নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ট্রানজিট প্যাসেঞ্জার হিসেবে চট্টগ্রাম বিমান বন্দরে অবতরণকারী পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টোকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একজন পূর্ণ মন্ত্রীর প্রটোকল প্রদান অনাকাঙ্ক্ষিত বলে দাবি করেছে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশ।
আজ বৃহস্পতিবার গণমাধ্যমে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক এ দলটির সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার স্বাক্ষরিত পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়।
আসিয়ান রিজওনাল ফোরামে অংশ নিতে কম্বোডিয়া যাওয়ার পথে গতকাল বুধবার চট্টগ্রাম বিমানবন্দরে ৪০ মিনিটের যাত্রা বিরতি দেয় বিলওয়াল ভুট্টোকে বহনকারী বিমান। এ সময় তাঁকে অভ্যর্থনা জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ।
সরকারের পক্ষে অভ্যর্থনা জানানোয় প্রতিবাদ জানায় জাসদ। দলটির সভাপতি ইনু ও সাধারণ সম্পাদক শিরীন বলেন, ‘পাকিস্তান এখন পর্যন্ত ১৯৭১ সালে বাঙালি জাতির ওপর সংঘটিত ইতিহাসের বর্বরতম গণহত্যা-যুদ্ধাপরাধের জন্য বাংলাদেশ ও বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চায় নাই। বরং পাকিস্তান বাংলাদেশের আদালতে যুদ্ধাপরাধীদের বিচারের বিরোধিতা করেই চলেছে। সেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকেই বাংলাদেশ সরকারের প্রটোকল প্রদান কোন যুক্তিতেই গ্রহণযোগ্য ও কাম্য নয়।’
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যতক্ষণ পর্যন্ত পাকিস্তান ১৯৭১ সালে বাঙালি জাতির ওপর পরিচালিত ইতিহাসের বর্বরতম গণহত্যা-যুদ্ধাপরাধের জন্য আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ও বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা না চাইবে ততক্ষণ পর্যন্ত পাকিস্তান বাংলাদেশের কাছে কূটনীতিক সৌজন্য আশা করতে পারে না। তারা এ ব্যাপারে বাংলাদেশ সরকারকে শক্ত অবস্থান গ্রহণের আহ্বান জানান।
ট্রানজিট প্যাসেঞ্জার হিসেবে চট্টগ্রাম বিমান বন্দরে অবতরণকারী পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টোকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একজন পূর্ণ মন্ত্রীর প্রটোকল প্রদান অনাকাঙ্ক্ষিত বলে দাবি করেছে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশ।
আজ বৃহস্পতিবার গণমাধ্যমে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক এ দলটির সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার স্বাক্ষরিত পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়।
আসিয়ান রিজওনাল ফোরামে অংশ নিতে কম্বোডিয়া যাওয়ার পথে গতকাল বুধবার চট্টগ্রাম বিমানবন্দরে ৪০ মিনিটের যাত্রা বিরতি দেয় বিলওয়াল ভুট্টোকে বহনকারী বিমান। এ সময় তাঁকে অভ্যর্থনা জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ।
সরকারের পক্ষে অভ্যর্থনা জানানোয় প্রতিবাদ জানায় জাসদ। দলটির সভাপতি ইনু ও সাধারণ সম্পাদক শিরীন বলেন, ‘পাকিস্তান এখন পর্যন্ত ১৯৭১ সালে বাঙালি জাতির ওপর সংঘটিত ইতিহাসের বর্বরতম গণহত্যা-যুদ্ধাপরাধের জন্য বাংলাদেশ ও বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চায় নাই। বরং পাকিস্তান বাংলাদেশের আদালতে যুদ্ধাপরাধীদের বিচারের বিরোধিতা করেই চলেছে। সেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকেই বাংলাদেশ সরকারের প্রটোকল প্রদান কোন যুক্তিতেই গ্রহণযোগ্য ও কাম্য নয়।’
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যতক্ষণ পর্যন্ত পাকিস্তান ১৯৭১ সালে বাঙালি জাতির ওপর পরিচালিত ইতিহাসের বর্বরতম গণহত্যা-যুদ্ধাপরাধের জন্য আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ও বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা না চাইবে ততক্ষণ পর্যন্ত পাকিস্তান বাংলাদেশের কাছে কূটনীতিক সৌজন্য আশা করতে পারে না। তারা এ ব্যাপারে বাংলাদেশ সরকারকে শক্ত অবস্থান গ্রহণের আহ্বান জানান।
জাতীয় সংসদ নির্বাচন হলে ক্ষমতার খরা কাটানোর আশাবাদী বিএনপি আগামী ডিসেম্বরে নির্বাচন দাবি করছে। দাবি আদায়ে মাঠের কর্মসূচি শুরু করেছে। করণীয় নিয়ে বিভিন্ন দলের সঙ্গে বৈঠক করছে। তবে ভোটের জন্য অপেক্ষা দীর্ঘ হলেও অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলার মতো কোনো কর্মসূচি দেবে না দলটি। কোনো সংঘাতেও জড়াবে না।
৭ ঘণ্টা আগেবর্তমানে দেশে শ্রমিকসমাজ বিভিন্নভাবে অত্যাচারিত-নিপীড়িত ও নিষ্পেষিত উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময় অল্প কিছুদিনের ব্যবধানে লক্ষাধিক শ্রমিক চাকরিচ্যুত হয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) বিকেলে জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার..
১১ ঘণ্টা আগেআওয়ামী লীগের বিচার ও রাষ্ট্রের মৌলিক সংস্কার প্রশ্নে ঐকমত্য জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ও গণসংহতি আন্দোলনের নেতারা। একই সঙ্গে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ এবং নির্বাচনের আগে সংস্কার কীভাবে বাস্তবায়ন করা যায়, তা নিয়েও আলোচনা করেছেন তাঁরা।
১৪ ঘণ্টা আগেদেশের হিন্দু সম্প্রদায়ের সদস্যদের উদ্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আপনারা কারও চেয়ে কম নন। আপনারা বাংলাদেশের নাগরিক। এ দেশ আপনাদের জন্মভূমি। রাজনৈতিক মত আলাদা হতে পারে, দল ভিন্ন হতে পারে, তবে অধিকার সবারই সমান। সেই অধিকার রক্ষা করতে আমরা জীবন দিতেও প্রস্তুত।’
১৭ ঘণ্টা আগে