Ajker Patrika

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে ভয় পাচ্ছে সরকার: জামায়াত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ জুলাই ২০২৩, ২৩: ১৩
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে ভয় পাচ্ছে সরকার: জামায়াত

জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমান বলেছেন, ‘বর্তমান সরকারের প্রতি জনগণের কোনো আস্থা নেই, জনমত আওয়ামী লীগের বিরুদ্ধে। তাই তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে ভয় পাচ্ছে।’

গতকাল শনিবার বগুড়া জামায়াতের উদ্যোগে উপজেলা আমির, নায়েবে আমির ও সেক্রেটারিদের নিয়ে দিনব্যাপী ভার্চুয়াল শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম।

ভারপ্রাপ্ত আমির বলেন, ‘আওয়ামী লীগ বুঝতে পেরেছে দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে তাদের ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা নেই। এই আশঙ্কা থেকেই আওয়ামী লীগ অতীতের মতো এবারও ভোটারবিহীন একতরফা নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে।’ 
 
অনুষ্ঠানে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেন, ‘বর্তমানে জুলুমবাজ হাসিনা সরকার ক্ষমতায়। দেশের মানুষ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন কল্পনাও করতে পারে না। মানুষ এই জালিম সরকারের পতন চায়। এ জন্য আন্দোলন গড়ে তুলতে হবে। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি দিতে বাধ্য করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত