Ajker Patrika

নিউমার্কেটের ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার কারণ জানতে চায়‍ বিএনপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ এপ্রিল ২০২২, ১৪: ৫৭
নিউমার্কেটের ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার কারণ জানতে চায়‍ বিএনপি

নিউমার্কেট এলাকায় ছাত্র-ব্যবসায়ী সংঘর্ষের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। কোন কৌশলের কারণে পুলিশের সদস্যরা ওই ঘটনায় নিষ্ক্রিয় ছিল, তা জানতে চেয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বুধবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এমন প্রশ্ন তোলেন। দলের গুম-খুন হয়ে যাওয়া পরিবারের মধ্যে ঈদের সামগ্রী বিতরণ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নিউমার্কেটের সংঘর্ষের ঘটনা উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ‘পুলিশের যে কর্মকর্তারা দায়িত্বে ছিলেন, তাঁদের জিজ্ঞাসা করা হলে তাঁরা বলেছেন যে, স্ট্র্যাটেজিক কারণে আমরা নিষ্ক্রিয় ছিলাম। কোন স্ট্র্যাটেজির কারণে আপনারা নিষ্ক্রিয় ছিলেন? সেই কারণটা কি হচ্ছে যে, দেশে মানুষ নিহত হবে, এই স্ট্র্যাটেজির কারণে যে, একটা সমস্যা তৈরি হবে, সেই সমস্যা নিয়ে আবার মানুষকে বিভ্রান্ত করে অন্য খাতে প্রবাহিত করবে। কোন স্ট্র্যাটেজি থাকে, যখন বিএনপির ছোটখাটো একটা কর্মসূচিকেও প্রতিরোধ করার জন্য শত শত, হাজার হাজার পুলিশ মুহূর্তের মধ্যে উপস্থিত হয়? কোন স্ট্র্যাটেজির কারণে বিএনপির মিছিলগুলোতে গুলি করে তোমরা স্তব্ধ করো? কোন স্ট্র্যাটেজির কারণে তোমরা হত্যা করে বিরোধী দলের যে আন্দোলন, সেই আন্দোলনকে তোমরা বন্ধ করতে চাও?’

মির্জা ফখরুল বলেন, ‘এই ব্যর্থ সরকার রাষ্ট্রকে ব্যর্থ করেছে। কোথাও তাদের কোনো নিয়ন্ত্রণ নেই। আজকে সবচেয়ে বড় যে সমস্যাটা দেখা দিয়েছে, কোনো জবাবদিহি নেই। আজকে পুলিশকে জবাবদিহি করতে হয় না, অন্যান্য যেসব ডিপার্টমেন্ট আছে, সেখানেও কোনো জবাবদিহি করতে হয় না। চুরি করে, দুর্নীতি করে সেখানেও কোনো জবাবদিহি করতে হয় না।’ 

অনুষ্ঠানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত