহ অবিচ্ছিন্ন সমান্তরাল রেখাগুলোকে আইসোবার বলা হয়। এটি সমান বায়ুচাপের অঞ্চলগুলোর সংযোগ রেখা হিসেবে কাজ করে। আইসোবার রেখাগুলো যত কাছাকাছি থাকবে বায়ুপ্রবাহ তত বেশি শক্তিশালী হবে।
৩. ওয়েদার ফ্রন্ট
ওয়েদার ফ্রন্ট বিভিন্ন বায়ু ঘনত্বের মধ্যে সীমানা বোঝায়। এগুলো সাধারণত পরবর্তীতে মেঘ, বর্ষণ, তাপমাত্রা ও আর্দ্রতার পরিবর্তন ঘটায়। রঙিন রেখার এক পাশে বিভিন্ন আকৃতির প্রতীকের (অর্ধবৃত্ত বা ত্রিভূজাকৃতি) মাধ্যমে এটি প্রকাশ করা হয়। অর্ধবৃত্ত বা ত্রিভুজ বা তীর চিহ্নের প্রতীকগুলোর মাধ্যমে আবহাওয়া পরিস্থিতির গতিমুখ বোঝানো হয়।
ওয়ার্ম ফ্রন্ট
ওয়েদার ফ্রন্টের একটি হলো ওয়ার্ম ফ্রন্ট। এগুলো লাল রেখার ওপর অর্ধবৃত্ত প্রতীক দিয়ে দেখানো হয়, যা উদীয়মান সূর্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। ওয়ার্ম ফ্রন্ট যদি সামনের দিকে এগোতে থাকলে তাহলে আবহাওয়া আরও উষ্ণ ও আর্দ্র হবে বলে বোঝা যায়।
কোল্ড ফ্রন্ট
ওয়েদার ফ্রন্টের আরেকটি ধরন হলো কোল্ড ফ্রন্ট। এটি নীল রেখার ওপর ত্রিভুজাকৃতির প্রতীক দিয়ে দেখানো হয়। আবার তীরচিহ্নের সঙ্গে সাদৃশ্যপূর্ণও হতে পারে। এই ফ্রন্ট রেখা অগ্রসর হতে থাকলে বোঝা যাবে আবহাওয়া আরও ঠান্ডা ও শুষ্ক হবে।
অক্লুডেড ফ্রন্ট
অনেক সময় কোল্ড ফ্রন্ট ওয়ার্ম ফ্রন্টের চেয়ে দ্রুত অগ্রসর হয়। তাই কখনো কখনো কোল্ড ফ্রন্ট ওয়ার্ম ফ্রন্টকে ধরে ফেলে। তখন এই ঠান্ডা বাতাস গরম বায়ুকে ওপরের দিকে ঠেলে দেয়। এল ফলে সেখানে একটি বদ্ধ বা অক্লুডেড ফ্রন্ট তৈরি হয়। এই রেখার মধ্যে ওয়ার্ম ও কোল্ড উভয় ফ্রন্টের বৈশিষ্ট্যই থাকে।
তীর ও অর্ধবৃত্তের প্রতীকসহ অক্লুডেড ফ্রন্টকে বেগুনি রঙের রেখা দিয়ে প্রকাশ করা হয়।
৪. ট্রাফ
মানচিত্রের কোনো প্রতীক ছাড়া একটি কালো রেখাকে ট্রাফ বলে। এটি উত্তাল এবং অস্থিতিশীল আবহাওয়া এবং বৃষ্টির সম্ভাবনা নির্দেশ করে।
তথ্যসূত্র: বিবিসি সায়েন্স ফোকাস
নিয়মিত আকাশপথে ভ্রমণ করা যাত্রীদের জন্য টার্বুলেন্স বা ঝাঁকুনি কোনো নতুন অভিজ্ঞতা নয়। শতাব্দীরও বেশি সময় ধরে চলমান বাণিজ্যিক বিমান চলাচলের ইতিহাসে এই টার্বুলেন্স মোকাবিলায় ব্যাপক উন্নতি হয়েছে।
৪ ঘণ্টা আগেবিজ্ঞান, প্রযুক্তি ও চিকিৎসাক্ষেত্রে অগ্রণী কিছু ভবিষ্যৎদ্রষ্টা মনে করছেন, মানুষ এখন আর আগের মতো কেবল শতবর্ষ আয়ুর স্বপ্ন দেখছে না। বরং এমন এক সময় আসছে, যখন আমরা স্বাভাবিক আয়ুর চেয়ে ১০ গুণ বেশি সময়, অর্থাৎ হাজার বছর পর্যন্ত বেঁচে থাকতে পারি।
১ দিন আগেআমাদের সূর্যের চেয়ে ৩৬০০ গুণ বেশি ভরের বিশালাকৃতির ব্ল্যাকহোল খুঁজে পেলেন জ্যোতির্বিজ্ঞানীরা। এটি এখন পর্যন্ত খুঁজে পাওয়া সবচেয়ে বড় ব্ল্যাকহোলগুলোর একটি এবং সম্ভবত সর্ববৃহৎ। ব্ল্যাকহোলটি অবস্থান করছে ‘কসমিক হর্সশু’ নামের একটি গ্যালাক্সির কেন্দ্রে, যা পৃথিবী থেকে প্রায় ৫০০ কোটি আলোকবর্ষ দূরে।
১ দিন আগেপৃথিবীর বাইরের কোনো গ্রহে যদি একদিন মানুষের বসতি গড়তে হয়, তাহলে কেমন হবে সেই পরিবেশ? সেটা বোঝার চেষ্টা থেকেই যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় তৈরি হয়েছিল ‘বায়োস্ফিয়ার ২’। তিন একরের বেশি জায়গাজুড়ে নির্মিত বিশাল কাচঘেরা ভবনটি যেন এক কৃত্রিম পৃথিবী।
২ দিন আগে