নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাজেটে বাংলাদেশের স্বাস্থ্য খাতে বরাদ্দ জিডিপির ১ শতাংশের আশপাশে ঘুরে বেড়াচ্ছে। স্বাস্থ্য খাতে এ দেশের মানুষের পকেট ব্যয় আফগানিস্তানের চেয়েও খারাপ। দেশের স্বাস্থ্য খাতে এত কম বাজেট বিশ্বের আর কোথাও নেই।
আজ শুক্রবার ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) চট্টগ্রাম শাখার উদ্যোগে চিকিৎসক সমাবেশ ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু এসব কথা বলেন। নগরীর পাঁচলাইশ থানাসংলগ্ন কিং অব চিটাগাং কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠান হয়।
চিকিৎসকদের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, ‘বাংলাদেশের স্বাস্থ্য খাতের অবস্থা খুবই খারাপ। এটা আপনারা আরও ভালো জানেন। আমরা বলেছি, স্বাস্থ্য খাতে বরাদ্দ জিডিপির ১ শতাংশ থেকে ক্রমান্বয়ে বাড়িয়ে ৫ শতাংশ করব। কিন্তু আপনাদের ডাক্তার-রাজনীতিবিদদের সংস্কৃতি পরিবর্তন না করলে কোনো কিছু কাজ করবে না। আমাদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে, যাতে পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারি।’
৫ আগস্ট শেখ হাসিনার পলায়নের পর দেশের মানুষের মনোজগতে বড় ধরনের পরিবর্তন এসেছে উল্লেখ করে আমীর খসরু বলেন, ‘সে পরিবর্তন বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে আরও বাড়িয়ে দিয়েছে। তাঁদের প্রত্যাশা অনেক বেশি। রাজনীতিবিদ, ডাক্তার, পেশাজীবী সবার প্রতি প্রত্যাশা মানুষের। এ জন্য বিএনপি যুক্তরাজ্যের এনএইচএস (ন্যাশনাল হেলথ সার্ভিস) মডেলের মতো সর্বজনীন স্বাস্থ্যসেবার সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্ত আমরা পরিপূর্ণভাবে পালন করব। এ জন্য ডাক্তারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের রাজনীতিতে যদি ডাক্তার-পেশাজীবীদের কার্যক্রমে গুণগত পরিবর্তন করতে না পারি, তাহলে আমরা কিন্তু বেশি দিন টিকে থাকতে পারব না।’
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন। তিনি স্বাস্থ্য খাতে বরাদ্দ প্রসঙ্গে বলেন, ‘এই বাজেট ১০ থেকে ১২ শতাংশে আসা উচিত। আমরা মনে করি, আগামীতে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় এলে স্বাস্থ্য খাতে ১০ থেকে ১২ শতাংশ বাজেট ডাক্তার সমাজকে উপহার দেব।’
এ সময় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফরহাদ হালিম ডোনার জানান, আগামী দু-এক মাসের মধ্যে ড্যাবের নতুন কমিটি ঘোষণা করা হবে। যাঁরা বিগত ১৭ বছর মাঠে কাজ করেছেন, তাঁদেরই কমিটিতে আনা হবে। ৫ আগস্টের আগে যাঁরা সংগঠনের সদস্য ছিলেন, সেখান থেকে ভোটার করে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করা হবে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ড্যাবের সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন চমেক ড্যাবের সাধারণ সম্পাদক মো. ফয়েজুর রহমান, জেলা সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন ঢালী ও মহানগর সাধারণ সম্পাদক ইফতেখারুল ইসলাম লিটন। বক্তব্য দেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সভাপতি হারুন আল রশিদ, মহাসচিব আবদুস সালাম, সিনিয়র সহসভাপতি আবদুস সেলিম, চট্টগ্রাম জেলা সভাপতি তমিজ উদ্দিন আহমেদ মানিক, বিএমএ চট্টগ্রাম শাখার সাবেক সাধারণ সম্পাদক খুরশিদ জামিল চৌধুরী, মহানগর ড্যাবের সভাপতি আব্বাস উদ্দীন, কেন্দ্রীয় সহসভাপতি শফিউল আলম জিন্টু, যুগ্ম মহাসচিব সাইফুদ্দিন নিসার আহমেদ, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রেজাউল আলম নিপ্পন প্রমুখ।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাজেটে বাংলাদেশের স্বাস্থ্য খাতে বরাদ্দ জিডিপির ১ শতাংশের আশপাশে ঘুরে বেড়াচ্ছে। স্বাস্থ্য খাতে এ দেশের মানুষের পকেট ব্যয় আফগানিস্তানের চেয়েও খারাপ। দেশের স্বাস্থ্য খাতে এত কম বাজেট বিশ্বের আর কোথাও নেই।
আজ শুক্রবার ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) চট্টগ্রাম শাখার উদ্যোগে চিকিৎসক সমাবেশ ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু এসব কথা বলেন। নগরীর পাঁচলাইশ থানাসংলগ্ন কিং অব চিটাগাং কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠান হয়।
