Ajker Patrika

লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় ফখরুলের বক্তব্য রাজনৈতিক দেউলিয়াপনা: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ২০: ৫১
লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় ফখরুলের বক্তব্য রাজনৈতিক দেউলিয়াপনা: তথ্যমন্ত্রী

লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় বিএনপি ও নাগরিক ঐক্যের নেতাদের মন্তব্যের প্রেক্ষিতে পাল্টা মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মাহমুদুর রহমান মান্নার বক্তব্য রাজনৈতিক দেউলিয়াপনার বহিঃপ্রকাশ। রাজনৈতিক দেউলিয়াপনা থেকেই তারা এ ধরনের বক্তব্য রাখছেন। লঞ্চ দুর্ঘটনার ঘটনায় তদন্ত হচ্ছে। তদন্তে যারা দোষী পাওয়া যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার।’ 

আজ শনিবার বাংলাদেশ টেলিভিশনের ৫৮ বছরে পদার্পণ উপলক্ষে এইচডি সম্প্রচারের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। 

তথ্য মন্ত্রী আরও বলেন, ‘দুর্ঘটনার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এর আগে মাহমুদুর রহমান মান্না ছয়বার দল বদল করেছেন। সেটা কি কারণে করেছেন, দেশে সুশাসনের অভাবে? বিএনপির অনেকে দলবদল করে খোলস পাল্টিয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরও খোলস বদলিয়েছে। এটা কী  সুশাসনের অভাবে করেছে? আসলে এ ধরনের বক্তব্য রাজনৈতিক দেউলিয়াপনা ছাড়া কিছু নয়।’

এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক সোহরাব হোসেন। এর আগে মন্ত্রী বঙ্গবন্ধু কর্নার ও রং তুলিতে বঙ্গবন্ধু শীর্ষক চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন। 

উল্লেখ্য, লঞ্চ দুর্ঘটনার বিষয়ে গতকাল শুক্রবার বিএনপির মহাসচিব বলেছেন, ‘জনগণের প্রতি চরম বিশ্বাসঘাতকতা করে দেশ পরিচালনার জন্যই দেশব্যাপী হত্যা, গুম, খুন, অপহরণের পাশাপাশি সড়ক, রেল ও নৌপথে দুর্ঘটনার সংখ্যা অতিমাত্রায় বৃদ্ধি পেয়েছে।’ এবং নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘এটিই হচ্ছে এই অবৈধ স্বৈরাচার সরকারের কথিত উন্নয়নের চিত্র। দুর্নীতিবাজ, ফ্যাসিবাদী শাসনের আগুনে পুড়ে অঙ্গার হওয়া এক দেশে আমরা বসবাস করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

এনসিপি নেতা সারওয়ার তুষারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের নিষ্পত্তি হয়নি: শহিদুল আলম

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

ভারত-পাকিস্তান যুদ্ধ: পাকিস্তানে নিহত বেড়ে ২৬, আহত ৪৬

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত