নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ভর্তুকি দিয়ে দেউলিয়া হয়ে যাচ্ছে সরকারের এ তথ্য অসত্য ও ভিত্তিহীন দাবি করে জনগণকে জিম্মি করে জ্বালানির দাম বৃদ্ধি করা রাষ্ট্রদ্রোহিতার শামিল বলে মন্তব্য করেছেন স্বাধীনতার পতাকা উত্তোলক এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
আবদুর রব বলেন, সরকার সত্যকে আড়াল করে ‘মিথ্যার কারখানা’ হতে পারে না। আন্তর্জাতিক বাজারের চেয়ে অনেক বেশি দামে ভোক্তার কাছে জ্বালানি তেল বিক্রি করে বিপিসি ৪৮ হাজার কোটি টাকা মুনাফা অর্জন করার পর আরও অতিরিক্ত লাভের জন্য জনগণকে জিম্মি করে ৫০ শতাংশ দাম বৃদ্ধি করা রাষ্ট্রদ্রোহিতার শামিল। কারণ গত ৮ বছরে সংস্থাটির এ বিপুল পরিমাণ মুনাফা করায় এ সময়ে তাদের কোনো ভর্তুকি দিতে হয়নি। বরং লাভের টাকা এফডিআর করে সুদ বাবদ মোটা অঙ্কের অর্থ আয় করেছে। তেলের দাম না বাড়িয়েও যে দামে তেল বিক্রি করছিল তাতেও বিপিসির মুনাফা হচ্ছিল।
বিবৃতিতে আবদুর রব বলেন, বিপিসির ব্যাংকে জমাকৃত টাকার পরিমাণ ৩২ হাজার কোটি টাকা, সরকার নিয়েছে ১২ হাজার কোটি টাকা, আয় কর পরিশোধ করেছে ৫৭০ কোটি টাকা তারপরও তারা দেউলিয়া হয়ে যাচ্ছে বলে সরকারের অসত্য বয়ান জনগণের সঙ্গে প্রতারণার নামান্তর। লোকসানের বানোয়াট দায় চাপিয়ে দিয়ে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ভয়ংকর অপরাধ।
রাষ্ট্র কোনো ব্যক্তিগত বা ব্যবসায়িক প্রতিষ্ঠান নয় উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্রের মৌলিক দায়িত্ব হচ্ছে পরিকল্পিত অর্থনীতি বিকাশের মাধ্যমে উৎপাদন শক্তির ক্রমবৃদ্ধি সাধন এবং জনগণের জীবনযাত্রার মানের উন্নতি সাধন। রাষ্ট্র জনগণকে জিম্মি করে কোনো ব্যবসায় জড়িত হতে পারে না।
বিবৃতিতে জনগণের দুর্ভোগ নিরসন এবং রাষ্ট্রের স্থিতিশীলতার প্রয়োজনে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির আদেশ অবিলম্বে প্রত্যাহার এবং জ্বালানি ও বিদ্যুৎ খাতের দুর্নীতি ও অপচয় উদ্ঘাটনে ‘কমিশন’ গঠনসহ ৯টি দাবি জানানো হয়।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ভর্তুকি দিয়ে দেউলিয়া হয়ে যাচ্ছে সরকারের এ তথ্য অসত্য ও ভিত্তিহীন দাবি করে জনগণকে জিম্মি করে জ্বালানির দাম বৃদ্ধি করা রাষ্ট্রদ্রোহিতার শামিল বলে মন্তব্য করেছেন স্বাধীনতার পতাকা উত্তোলক এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
আবদুর রব বলেন, সরকার সত্যকে আড়াল করে ‘মিথ্যার কারখানা’ হতে পারে না। আন্তর্জাতিক বাজারের চেয়ে অনেক বেশি দামে ভোক্তার কাছে জ্বালানি তেল বিক্রি করে বিপিসি ৪৮ হাজার কোটি টাকা মুনাফা অর্জন করার পর আরও অতিরিক্ত লাভের জন্য জনগণকে জিম্মি করে ৫০ শতাংশ দাম বৃদ্ধি করা রাষ্ট্রদ্রোহিতার শামিল। কারণ গত ৮ বছরে সংস্থাটির এ বিপুল পরিমাণ মুনাফা করায় এ সময়ে তাদের কোনো ভর্তুকি দিতে হয়নি। বরং লাভের টাকা এফডিআর করে সুদ বাবদ মোটা অঙ্কের অর্থ আয় করেছে। তেলের দাম না বাড়িয়েও যে দামে তেল বিক্রি করছিল তাতেও বিপিসির মুনাফা হচ্ছিল।
