Ajker Patrika

সরকার তথ্যসন্ত্রাস করছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ মার্চ ২০২২, ১৪: ৫৮
সরকার তথ্যসন্ত্রাস করছে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকার বলছে, মানুষের ক্রয়ক্ষমতা কয়েক গুণ বেড়েছে। আসলে এই সরকার তথ্যসন্ত্রাস করছে। এই সরকারের জিডিপি প্রবৃদ্ধি সবই ভুয়া। কয়েক দিন ধরে টিসিবির গাড়ির পেছনে মানুষের লাইন দীর্ঘ হচ্ছে।’ 

আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন। 

মির্জা ফখরুল বলেন, ‘আজ টিসিবির পণ্যও নিম্ন আয়ের মানুষ পায় না, কিছু দালাল লাইনে দাঁড়িয়ে সেগুলো কালোবাজারে বিক্রি করে দিচ্ছে। এই সরকারের চুরি-ডাকাতির কারণে আজ দ্রব্যমূল্য বেড়েছে। ইউক্রেন-যুদ্ধের কারণে নয়, যুদ্ধের আগেই দেশে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছিল।’ 

মির্জা ফখরুল আরও বলেন, ‘দ্রব্যমূল্য বৃদ্ধি পেলেও আজ কৃষক ন্যায্য মূল্য পান না। এই সরকার স্বাধীনতাবিরোধী, জনগণবিরোধী, কৃষকবিরোধী। বাংলাদেশের মানুষ কখনো একদলীয় শাসন মেনে নেবে না।’ 

মির্জা ফখরুল সরকারের উদ্দেশে বলেন, ‘এত ভয় কেন তত্ত্বাবধায়ক সরকারে? এত ভয় কেন নিরপেক্ষ সরকারে? জনগণ আজ বুঝে গেছে আপনাদের সবকিছু মিথ্যা-প্রতারণা। আর কোনো কথা নাই, একটাই কথা—সরে যাও, নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করো, আর না হয় জনগণ ঘাড় ধরে ক্ষমতা থেকে নামাবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্যকলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত