নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগামী নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হবে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘কোনো বহিঃশক্তির পরামর্শে হবে না। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। ভারত আমাদের প্রতিবেশী, একাত্তরে কয়েক হাজার ভারতীয় সৈন্য শহীদ হয়েছে। আমাদের সেই রাখিবন্ধন আছে। কিন্তু এই বন্ধুত্বের অর্থ এই নয় ভারত এসে আমাদের ক্ষমতায় বসিয়ে দেবে।’
আজ মঙ্গলবার রাজধানীর স্বামীবাগ ইসকন মন্দিরে রথযাত্রার প্রারম্ভিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনে হেরে আওয়ামী লীগকে প্রমাণ করতে হবে নির্বাচন সুষ্ঠু হয়েছে। এটি বিএনপিসহ কিছু দলের মনোবাসনা। তাদের কাছে সুষ্ঠু নির্বাচনের অর্থ হচ্ছে এমন একটা নির্বাচন হোক, যেখানে আওয়ামী লীগ পরাজিত হবে। রবীন্দ্রনাথ যেমন বলেছিলেন, কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই।
ওবায়দুল কাদের আরও বলেন, ‘আমাদের দেশে অতীতে দেখেছি, যতবারই নির্বাচন সামনে রেখে আশঙ্কা বেশি ছিল, ততবারই বাস্তবে রাজনীতির আকাশ সময়মতো পরিষ্কার হয়ে যায়। অন্ধকার কুয়াশা কেটে যায়। অন্ধকার যতই ঘনিয়ে আসুক, আলো ঝলমল একটা আকাশ ততই ঘনিয়ে আসে। আমাদের রাজনীতিতেও এটা অতীতে ঘটেছে, এখনো ঘটতে পারে। ঘটবে না, এমন হতাশাবাদী আমি নই।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফর প্রসঙ্গে তিনি বলেন, ‘এর সঙ্গে বাংলাদেশের নির্বাচনের কী সম্পর্ক আমি জানি না। অনেক কিছু নিয়ে আলোচনা হতে পারে। বাংলাদেশের সম্পর্কে কোনো কথা হবে কি না তাও জানি না। আমরা এমন কোনো প্রস্তাব পাঠাইনি বাইডেন সাহেবকে বোঝানোর জন্য।’
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেতে যাচ্ছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘কিছু কিছু দেশ আছে যাদের গণতন্ত্র প্রশ্নবিদ্ধ, তারা আমাদের সুষ্ঠু নির্বাচনের সবক দেবে? আমরা কারও ভিসা নীতি, নিষেধাজ্ঞা বিবেচনা করে নির্বাচনে যাচ্ছি না। আমাদের নজর আমাদের সংবিধান, দেশের জনগণের ওপর। সবাই যাতে যাকে খুশি তাকে ভোট দেওয়ার যে অধিকার সেটা প্রয়োগ করতে পারে সেটাই আপাতত শেখ হাসিনার চিন্তায়।’
সনাতন ধর্মাবলম্বীদের পাশে আওয়ামী লীগ সব সময় আছে এবং থাকবে জানিয়ে তিনি বলেন, ‘দুঃখ, কষ্টে, দুর্যোগে আমরা সনাতন ভাইবোনদের পাশে ছিলাম, আছি, ভবিষ্যতে থাকব। আপনাদের কখনোই মাইনরিটি মনে করা উচিত না। আপনার এবং একজন মুসলমান ভোটারের অধিকার সমান। আপনিও প্রথম শ্রেণির নাগরিক। আপনারাও মুক্তিযুদ্ধ, গণতন্ত্র, প্রগতি, শান্তির জন্য লড়াই করেছেন। আপনারা আমাদের সহযাত্রী। বঙ্গবন্ধু যখন মুক্তিযুদ্ধের জন্য লড়ছিল তখনো এ দেশের সনাতনরা ঝাঁপিয়ে পড়েছিল। এটা ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ।’
বক্তব্য শেষে তিনি রথযাত্রার শুভ উদ্বোধন ঘোষণা করেন।
আগামী নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হবে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘কোনো বহিঃশক্তির পরামর্শে হবে না। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। ভারত আমাদের প্রতিবেশী, একাত্তরে কয়েক হাজার ভারতীয় সৈন্য শহীদ হয়েছে। আমাদের সেই রাখিবন্ধন আছে। কিন্তু এই বন্ধুত্বের অর্থ এই নয় ভারত এসে আমাদের ক্ষমতায় বসিয়ে দেবে।’
আজ মঙ্গলবার রাজধানীর স্বামীবাগ ইসকন মন্দিরে রথযাত্রার প্রারম্ভিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনে হেরে আওয়ামী লীগকে প্রমাণ করতে হবে নির্বাচন সুষ্ঠু হয়েছে। এটি বিএনপিসহ কিছু দলের মনোবাসনা। তাদের কাছে সুষ্ঠু নির্বাচনের অর্থ হচ্ছে এমন একটা নির্বাচন হোক, যেখানে আওয়ামী লীগ পরাজিত হবে। রবীন্দ্রনাথ যেমন বলেছিলেন, কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই।
ওবায়দুল কাদের আরও বলেন, ‘আমাদের দেশে অতীতে দেখেছি, যতবারই নির্বাচন সামনে রেখে আশঙ্কা বেশি ছিল, ততবারই বাস্তবে রাজনীতির আকাশ সময়মতো পরিষ্কার হয়ে যায়। অন্ধকার কুয়াশা কেটে যায়। অন্ধকার যতই ঘনিয়ে আসুক, আলো ঝলমল একটা আকাশ ততই ঘনিয়ে আসে। আমাদের রাজনীতিতেও এটা অতীতে ঘটেছে, এখনো ঘটতে পারে। ঘটবে না, এমন হতাশাবাদী আমি নই।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফর প্রসঙ্গে তিনি বলেন, ‘এর সঙ্গে বাংলাদেশের নির্বাচনের কী সম্পর্ক আমি জানি না। অনেক কিছু নিয়ে আলোচনা হতে পারে। বাংলাদেশের সম্পর্কে কোনো কথা হবে কি না তাও জানি না। আমরা এমন কোনো প্রস্তাব পাঠাইনি বাইডেন সাহেবকে বোঝানোর জন্য।’
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেতে যাচ্ছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘কিছু কিছু দেশ আছে যাদের গণতন্ত্র প্রশ্নবিদ্ধ, তারা আমাদের সুষ্ঠু নির্বাচনের সবক দেবে? আমরা কারও ভিসা নীতি, নিষেধাজ্ঞা বিবেচনা করে নির্বাচনে যাচ্ছি না। আমাদের নজর আমাদের সংবিধান, দেশের জনগণের ওপর। সবাই যাতে যাকে খুশি তাকে ভোট দেওয়ার যে অধিকার সেটা প্রয়োগ করতে পারে সেটাই আপাতত শেখ হাসিনার চিন্তায়।’
সনাতন ধর্মাবলম্বীদের পাশে আওয়ামী লীগ সব সময় আছে এবং থাকবে জানিয়ে তিনি বলেন, ‘দুঃখ, কষ্টে, দুর্যোগে আমরা সনাতন ভাইবোনদের পাশে ছিলাম, আছি, ভবিষ্যতে থাকব। আপনাদের কখনোই মাইনরিটি মনে করা উচিত না। আপনার এবং একজন মুসলমান ভোটারের অধিকার সমান। আপনিও প্রথম শ্রেণির নাগরিক। আপনারাও মুক্তিযুদ্ধ, গণতন্ত্র, প্রগতি, শান্তির জন্য লড়াই করেছেন। আপনারা আমাদের সহযাত্রী। বঙ্গবন্ধু যখন মুক্তিযুদ্ধের জন্য লড়ছিল তখনো এ দেশের সনাতনরা ঝাঁপিয়ে পড়েছিল। এটা ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ।’
বক্তব্য শেষে তিনি রথযাত্রার শুভ উদ্বোধন ঘোষণা করেন।
চোখের সমস্যা নিয়ে থাইল্যান্ডের ব্যাংককের রুটনিন আই হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার বাংলাদেশ সময় দুপুর ২টায় তাঁর অপারেশন হওয়ার কথা রয়েছে।
৩ ঘণ্টা আগেসম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানকে জামিন দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে তাঁর আপিল শুনানির জন্য গ্রহণ করা হয়েছে। পাশাপাশি বিচারিক আদালতের দেওয়া অর্থদণ্ড স্থগিত করে মামলার নথি তলব করেছেন উচ্চ আদালত।
৫ ঘণ্টা আগেবাংলাদেশের সংবিধানের চার মূলনীতি পরিবর্তন ও দ্বিকক্ষবিশিষ্ট সংসদের প্রয়োজন নেই বলে মনে করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। সংসদে সব দলের প্রতিনিধিত্ব নিশ্চিতে সংখ্যানুপাতিক পদ্ধতি প্রবর্তনের পক্ষে দলটি। অন্যদিকে সংবিধান সংস্কার-সংক্রান্ত সব প্রস্তাব বাস্তবায়ন নির্বাচিত সংসদের মাধ্যমে করার
১৯ ঘণ্টা আগেচিকিৎসক জাফরুল্লাহ চৌধুরী একজন আজীবন মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি যত দিন বেঁচে ছিলেন, এ দেশের মানুষের কল্যাণে কাজ করেছেন। তিনি একটি সুন্দর গণতান্ত্রিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে সব সময় কাজ করেছেন। ফ্যাসিবাদী আমলেও তিনি সবাইকে একত্র করার চেষ্টা করেছেন। তবে ফ্যাসিস্টের পতন তিনি দেখে যেতে পারেননি।
২০ ঘণ্টা আগে