নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য ক্ষমতাসীনদের কাছ থেকে টাকা নিয়েছেন বলে দলেরই কিছু নেতা যে অভিযোগ করেছেন, তা অস্বীকার করেছেন মহাসচিব। তিনি বলেন, ‘ভোটে যেতে টাকা নিয়েছি, তার প্রমাণ দিতে পারলে পদত্যাগ করব।’
আজ সোমবার রাজধানীর বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মহাসচিব মুজিবুল হক চুন্নু।
চুন্নু সাংবাদিকদের বলেন, ‘চ্যালেঞ্জ দিয়ে বলছি, বাংলাদেশের কোনো লোক যদি বলতে পারে আমি বা চেয়ারম্যান কারও কাছ থেকে টাকা নিয়েছি, তাহলে পদত্যাগ করব।’
যাঁরা দলীয় প্রতীক লাঙ্গলে নির্বাচন করেছেন, তাঁদের মধ্যে পরাজিত কিছু প্রার্থী টাকা না পাওয়ায় মনের ব্যথায় যা তা বলছেন বলে মহাসচিব পাল্টা অভিযোগ করেন।
গতকাল রোববার ঢাকায় ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের সভাকক্ষে বৈঠক করে দলের অনেক পরাজিত প্রার্থী টাকা নিয়ে ভোটে অংশ নেওয়া ও ভোটে দলের ভরাডুবির জন্য চেয়ারম্যান ও মহাসচিবকে অভিযুক্ত করেন।
প্রার্থীদের নির্বাচনে নামিয়ে প্রতিশ্রুতি অনুযায়ী চেয়ারম্যান ও মহাসচিব খরচের টাকা দেননি বলেও তাঁরা অভিযোগ করেন।
মহাসচিব বলেন, ‘অনেকে মনে করেছেন আওয়ামী লীগ যেহেতু ২৬ আসন দিয়েছে, ভোটে আসার জন্য শত শত কোটি টাকা দিয়েছে। দুই-একজন ছাড়া অন্য বেশির ভাগ অভিযোগকারীর আসল ব্যথা চেয়ারম্যান ও মহাসচিব শতকোটি টাকা পেয়েছে। কিন্তু তাদের দেওয়া হয়নি।’
নির্বাচন ঠিকমতো হয়নি বলে দলের অনেক প্রার্থী হেরেছেন, এটা অনেক পরাজিত প্রার্থীর আসল ব্যথা নয় বলে দাবির চুন্নুর।
মহাসচিব প্রশ্ন তোলেন, ‘সরকার কেন টাকা দেবে। সরকার যদি টাকা দেয়, তাহলে সেটা জানার কি বাকি থাকবে?’
সংগঠনবিরোধী তৎপরতার অভিযোগে জাপার চেয়ারম্যান গত শুক্র ও রোববার মোট চারজনকে দলের সব পদ থেকে অব্যাহতি দেন। তাঁরা হলেন, কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ, দুই প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায় ও মো. শফিকুল ইসলাম সেন্টু ও ভাইস চেয়ারম্যান ইয়াহ ইয়া চৌধুরী।
১০ জানুয়ারি চেয়ারম্যান ও মহাসচিবকে পদত্যাগের জন্য ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া ও গতকাল দুই শীর্ষ নেতার বিরুদ্ধে টাকা মেরে দেওয়ার অভিযোগ তোলার পর এই চার নেতাকে অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। এর বাইরে চেয়ারম্যানের উপদেষ্টা ও গাজীপুর মহানগর কমিটির সভাপতি এম এম নিয়াজউদ্দিন গতকাল দলীয় সব পদ থেকে পদত্যাগ করেন।
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য ক্ষমতাসীনদের কাছ থেকে টাকা নিয়েছেন বলে দলেরই কিছু নেতা যে অভিযোগ করেছেন, তা অস্বীকার করেছেন মহাসচিব। তিনি বলেন, ‘ভোটে যেতে টাকা নিয়েছি, তার প্রমাণ দিতে পারলে পদত্যাগ করব।’
আজ সোমবার রাজধানীর বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মহাসচিব মুজিবুল হক চুন্নু।
চুন্নু সাংবাদিকদের বলেন, ‘চ্যালেঞ্জ দিয়ে বলছি, বাংলাদেশের কোনো লোক যদি বলতে পারে আমি বা চেয়ারম্যান কারও কাছ থেকে টাকা নিয়েছি, তাহলে পদত্যাগ করব।’
যাঁরা দলীয় প্রতীক লাঙ্গলে নির্বাচন করেছেন, তাঁদের মধ্যে পরাজিত কিছু প্রার্থী টাকা না পাওয়ায় মনের ব্যথায় যা তা বলছেন বলে মহাসচিব পাল্টা অভিযোগ করেন।
গতকাল রোববার ঢাকায় ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের সভাকক্ষে বৈঠক করে দলের অনেক পরাজিত প্রার্থী টাকা নিয়ে ভোটে অংশ নেওয়া ও ভোটে দলের ভরাডুবির জন্য চেয়ারম্যান ও মহাসচিবকে অভিযুক্ত করেন।
প্রার্থীদের নির্বাচনে নামিয়ে প্রতিশ্রুতি অনুযায়ী চেয়ারম্যান ও মহাসচিব খরচের টাকা দেননি বলেও তাঁরা অভিযোগ করেন।
মহাসচিব বলেন, ‘অনেকে মনে করেছেন আওয়ামী লীগ যেহেতু ২৬ আসন দিয়েছে, ভোটে আসার জন্য শত শত কোটি টাকা দিয়েছে। দুই-একজন ছাড়া অন্য বেশির ভাগ অভিযোগকারীর আসল ব্যথা চেয়ারম্যান ও মহাসচিব শতকোটি টাকা পেয়েছে। কিন্তু তাদের দেওয়া হয়নি।’
নির্বাচন ঠিকমতো হয়নি বলে দলের অনেক প্রার্থী হেরেছেন, এটা অনেক পরাজিত প্রার্থীর আসল ব্যথা নয় বলে দাবির চুন্নুর।
মহাসচিব প্রশ্ন তোলেন, ‘সরকার কেন টাকা দেবে। সরকার যদি টাকা দেয়, তাহলে সেটা জানার কি বাকি থাকবে?’
সংগঠনবিরোধী তৎপরতার অভিযোগে জাপার চেয়ারম্যান গত শুক্র ও রোববার মোট চারজনকে দলের সব পদ থেকে অব্যাহতি দেন। তাঁরা হলেন, কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ, দুই প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায় ও মো. শফিকুল ইসলাম সেন্টু ও ভাইস চেয়ারম্যান ইয়াহ ইয়া চৌধুরী।
১০ জানুয়ারি চেয়ারম্যান ও মহাসচিবকে পদত্যাগের জন্য ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া ও গতকাল দুই শীর্ষ নেতার বিরুদ্ধে টাকা মেরে দেওয়ার অভিযোগ তোলার পর এই চার নেতাকে অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। এর বাইরে চেয়ারম্যানের উপদেষ্টা ও গাজীপুর মহানগর কমিটির সভাপতি এম এম নিয়াজউদ্দিন গতকাল দলীয় সব পদ থেকে পদত্যাগ করেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘যথাসময়ে, ঠিক সময়ে, ঘোষিত সময়ে নির্বাচন হতে হবে। ফ্যাসিবাদ নতুন করে মাথা তোলার চেষ্টা করছে। আপনারা লক্ষ্য করবেন, দেশের ভেতরে-বাইরে ফ্যাসিবাদ ও তার দোসররা যেভাবে বিভিন্ন মিডিয়ায় কথা বলছেন, চলাফেরা করছেন, ইঙ্গিত দিচ্ছেন—সেটা গণতন্ত্রের জন্য অশুভ।’
৩ ঘণ্টা আগেজাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ‘আওয়ামী লীগ যখন জামায়াতে ইসলামীকে রাজনীতিতে নিষিদ্ধ ঘোষণা করেছে, আমি তার প্রতিবাদ করেছি। একইভাবে এখন বলছি, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে তা গ্রহণযোগ্য হবে না।’
১৯ ঘণ্টা আগেস্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা পদে ইস্তফা দেওয়ার পর রাজনীতিতে যুক্ত হয়ে জাতীয় নির্বাচনে প্রার্থী হবেন কি না, তা অবশ্য টক শোতে স্পষ্ট করেননি গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আসিফ মাহমুদ। একই সঙ্গে গণ-অভ্যুত্থানের ছাত্রনেতাদের নিয়
২০ ঘণ্টা আগেজুলাই সনদের আইনগত ভিত্তি দেওয়া ছাড়া বিদেশিদের দ্বারা কোনো পাতানো নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী অংশ নেবে না বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আজ বুধবার (১৩ আগস্ট) বিকেলে রাজধানীর বিজয়নগর সড়কে এক সমাবেশে প্রধান অতিথির বক্তেব্য তিনি এ কথা বলেন।
২১ ঘণ্টা আগে