Ajker Patrika

খালেদা জিয়াকে কেবিনে স্থানান্তর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ জুন ২০২২, ১৫: ১১
খালেদা জিয়াকে কেবিনে স্থানান্তর

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। আজ বুধবার দুপুর সোয়া ১টার দিকে তাঁকে কেবিনে স্থানান্তর করা হয়। এর আগ পর্যন্ত তিনি এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন ছিলেন। 

বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন এসব তথ্য জানিয়েছেন। 

এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারসহ হৃদ্‌রোগের চিকিৎসকেরা সিসিইউতে ম্যাডামকে দেখেছেন। তারপর ওনারা সিদ্ধান্ত নিয়েছেন যে ম্যাডামকে কেবিনে রেখে পরবর্তী চিকিৎসা করবেন।’ 

এ জেড এম জাহিদ হোসেন আরও বলেন, ‘কেবিনে ওনাকে (খালেদা জিয়া) পর্যবেক্ষণ করা হবে, মনিটরিং করা হবে। তাঁর অবস্থার ওপর ভিত্তি করে মেডিকেল বোর্ড পরবর্তী সিদ্ধান্ত নেবে।’ 

আজ বুধবার বিকেল ৫টায় খালেদা জিয়ার বিষয়ে মেডিকেল বোর্ড আলোচনায় বসবে বলেও জানান তিনি। 

এর আগে গত শুক্রবার রাতে হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। পরদিন তাঁর এনজিওগ্রাম করে হার্টে ব্লক ধরা পড়লে রিং বসানো হয়। বর্তমানে এভারকেয়ার হাসপাতালের হৃদ্‌রোগ বিশেষজ্ঞ ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্যকলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত