Ajker Patrika

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর জন্য প্রটোকল অনাকাঙ্ক্ষিত: জাসদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর জন্য প্রটোকল অনাকাঙ্ক্ষিত: জাসদ

ট্রানজিট প্যাসেঞ্জার হিসেবে চট্টগ্রাম বিমান বন্দরে অবতরণকারী পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টোকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একজন পূর্ণ মন্ত্রীর প্রটোকল প্রদান অনাকাঙ্ক্ষিত বলে দাবি করেছে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশ। 

আজ বৃহস্পতিবার গণমাধ্যমে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক এ দলটির সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার স্বাক্ষরিত পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়। 

আসিয়ান রিজওনাল ফোরামে অংশ নিতে কম্বোডিয়া যাওয়ার পথে গতকাল বুধবার চট্টগ্রাম বিমানবন্দরে ৪০ মিনিটের যাত্রা বিরতি দেয় বিলওয়াল ভুট্টোকে বহনকারী বিমান। এ সময় তাঁকে অভ্যর্থনা জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ। 

সরকারের পক্ষে অভ্যর্থনা জানানোয় প্রতিবাদ জানায় জাসদ। দলটির সভাপতি ইনু ও সাধারণ সম্পাদক শিরীন বলেন, ‘পাকিস্তান এখন পর্যন্ত ১৯৭১ সালে বাঙালি জাতির ওপর সংঘটিত ইতিহাসের বর্বরতম গণহত্যা-যুদ্ধাপরাধের জন্য বাংলাদেশ ও বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চায় নাই। বরং পাকিস্তান বাংলাদেশের আদালতে যুদ্ধাপরাধীদের বিচারের বিরোধিতা করেই চলেছে। সেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকেই বাংলাদেশ সরকারের প্রটোকল প্রদান কোন যুক্তিতেই গ্রহণযোগ্য ও কাম্য নয়।’ 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যতক্ষণ পর্যন্ত পাকিস্তান ১৯৭১ সালে বাঙালি জাতির ওপর পরিচালিত ইতিহাসের বর্বরতম গণহত্যা-যুদ্ধাপরাধের জন্য আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ও বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা না চাইবে ততক্ষণ পর্যন্ত পাকিস্তান বাংলাদেশের কাছে কূটনীতিক সৌজন্য আশা করতে পারে না। তারা এ ব্যাপারে বাংলাদেশ সরকারকে শক্ত অবস্থান গ্রহণের আহ্বান জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত