নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই গণভোট হওয়া উচিত বলে জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে এমন মতামত জানান দলটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।
তফসিলের আগেই গণভোট হওয়ার তিনটি কারণ উল্লেখ করে আতাউর রহমান বলেন, প্রথমত, নির্বাচন কমিশন এক ব্যালটে ভোট গ্রহণের প্রস্তুতি নিয়েছে। সেভাবে কেন্দ্র ও নির্বাচনী কর্মকর্তাসহ সব প্রস্তুতি সম্পন্ন করেছে। এখন জাতীয় নির্বাচনের সঙ্গে জুলাই সনদের বিষয়ে গণভোট আয়োজন করলে জটিলতা তৈরি হবে।
দ্বিতীয়ত, জুলাই সনদ সবার সম্মিলিত একটি বিষয়, কিন্তু জাতীয় নির্বাচনে এই রাজনৈতিক দলগুলোই পরস্পরবিরোধী অবস্থানে প্রতিদ্বন্দ্বিতা করবে। এটা জুলাই সনদের বিষয়ে জনমনে ভুল বার্তা দেবে।
তৃতীয় কারণ হিসেবে আতাউর রহমান উল্লেখ বলেন, বিদ্যমান সংবিধান অনুসারে সংসদ ভেঙে যাওয়ার তিন মাসের মধ্যে সংসদ নির্বাচন হতে হয়, কিন্তু এখন নির্বাচন হচ্ছে দেড় বছর পরে। ফলে জাতীয় নির্বাচনের বৈধতার বিষয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। এসব সমস্যা থেকে উত্তরণের জন্য তফসিলের আগে জুলাই সনদের বিষয়ে গণভোট হওয়া উচিত।
তবে বৃহত্তর স্বার্থে গণভোট কখন হবে—সে প্রশ্নে কমিশনের সিদ্ধান্তে সম্মান জানাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ—এমনটিও জানান তিনি।
নোট অব ডিসেন্টের ব্যাপারে গাজী আতাউর রহমান বলেন, নোট অব ডিসেন্ট নিয়ে গণভোটে যাওয়া উচিত না। যাঁরা মৌলিক বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়েছেন, তাঁদের তা প্রত্যাহার করে নেওয়া উচিত। কারণ, নোট অব ডিসেন্টসহ গণভোট নানা ধরনের জটিলতা তৈরি করবে।
ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই গণভোট হওয়া উচিত বলে জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে এমন মতামত জানান দলটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।
তফসিলের আগেই গণভোট হওয়ার তিনটি কারণ উল্লেখ করে আতাউর রহমান বলেন, প্রথমত, নির্বাচন কমিশন এক ব্যালটে ভোট গ্রহণের প্রস্তুতি নিয়েছে। সেভাবে কেন্দ্র ও নির্বাচনী কর্মকর্তাসহ সব প্রস্তুতি সম্পন্ন করেছে। এখন জাতীয় নির্বাচনের সঙ্গে জুলাই সনদের বিষয়ে গণভোট আয়োজন করলে জটিলতা তৈরি হবে।
দ্বিতীয়ত, জুলাই সনদ সবার সম্মিলিত একটি বিষয়, কিন্তু জাতীয় নির্বাচনে এই রাজনৈতিক দলগুলোই পরস্পরবিরোধী অবস্থানে প্রতিদ্বন্দ্বিতা করবে। এটা জুলাই সনদের বিষয়ে জনমনে ভুল বার্তা দেবে।
তৃতীয় কারণ হিসেবে আতাউর রহমান উল্লেখ বলেন, বিদ্যমান সংবিধান অনুসারে সংসদ ভেঙে যাওয়ার তিন মাসের মধ্যে সংসদ নির্বাচন হতে হয়, কিন্তু এখন নির্বাচন হচ্ছে দেড় বছর পরে। ফলে জাতীয় নির্বাচনের বৈধতার বিষয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। এসব সমস্যা থেকে উত্তরণের জন্য তফসিলের আগে জুলাই সনদের বিষয়ে গণভোট হওয়া উচিত।
তবে বৃহত্তর স্বার্থে গণভোট কখন হবে—সে প্রশ্নে কমিশনের সিদ্ধান্তে সম্মান জানাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ—এমনটিও জানান তিনি।
নোট অব ডিসেন্টের ব্যাপারে গাজী আতাউর রহমান বলেন, নোট অব ডিসেন্ট নিয়ে গণভোটে যাওয়া উচিত না। যাঁরা মৌলিক বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়েছেন, তাঁদের তা প্রত্যাহার করে নেওয়া উচিত। কারণ, নোট অব ডিসেন্টসহ গণভোট নানা ধরনের জটিলতা তৈরি করবে।
জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে কিছুদিন ধরে ধারাবাহিকভাবে বৈঠক করছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা। গত দুই মাসে এমন অন্তত ৩০টি বৈঠক হয়েছে। এসব বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি, আগামী সংসদ নির্বাচন, মানবাধিকার ইস্যু এবং নির্বাচনের পরে জামায়াতের ভূমিক
৭ ঘণ্টা আগেখাগড়াছড়িতে ধর্ষণ ও হামলার ঘটনায় তথ্য সংগ্রহ ও পরিস্থিতি বিশ্লেষণের লক্ষ্যে একটি তথ্যানুসন্ধান দল পাঠাচ্ছে গণতান্ত্রিক অধিকার কমিটি। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দলটি ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীদের পরিবার ও সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে সাক্ষাৎ করবে।
৮ ঘণ্টা আগেযাদের একাধিক দেশের পাসপোর্ট ও নাগরিকত্ব নেওয়া, তারাই আবার অন্যদের সেফ এক্সিটের তালিকা করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। আজ বুধবার রাতে এক ফেসবুক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।
১০ ঘণ্টা আগে৭ বছর পরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে গেলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বুধবার রাত ১১টার পরে রাজধানীর শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে যান তিনি।
১০ ঘণ্টা আগে