Ajker Patrika

নতুন ইসিকে জাসদের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নতুন ইসিকে জাসদের শুভেচ্ছা

নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সাবেক জ্যেষ্ঠ সচিব কাজী হাবিবুল আউয়াল ও চার নির্বাচন কমিশনারকে স্বাগত ও শুভকামনা জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। আজ শনিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া দিয়েছে দলটি।

বিবৃতিতে জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার নবনিযুক্ত নির্বাচন কমিশনকে শুভেচ্ছা জানিয়েছেন। 

নেতারা আশা প্রকাশ করে বলেন, নির্বাচন কমিশনের গঠনের আইন অনুযায়ী অনুসন্ধান কমিটির মাধ্যমে সুপারিশকৃত দশজন উপযুক্ত ব্যক্তির মধ্য থেকে রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার ও অন্য চারজন নির্বাচন কমিশনার দেশের সংবিধান ও আইনকে সমুন্নত এবং নির্বাচন কমিশনের মর্যাদা অক্ষুণ্ন রাখবেন। নির্বাচন কমিশনের ক্ষমতা এবং এখতিয়ার বলিষ্ঠভাবে প্রয়োগ করে আগামীতে মেয়াদকালে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনগুলো সুষ্ঠুভাবে অনুষ্ঠানে সাফল্য অর্জন করবেন। 

আজ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দেওয়া প্রজ্ঞাপনে নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে কাজী হাবিবুল আউয়ালকে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়। আর তাঁর সঙ্গী হিসেবে থাকছেন—সাবেক জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান, সাবেক সিনিয়র সচিব মো. আলমগীর ও সাবেক সিনিয়র সচিব আনিছুর রহমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত