Ajker Patrika

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদেও পুরোনোরাই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২২, ০০: ১২
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদেও পুরোনোরাই

ক্ষমতাসীন আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠিত হয়েছে। তবে এতে নতুন মুখ ছাড়াই বিদায়ী কমিটির সদস্যরাই স্থান পেয়েছেন। একই ধারাবাহিকতায় দলটির থিংক ট্যাংক হিসেবে পরিচিত উপদেষ্টামণ্ডলীতেও নতুন মুখ আসেনি। সভাপতিমণ্ডলী ও সম্পাদকমণ্ডলী থেকে বাদ পড়া পাঁচ নেতা এতে যুক্ত হয়েছেন কেবল। 

আজ শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে অনুষ্ঠিত হওয়া সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে এ নাম প্রস্তাব করেন দলীয় সভাপতি শেখ হাসিনা। পরে কাউন্সিলেরা সমর্থন করলে তা পাস হয়। 

উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন:
আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মশিউর রহমান, ইউসুফ হোসেন হুমায়ুন, রাজি উদ্দিন আহমেদ রাজু, মহিউদ্দিন খান আলমগীর, শফিক আহমেদ, সতীশ চন্দ্র রায়, অধ্যাপক ড. আব্দুল খালেক, আ ফ ম রুহুল হক, কাজী আকরাম উদ্দীন, সৈয়দ রেজাউর রহমান, অধ্যাপক অনুপম সেন, অধ্যাপক হামিদা বানু, অধ্যাপক হোসেন মনসুর, অধ্যাপিকা সুলতানা শফি, এ এফ এম ফখরুল ইসলাম মুন্সী, মোহাম্মদ জমির, খন্দকার গোলাম মওলা নকশাবন্দি।

এ ছাড়া আরও আছেন— ড. মির্জা এমএ জলিল, ড. প্রণব কুমার বড়ুয়া, মেজর জেনারেল (অব.) আব্দুল হাফিজ মল্লিক, ড. সাইদুর রহমান খান, ড. গওহর রিজভী, অধ্যাপক খন্দকার বজলুল হক, মো. রাশিদুল আলম, ইয়াফেস ওসমান, কাজী সিরাজুল ইসলাম, চৌধুরী খালেকুজ্জামান, মোজাফফর হোসেন পল্টু, সালমান এফ রহমান, ইনাম আহমেদ চৌধুরী, আতাউর রহমান, একে এম রহমতুল্লাহ, শাহাবুদ্দিন চুপ্পু, মতিউর রহমান, ড. শামসুল আলম, মতিউর রহমান খান, জহিরুল ইসলাম খোকা, রমেশ চন্দ্র সেন, নুরল ইসলাম নাহিদ, আবদুল মান্নান খান, হারুনুর রশিদ, হাবিবুর রহমান সিরাজ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত