নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া হলফনামায় জানিয়েছেন, তাঁর নগদ কোনো টাকা নেই; ব্যাংকেও কোনো অর্থ নেই। তবে স্ত্রীর নগদ ১ কোটি ২৩ লাখ ৭১ হাজার ৯৩ টাকা আছে।
এ ছাড়া একটি আর্থিক প্রতিষ্ঠানের কাছে দুজনই ঋণগ্রস্ত। যদিও মোহাম্মদ আলী আরাফাত গত জুলাইয়ে একই আসনে উপনির্বাচনের সময় দাখিল করা হলফনামায় নিজের নগদ ৩ কোটি ৪৩ লাখ ৯৯ হাজার ৬০৬ টাকা ছিল বলে উল্লেখ করেছিলেন। ওই সময় তাঁর স্ত্রীরও দেখিয়েছিলেন নগদ ৮৩ লাখ ৭৭ হাজার ৫৪৯ টাকা।
এবার হলফনামায় আরাফাত উল্লেখ করেছেন, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে শিক্ষকতা থেকে তিনি বছরে ১ কোটি ২৫ লাখ ৫০ হাজার টাকা আয় করেন। এ ছাড়া শেয়ার, সঞ্চয়পত্র থেকে ৪৯ হাজার ২৬০ টাকা এবং ব্যাংক সুদ ও ডিভিডেন্ড থেকে ৬ লাখ ৭৯ হাজার ৩৪০ টাকা আয় হয়। সব মিলিয়ে বছরে আয় ১ কোটি ৩২ লাখ ৭৮ হাজার ৬০০ টাকা।
এ বিষয়ে কথা বলতে মোহাম্মদ আলী আরাফাতকে একাধিকবার ফোন করা হলেও ধরেননি। হলফনামায় দেখা যায়, মোহাম্মদ আলী আরাফাতের রাজধানীর গুলশান ২ নম্বর সার্কেলে একটি ফ্ল্যাট ছাড়া আর কোনো স্থাবর সম্পদ নেই। ফ্ল্যাটটির মূল্য ২ কোটি ৭০ লাখ টাকা। পরিবারের কারও নামেও কোনো সম্পদ নেই।
আরাফাতের অস্থাবর সম্পদের তালিকায় স্টক এক্সচেঞ্জে ৯টি কোম্পানির শেয়ার আছে, যার মূল্য ১ কোটি ৪৪ লাখ ৭১ হাজার ৪৬৩ টাকা। তাঁর স্ত্রীর নামেও আছে ২ কোটি ২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের শেয়ার। অস্থাবর সম্পদ হিসেবে আরাফাত আরও উল্লেখ করেছেন ৩৪ লাখ টাকার সঞ্চয়পত্র, ১৭ লাখ ২০ হাজার টাকা মূল্যের একটি গাড়ি এবং ৩ লাখ টাকার ইলেকট্রনিক সামগ্রী।
হলফনামায় আরাফাত জানান, একটি আর্থিক প্রতিষ্ঠানের কাছে তিনি ১ কোটি ১০ লাখ ২৩ হাজার ৯১৩ টাকা দেনা। তাঁর স্ত্রীর নামেও একই প্রতিষ্ঠানে ৮ লাখ টাকা ঋণ রয়েছে। চিত্রনায়ক ফারুকের মৃত্যুর পর শূন্য হওয়া ঢাকা-১৭ আসনে উপনির্বাচনে আরাফাত জয়ী হন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া হলফনামায় জানিয়েছেন, তাঁর নগদ কোনো টাকা নেই; ব্যাংকেও কোনো অর্থ নেই। তবে স্ত্রীর নগদ ১ কোটি ২৩ লাখ ৭১ হাজার ৯৩ টাকা আছে।
এ ছাড়া একটি আর্থিক প্রতিষ্ঠানের কাছে দুজনই ঋণগ্রস্ত। যদিও মোহাম্মদ আলী আরাফাত গত জুলাইয়ে একই আসনে উপনির্বাচনের সময় দাখিল করা হলফনামায় নিজের নগদ ৩ কোটি ৪৩ লাখ ৯৯ হাজার ৬০৬ টাকা ছিল বলে উল্লেখ করেছিলেন। ওই সময় তাঁর স্ত্রীরও দেখিয়েছিলেন নগদ ৮৩ লাখ ৭৭ হাজার ৫৪৯ টাকা।
এবার হলফনামায় আরাফাত উল্লেখ করেছেন, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে শিক্ষকতা থেকে তিনি বছরে ১ কোটি ২৫ লাখ ৫০ হাজার টাকা আয় করেন। এ ছাড়া শেয়ার, সঞ্চয়পত্র থেকে ৪৯ হাজার ২৬০ টাকা এবং ব্যাংক সুদ ও ডিভিডেন্ড থেকে ৬ লাখ ৭৯ হাজার ৩৪০ টাকা আয় হয়। সব মিলিয়ে বছরে আয় ১ কোটি ৩২ লাখ ৭৮ হাজার ৬০০ টাকা।
এ বিষয়ে কথা বলতে মোহাম্মদ আলী আরাফাতকে একাধিকবার ফোন করা হলেও ধরেননি। হলফনামায় দেখা যায়, মোহাম্মদ আলী আরাফাতের রাজধানীর গুলশান ২ নম্বর সার্কেলে একটি ফ্ল্যাট ছাড়া আর কোনো স্থাবর সম্পদ নেই। ফ্ল্যাটটির মূল্য ২ কোটি ৭০ লাখ টাকা। পরিবারের কারও নামেও কোনো সম্পদ নেই।
আরাফাতের অস্থাবর সম্পদের তালিকায় স্টক এক্সচেঞ্জে ৯টি কোম্পানির শেয়ার আছে, যার মূল্য ১ কোটি ৪৪ লাখ ৭১ হাজার ৪৬৩ টাকা। তাঁর স্ত্রীর নামেও আছে ২ কোটি ২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের শেয়ার। অস্থাবর সম্পদ হিসেবে আরাফাত আরও উল্লেখ করেছেন ৩৪ লাখ টাকার সঞ্চয়পত্র, ১৭ লাখ ২০ হাজার টাকা মূল্যের একটি গাড়ি এবং ৩ লাখ টাকার ইলেকট্রনিক সামগ্রী।
হলফনামায় আরাফাত জানান, একটি আর্থিক প্রতিষ্ঠানের কাছে তিনি ১ কোটি ১০ লাখ ২৩ হাজার ৯১৩ টাকা দেনা। তাঁর স্ত্রীর নামেও একই প্রতিষ্ঠানে ৮ লাখ টাকা ঋণ রয়েছে। চিত্রনায়ক ফারুকের মৃত্যুর পর শূন্য হওয়া ঢাকা-১৭ আসনে উপনির্বাচনে আরাফাত জয়ী হন।
মিডিয়াকে ব্যবহার করে এনসিপির নেতা-কর্মীদের গ্রহণযোগ্যতা ‘নষ্ট’ করার জন্য অনেক ‘অপশক্তি’ কাজ করছে অভিযোগ করে এ বিষয়ে সতর্ক থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তরিকুল।
২০ ঘণ্টা আগেসংসদে উচ্চকক্ষের মতো নিম্নকক্ষেও পিআর পদ্ধতিতে নির্বাচন বাস্তবায়নের দাবিতে জামায়াত ইসলামী আন্দোলন করবে বলে জানিয়েছেন দলটি নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আজ রোববার (১০ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ
২০ ঘণ্টা আগেবিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহসভাপতি এস এম আসলাম এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক টিএইচ তোফাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্যস
২১ ঘণ্টা আগেবিএনপির এই নেতা বলেন, ‘আমাদের সমাজের দৃষ্টিভঙ্গির সংস্কার প্রয়োজন, মানসিক সংস্কার প্রয়োজন। এটাই আমাদের সামাজিক আন্দোলন হওয়া উচিত। সমাজ, রাষ্ট্র—এমনকি দলকেও প্রতিদিনই সংস্কারের মধ্য দিয়ে যেতে হবে। এই সংস্কারের মধ্য দিয়ে আমরা একটি জনকল্যাণমুখী রাষ্ট্র ব্যবস্থা গঠন করতে পারব।’
১ দিন আগে