Ajker Patrika

মামুনুলের রিমান্ড শুনানি পিছিয়েছে

প্রতিনিধি
মামুনুলের রিমান্ড শুনানি পিছিয়েছে

নারায়ণগঞ্জ: ধর্ষণ ও সহিংসতার অভিযোগে নারায়ণগঞ্জে হেফাজত নেতা মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে দায়ের করা পৃথক তিনটি মামলায় ২৪ দিনের রিমান্ড আবেদনের শুনানি পিছিয়েছে। এ শুনানি আগামী ১২ মে অনুষ্ঠিত হবে।

আজ রোববার দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ূন কবিরের ভার্চ্যুয়াল আদালত এ তারিখ ধার্য করেন।

নারায়ণগঞ্জ জেলা কোর্ট পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান জানান, ৯ মে আসামির উপস্থিতিতে রিমান্ড শুনানির কথা ছিল। তবে আসামি অন্য মামলায় রিমান্ড শেষে কারাগারে না পৌঁছানোয় তাঁর উপস্থিতি নিশ্চিত করা যায়নি। ফলে আদালত রিমান্ড শুনানির তারিখ পিছিয়েছে।

গত ২ মে হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় সহিংসতা ও ধর্ষণের অভিযোগে দায়ের করা পৃথক তিনটি মামলায় আদালতে ২৪ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এ তিন মামলায় মামুনুল হককে শ্যোন এ্যারেস্টের আবেদনও করা হয়। পরে আদালত আসামির উপস্থিতিতে ৯ মে রিমান্ড ও শ্যোন অ্যারেস্ট শুনানির দিন ধার্য করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত