Ajker Patrika

দীপংকরের সম্পত্তি বেড়েছে কমেছে ঊষাতনের

রাঙামাটি প্রতিনিধি
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩, ১৫: ১০
দীপংকরের সম্পত্তি বেড়েছে কমেছে ঊষাতনের

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ নম্বর আসন রাঙামাটিতে হেভিওয়েট প্রার্থীর একজন আওয়ামী লীগ মনোনীত (বর্তমান সংসদ সদস্য) দীপংকর তালুকদার। পেশা পরিবর্তন করে পাঁচ বছরে তাঁর সম্পত্তি বেড়েছে প্রায় ৩ কোটি টাকার। অন্যদিকে আরেক হেভিওয়েট প্রার্থী জনসংহতি সমিতির (জেএসএস) নেতা ঊষাতন তালুকদারের সম্পত্তি কমেছে। রিটার্নিং অফিসারের কাছে দেওয়া তাঁদের হলফনামা থেকে এ তথ্য পাওয়া গেছে।

হলফনামায় দেখা গেছে, দীপংকর সাধারণ ঠিকাদার থেকে পেশা পরিবর্তন করে হয়েছেন প্রথম শ্রেণির কাঠ ব্যবসায়ী। নিজেকে কাঠ ব্যবসায়ী উল্লেখ করলেও এ থেকে আয় শূন্য। দীপংকর সম্পত্তির পরিমাণ দেখিয়েছেন ৮ কোটি ৭৮ লাখ ৪৫ হাজার ৪৮৪ টাকার। ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে তাঁর সম্পত্তি ছিল ৫ কোটি ৭৬ লাখ ৬৭ হাজার ৩২৮ টাকার। এবারের হলফনামায় নিজের ২৫ ও স্ত্রীর ২৫ ভরি স্বর্ণ দেখিয়েছেন। স্ত্রীর স্বর্ণের মূল্য দেখিয়েছেন ৩ লাখ টাকা।  বার্ষিক আয় দেখিয়েছেন ১৯ লাখ ৩৩ হাজার টাকা। 

এ বিষয়ে দীপংকর তালুকদারের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করেও তাঁর সাড়া পাওয়া যায়নি।

অন্যদিকে জনসংহতি সমিতির ঊষাতন তালুকদার তাঁর হলফনামায় দুটি মামলা চলমান থাকার কথা উল্লেখ করেন। মামলা দুটিই চেক প্রতারণার। ঊষাতন বছরের আয় দেখিয়েছেন ১২ লাখ টাকা। এর মধ্যে তিনি কৃষি খাত থেকে পান ৭ লাখ টাকা এবং ব্যবসা থেকে ৫ লাখ টাকা। তাঁর সম্পত্তির পরিমাণ ৩১ লাখ ৭৫ হাজার টাকা। ২০১৮ সালের হলফনামায় তাঁর সম্পত্তির পরিমাণ ছিল ৩২ লাখ ৬ হাজার ৩৩০ টাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত