Ajker Patrika

কর্মসূচির সহযোগিতা চাইতে ডিএমপিতে গিয়ে আটক জামায়াতের ৪ জন 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ মে ২০২৩, ১৯: ১১
কর্মসূচির সহযোগিতা চাইতে ডিএমপিতে গিয়ে আটক জামায়াতের ৪ জন 

আগামী ৫ জুনের কর্মসূচি পালনে সহযোগিতা চেয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারের কার্যালয়ে আবেদন জমা দিতে যাওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের প্রতিনিধি দলের চারজনকে আটক করেছে রমনা থানা পুলিশ। 

আজ সোমবার বিকেল ৪টার দিকে তাদের ডিএমপি সদরদপ্তরের গেট থেকে আটক করা হয়েছে। 

জামায়াতের ৪ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট বারের সাবেক সহ-সম্পাদক এডভোকেট সাইফুর রহমান, বাংলাদেশ সুপ্রীম কোর্ট বারের সাবেক সহ-সভাপতি ও বিশিষ্ট মানবাধিকার কর্মী এডভোকেট ড. গোলাম রহমান ভূইয়া, বাংলাদেশ সুপ্রীম কোর্ট বারের সাবেক সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আব্দুল বাতেন, বাংলাদেশ সুপ্রীম কোর্ট বারের সাবেক সিনিয়র সহ-সভাপতি এডভোকেট জালাল উদ্দীন ভূইয়া। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের প্রধান উপ-কমিশনার ফারুক হোসেন বলেন, ‘চারজন জামাত সদস্যকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে কোনো মামলা আছে কি না যাচাই বাছাই করা হচ্ছে। মামলা না থাকলে ছেড়ে দেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত