Ajker Patrika

হেফাজতকে তাণ্ডবে উসকানি দেওয়ার অভিযোগে শাহজাহান চৌধুরী গ্রেপ্তার

বাসস
হেফাজতকে তাণ্ডবে উসকানি দেওয়ার অভিযোগে শাহজাহান চৌধুরী গ্রেপ্তার

চট্টগ্রাম: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরকে কেন্দ্র করে চট্টগ্রামের হাটহাজারীতে হেফাজতে ইসলামের তাণ্ডবে উসকানি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে জামায়াতের কেন্দ্রীয় নেতা ও সাতকানিয়ার সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে।

আজ শনিবার ভোররাতে সাতকানিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ছমদর পাড়ার নিজ বাড়ি থেকে শাহজাহান চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। তাঁকে হাটহাজারী থানার তিন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

সাতকানিয়া থানা পুলিশ জানায়, শাহজাহান চৌধুরী পরিবার নিয়ে চট্টগ্রাম শহরে বসবাস করলেও ঈদ করতে ঈদের আগের দিন রাতে গ্রামের বাড়িতে যান। ঈদের দিন দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে রাতে নিজ বাড়িতে অবস্থান করছিলেন। ভোর ৩টার দিকে সাতকানিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ সাতকানিয়া পৌরসভার ছমদর এলাকার বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। সাতকানিয়া থানার ওসি মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, হাটহাজারী থানার তিনটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

২০১৮ সালের ৩ আগস্ট চট্টগ্রাম মহানগরের পাহাড়তলী থানার মুরগির ফার্ম এলাকায় বিএনপির এক ওয়ার্ড কাউন্সিলরের বাড়ি থেকে গ্রেপ্তার হয়েছিলেন শাহজাহান চৌধুরী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত