নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মহাকাশে সৌর ব্যতিচারের কারণে আগামী ৭ মার্চ থেকে ১৪ মার্চ পর্যন্ত প্রতিদিন কিছু সময় ধরে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সম্প্রচার কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটতে পারে।
আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর পরিচালনার কাজে যুক্ত বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)। প্রাকৃতিক কারণঘটিত এই সাময়িক বিঘ্নের জন্য বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭ মার্চ সকাল ৯টা ৫৪ মিনিট থেকে ৭ মিনিট, ৮ মার্চ ৯টা ৫২ মিনিট থেকে ১০ মিনিট, ৯ মার্চ ৯টা ৫১ মিনিট থেকে ১২ মিনিট, ১০ মার্চ ৯টা ৫০ মিনিট থেকে ১৩ মিনিট, ১১ মার্চ ৯টা ৫০ মিনিট থেকে ১৩ মিনিট, ১২ মার্চ ৯টা ৫০ মিনিট থেকে ১২ মিনিট, ১৩ মার্চ ৯টা ৫১ মিনিট থেকে ১০ মিনিট এবং ১৪ মার্চ ৯টা ৫৩ মিনিট থেকে ৫ মিনিট বিঘ্ন ঘটতে পারে।
দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে বর্তমানে সব কটি টিভি চ্যানেল এবং বেশ কয়েকটি ব্যাংকের এটিএম বুথে সেবা দেওয়া হচ্ছে। এ ছাড়া প্রত্যন্ত এলাকায় ইন্টারনেট সরবরাহের কাজে ব্যবহার হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১।
সৌর ব্যতিচার হলো সৌরজগতের গ্রহ-নক্ষত্রের নিয়মিত পরিক্রমায় কখনো সূর্য স্যাটেলাইটের খুব কাছাকাছি অবস্থানের কারণে এর রশ্মি সরাসরি স্যাটেলাইটের ওপর পরে। ফলে সাময়িকভাবে স্যাটেলাইট থেকে পৃথিবীতে সিগন্যাল আসায় বিঘ্ন ঘটে।
মহাকাশে সৌর ব্যতিচারের কারণে আগামী ৭ মার্চ থেকে ১৪ মার্চ পর্যন্ত প্রতিদিন কিছু সময় ধরে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সম্প্রচার কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটতে পারে।
আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর পরিচালনার কাজে যুক্ত বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)। প্রাকৃতিক কারণঘটিত এই সাময়িক বিঘ্নের জন্য বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭ মার্চ সকাল ৯টা ৫৪ মিনিট থেকে ৭ মিনিট, ৮ মার্চ ৯টা ৫২ মিনিট থেকে ১০ মিনিট, ৯ মার্চ ৯টা ৫১ মিনিট থেকে ১২ মিনিট, ১০ মার্চ ৯টা ৫০ মিনিট থেকে ১৩ মিনিট, ১১ মার্চ ৯টা ৫০ মিনিট থেকে ১৩ মিনিট, ১২ মার্চ ৯টা ৫০ মিনিট থেকে ১২ মিনিট, ১৩ মার্চ ৯টা ৫১ মিনিট থেকে ১০ মিনিট এবং ১৪ মার্চ ৯টা ৫৩ মিনিট থেকে ৫ মিনিট বিঘ্ন ঘটতে পারে।
দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে বর্তমানে সব কটি টিভি চ্যানেল এবং বেশ কয়েকটি ব্যাংকের এটিএম বুথে সেবা দেওয়া হচ্ছে। এ ছাড়া প্রত্যন্ত এলাকায় ইন্টারনেট সরবরাহের কাজে ব্যবহার হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১।
সৌর ব্যতিচার হলো সৌরজগতের গ্রহ-নক্ষত্রের নিয়মিত পরিক্রমায় কখনো সূর্য স্যাটেলাইটের খুব কাছাকাছি অবস্থানের কারণে এর রশ্মি সরাসরি স্যাটেলাইটের ওপর পরে। ফলে সাময়িকভাবে স্যাটেলাইট থেকে পৃথিবীতে সিগন্যাল আসায় বিঘ্ন ঘটে।
মহাকাশ গবেষণায় নতুন এক চমকপ্রদ তথ্য উঠে এসেছে যা সৌরজগৎ সম্পর্কে আমাদের ধারণা আবারও বদলে দিতে পারে। আন্তর্জাতিক গবেষকদলের দাবি, সৌরজগতের একেবারে প্রান্তে লুকিয়ে আছে রহস্যময় নবম গ্রহ ‘প্ল্যানেট নাইন’ বা ‘প্ল্যানেট এক্স’।
১৩ ঘণ্টা আগেপৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ নিয়ে মানুষের আগ্রহের অন্ত নেই। সাধারণ মানুষেরই যেখানে আগ্রহ সীমাহীন, সেখানে যেসব গবেষক চাঁদ নিয়ে কাজ করছেন তাদের আগ্রহ কেমন হতে পারে? এবার বিজ্ঞানীদের সেই আগ্রহ মেটাতেই চাঁদের মাটিতে ইন্টারন্যাশনাল লুনার রিসার্চ স্টেশন বা আন্তর্জাতিক চন্দ্র গবেষণাকেন্দ্র (আইএলআরএস) গড়তে
১ দিন আগেসাধারণত গাছের চাহিদা বুঝতে নিজের অভিজ্ঞতা এবং অনুমানের ওপর নির্ভর করেন কৃষকেরা। তবে ভবিষ্যতে গাছও জানাতে পারবে তার প্রয়োজনের কথা। কখন তার পানির প্রয়োজন বা কীটের আক্রমণ হয়েছে, তা সে নিজেই কৃষককে জানিয়ে দেবে।
২ দিন আগেআপনি কি কখনো ভেবে দেখেছেন—কেন কুকুর, বিড়াল বা গরিলার মতো আপনার সারা শরীর ঘন লোমে ঢাকা নয়? মানুষই একমাত্র স্তন্যপায়ী প্রাণী নয় যাদের লোম পাতলা। হাতি, গন্ডার এবং নেংটি ইঁদুরের গায়েও খুব কম লোম থাকে। তিমি এবং ডলফিনের মতো কিছু সামুদ্রিক স্তন্যপায়ীর ক্ষেত্রেও এটা সত্যি।
৪ দিন আগে