চিকিৎসকদের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, ‘বাংলাদেশের স্বাস্থ্য খাতের অবস্থা খুবই খারাপ। এটা আপনারা আরও ভালো জানেন। আমরা বলেছি, স্বাস্থ্য খাতে বরাদ্দ জিডিপির ১ শতাংশ থেকে ক্রমান্বয়ে বাড়িয়ে ৫ শতাংশ করব। কিন্তু আপনাদের ডাক্তার-রাজনীতিবিদদের সংস্কৃতি পরিবর্তন না করলে কোনো কিছু কাজ করবে না। আমাদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে, যাতে পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারি।’
৫ আগস্ট শেখ হাসিনার পলায়নের পর দেশের মানুষের মনোজগতে বড় ধরনের পরিবর্তন এসেছে উল্লেখ করে আমীর খসরু বলেন, ‘সে পরিবর্তন বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে আরও বাড়িয়ে দিয়েছে। তাঁদের প্রত্যাশা অনেক বেশি। রাজনীতিবিদ, ডাক্তার, পেশাজীবী সবার প্রতি প্রত্যাশা মানুষের। এ জন্য বিএনপি যুক্তরাজ্যের এনএইচএস (ন্যাশনাল হেলথ সার্ভিস) মডেলের মতো সর্বজনীন স্বাস্থ্যসেবার সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্ত আমরা পরিপূর্ণভাবে পালন করব। এ জন্য ডাক্তারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের রাজনীতিতে যদি ডাক্তার-পেশাজীবীদের কার্যক্রমে গুণগত পরিবর্তন করতে না পারি, তাহলে আমরা কিন্তু বেশি দিন টিকে থাকতে পারব না।’
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন। তিনি স্বাস্থ্য খাতে বরাদ্দ প্রসঙ্গে বলেন, ‘এই বাজেট ১০ থেকে ১২ শতাংশে আসা উচিত। আমরা মনে করি, আগামীতে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় এলে স্বাস্থ্য খাতে ১০ থেকে ১২ শতাংশ বাজেট ডাক্তার সমাজকে উপহার দেব।’
এ সময় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফরহাদ হালিম ডোনার জানান, আগামী দু-এক মাসের মধ্যে ড্যাবের নতুন কমিটি ঘোষণা করা হবে। যাঁরা বিগত ১৭ বছর মাঠে কাজ করেছেন, তাঁদেরই কমিটিতে আনা হবে। ৫ আগস্টের আগে যাঁরা সংগঠনের সদস্য ছিলেন, সেখান থেকে ভোটার করে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করা হবে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ড্যাবের সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন চমেক ড্যাবের সাধারণ সম্পাদক মো. ফয়েজুর রহমান, জেলা সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন ঢালী ও মহানগর সাধারণ সম্পাদক ইফতেখারুল ইসলাম লিটন। বক্তব্য দেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সভাপতি হারুন আল রশিদ, মহাসচিব আবদুস সালাম, সিনিয়র সহসভাপতি আবদুস সেলিম, চট্টগ্রাম জেলা সভাপতি তমিজ উদ্দিন আহমেদ মানিক, বিএমএ চট্টগ্রাম শাখার সাবেক সাধারণ সম্পাদক খুরশিদ জামিল চৌধুরী, মহানগর ড্যাবের সভাপতি আব্বাস উদ্দীন, কেন্দ্রীয় সহসভাপতি শফিউল আলম জিন্টু, যুগ্ম মহাসচিব সাইফুদ্দিন নিসার আহমেদ, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রেজাউল আলম নিপ্পন প্রমুখ।
মিডিয়াকে ব্যবহার করে এনসিপির নেতা-কর্মীদের গ্রহণযোগ্যতা ‘নষ্ট’ করার জন্য অনেক ‘অপশক্তি’ কাজ করছে অভিযোগ করে এ বিষয়ে সতর্ক থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তরিকুল।
২০ ঘণ্টা আগেসংসদে উচ্চকক্ষের মতো নিম্নকক্ষেও পিআর পদ্ধতিতে নির্বাচন বাস্তবায়নের দাবিতে জামায়াত ইসলামী আন্দোলন করবে বলে জানিয়েছেন দলটি নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আজ রোববার (১০ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ
২০ ঘণ্টা আগেবিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহসভাপতি এস এম আসলাম এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক টিএইচ তোফাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্যস
২০ ঘণ্টা আগেবিএনপির এই নেতা বলেন, ‘আমাদের সমাজের দৃষ্টিভঙ্গির সংস্কার প্রয়োজন, মানসিক সংস্কার প্রয়োজন। এটাই আমাদের সামাজিক আন্দোলন হওয়া উচিত। সমাজ, রাষ্ট্র—এমনকি দলকেও প্রতিদিনই সংস্কারের মধ্য দিয়ে যেতে হবে। এই সংস্কারের মধ্য দিয়ে আমরা একটি জনকল্যাণমুখী রাষ্ট্র ব্যবস্থা গঠন করতে পারব।’
২১ ঘণ্টা আগে