বিবৃতিতে আবদুর রব বলেন, বিপিসির ব্যাংকে জমাকৃত টাকার পরিমাণ ৩২ হাজার কোটি টাকা, সরকার নিয়েছে ১২ হাজার কোটি টাকা, আয় কর পরিশোধ করেছে ৫৭০ কোটি টাকা তারপরও তারা দেউলিয়া হয়ে যাচ্ছে বলে সরকারের অসত্য বয়ান জনগণের সঙ্গে প্রতারণার নামান্তর। লোকসানের বানোয়াট দায় চাপিয়ে দিয়ে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ভয়ংকর অপরাধ।
রাষ্ট্র কোনো ব্যক্তিগত বা ব্যবসায়িক প্রতিষ্ঠান নয় উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্রের মৌলিক দায়িত্ব হচ্ছে পরিকল্পিত অর্থনীতি বিকাশের মাধ্যমে উৎপাদন শক্তির ক্রমবৃদ্ধি সাধন এবং জনগণের জীবনযাত্রার মানের উন্নতি সাধন। রাষ্ট্র জনগণকে জিম্মি করে কোনো ব্যবসায় জড়িত হতে পারে না।
বিবৃতিতে জনগণের দুর্ভোগ নিরসন এবং রাষ্ট্রের স্থিতিশীলতার প্রয়োজনে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির আদেশ অবিলম্বে প্রত্যাহার এবং জ্বালানি ও বিদ্যুৎ খাতের দুর্নীতি ও অপচয় উদ্ঘাটনে ‘কমিশন’ গঠনসহ ৯টি দাবি জানানো হয়।
আওয়ামী লীগের বিচার ও রাষ্ট্রের মৌলিক সংস্কার প্রশ্নে ঐকমত্য জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ও গণসংহতি আন্দোলনের নেতারা। একই সঙ্গে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ এবং নির্বাচনের আগে সংস্কার কীভাবে বাস্তবায়ন করা যায়, তা নিয়েও আলোচনা করেছেন তাঁরা।
১৪ মিনিট আগেদেশের হিন্দু সম্প্রদায়ের সদস্যদের উদ্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আপনারা কারও চেয়ে কম নন। আপনারা বাংলাদেশের নাগরিক। এ দেশ আপনাদের জন্মভূমি। রাজনৈতিক মত আলাদা হতে পারে, দল ভিন্ন হতে পারে, তবে অধিকার সবারই সমান। সেই অধিকার রক্ষা করতে আমরা জীবন দিতেও প্রস্তুত।’
৪ ঘণ্টা আগেবিএনপি রাষ্ট্রক্ষমতায় না আসা পর্যন্ত ভাত খাওয়া থেকে বিরত থাকার প্রতিজ্ঞায় অটল নিজাম উদ্দিন অসুস্থ হয়ে পড়েছেন। গুরুতর অসুস্থ বিএনপির এই সমর্থকের খোঁজ নিতে বলেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
১ দিন আগেঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদ-সংক্রান্ত মামলা ‘ইশরাক হোসেন বনাম শেখ ফজলে নূর তাপস গং’-এর রায় এবং এ প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বলছে, এ মামলার বিচারপ্রক্রিয়া ও কমিশনের আচরণ প্রশ্নবিদ্ধ এবং তা নির্বাচন ব্যবস্থার নিরপেক্ষতা
১ দিন আগে