নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ। এই রাজনৈতিক পরিচয়ের কারণে কোনো নিয়মকানুন মানার প্রয়োজনীয়তা বোধ করেননি বলে মন্তব্য করেছেন বিএনপি দলীয় সংসদ সদস্য রুমিন ফারহানা। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
আজ সোমবার একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশনে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে রুমিন ফারহানা এমন মন্তব্য করেন।
ডিপোতে অনুমোদন ছাড়া দাহ্য রাসায়নিক পদার্থ রাখলেও বিষয়টি লুকানো হয়েছে মন্তব্য করে রুমিন ফারহানা বলেন, ‘এই খুঁটির জোর তিনি কোথা থেকে পেলেন? এই খুঁটির জোর তিনি পেলেন এই কারণেই যে, এই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান চট্টগ্রাম দক্ষিণ আওয়ামী লীগের কোষাধ্যক্ষ। ক্ষমতাসীন দলের এমন একটি পদে থেকে কোনো নিয়মকানুন মানার প্রয়োজনীয়তা সম্ভবত তিনি বোধ করেন নাই।’
আশুলিয়ার তাজরীন ফ্যাশনে অগ্নিকাণ্ড, নিমতলীর অগ্নিকাণ্ড, চুড়িহাট্টার অগ্নিকাণ্ডের কথা তুলে ধরে এ প্রতিকারে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ করেন রুমিন ফারহানা। তাজরীন ফ্যাশনে অগ্নিকাণ্ডের মূল প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে করা মামলার সুরাহা না হওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘বরং এই দেলোয়ার হোসেনকে সম্প্রতি ঢাকা মহানগর উত্তর আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি নির্বাচিত করা হয়েছে।’
দুই দিন পার হলেও বিএম কনটেইনার ডিপোর মালিকের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় প্রশ্ন তোলেন রুমিন ফারহানা। তিনি বলেন, ‘আইন ভঙ্গ করে তিনি ডিপোতে হাইড্রোজেন পার অক্সাইডের মতো দাহ্য পদার্থ বিশেষ কোনো অবকাঠামো ছাড়াই জমা করেছিলেন। ফায়ার সার্ভিসের কাউকে প্রথমে জানানো হয়নি এখানে দাহ্য পদার্থ আছে। তাহলে অগ্নিনির্বাপণের জন্য ভিন্ন ব্যবস্থা নেওয়া হতো। এতগুলো প্রাণ আমাদেরকে হারাতে হতো না। আমি আপনার মাধ্যমে অনুরোধ জানাব যাতে অবিলম্বে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।’
সীতাকুণ্ডের ঘটনাকে হত্যাকাণ্ড বলে উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, ‘কেন আমি এটাকে হত্যাকাণ্ড বলছি? আমি বলছি এই কারণেই যে, বিস্ফোরক পরিদপ্তর চট্টগ্রামের পরিদর্শক তোফাজ্জল জানান, বিএম কনটেইনার ডিপোতে দাহ্য পদার্থ রাখা হয়, এটি আমাদের জানানো হয়নি। এই ধরনের পণ্য সংরক্ষণের জন্য বিশেষ ধরনের কাঠামোর প্রয়োজন। কিন্তু ডিপোতে সেই ধরনের কোনো ব্যবস্থা ছিল না।’
ডিপোর মালিকের উদাসীনতার কারণে ১২ জন অগ্নিনির্বাপণ কর্মী প্রাণ হারিয়েছেন মন্তব্য করে বিএনপি দলীয় এই সংসদ সদস্য বলেন, ‘অনিয়মের কথা গণমাধ্যমের কাছে স্বীকার করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রীও। বাংলাদেশে যেহেতু দায়িত্ব স্বীকার করে নিয়ে পদত্যাগের কোনো সংস্কৃতি নেই, সেই জন্য আমি ওনার পদত্যাগ চাইছি না।’ পুরান ঢাকা থেকে রাসায়নিক গুদাম এখনো কেন সরানো হয়নি তা জানতে চান রুমিন ফারহানা।
জনবহুল এলাকায় কীভাবে ডিপোর মধ্যে রাসায়নিক দাহ্য পদার্থ থাকে তা জানতে চেয়েছেন জাতীয় পার্টির সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা। ৬ লাখ কোটি টাকার বাজেটের পরেও ফায়ার সার্ভিসের জন্য আধুনিক যন্ত্রপাতি না কেনার কারণ জানতে চান তিনি। আধুনিক যন্ত্রপাতি থাকলে সীতাকুণ্ডের অগ্নিনির্বাপণের ইতিবাচক সংবাদ বিশ্ব গণমাধ্যমে আসত বলে উল্লেখ করেন এ সংসদ সদস্য।
সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ। এই রাজনৈতিক পরিচয়ের কারণে কোনো নিয়মকানুন মানার প্রয়োজনীয়তা বোধ করেননি বলে মন্তব্য করেছেন বিএনপি দলীয় সংসদ সদস্য রুমিন ফারহানা। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
আজ সোমবার একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশনে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে রুমিন ফারহানা এমন মন্তব্য করেন।
ডিপোতে অনুমোদন ছাড়া দাহ্য রাসায়নিক পদার্থ রাখলেও বিষয়টি লুকানো হয়েছে মন্তব্য করে রুমিন ফারহানা বলেন, ‘এই খুঁটির জোর তিনি কোথা থেকে পেলেন? এই খুঁটির জোর তিনি পেলেন এই কারণেই যে, এই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান চট্টগ্রাম দক্ষিণ আওয়ামী লীগের কোষাধ্যক্ষ। ক্ষমতাসীন দলের এমন একটি পদে থেকে কোনো নিয়মকানুন মানার প্রয়োজনীয়তা সম্ভবত তিনি বোধ করেন নাই।’
আশুলিয়ার তাজরীন ফ্যাশনে অগ্নিকাণ্ড, নিমতলীর অগ্নিকাণ্ড, চুড়িহাট্টার অগ্নিকাণ্ডের কথা তুলে ধরে এ প্রতিকারে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ করেন রুমিন ফারহানা। তাজরীন ফ্যাশনে অগ্নিকাণ্ডের মূল প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে করা মামলার সুরাহা না হওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘বরং এই দেলোয়ার হোসেনকে সম্প্রতি ঢাকা মহানগর উত্তর আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি নির্বাচিত করা হয়েছে।’
দুই দিন পার হলেও বিএম কনটেইনার ডিপোর মালিকের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় প্রশ্ন তোলেন রুমিন ফারহানা। তিনি বলেন, ‘আইন ভঙ্গ করে তিনি ডিপোতে হাইড্রোজেন পার অক্সাইডের মতো দাহ্য পদার্থ বিশেষ কোনো অবকাঠামো ছাড়াই জমা করেছিলেন। ফায়ার সার্ভিসের কাউকে প্রথমে জানানো হয়নি এখানে দাহ্য পদার্থ আছে। তাহলে অগ্নিনির্বাপণের জন্য ভিন্ন ব্যবস্থা নেওয়া হতো। এতগুলো প্রাণ আমাদেরকে হারাতে হতো না। আমি আপনার মাধ্যমে অনুরোধ জানাব যাতে অবিলম্বে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।’
সীতাকুণ্ডের ঘটনাকে হত্যাকাণ্ড বলে উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, ‘কেন আমি এটাকে হত্যাকাণ্ড বলছি? আমি বলছি এই কারণেই যে, বিস্ফোরক পরিদপ্তর চট্টগ্রামের পরিদর্শক তোফাজ্জল জানান, বিএম কনটেইনার ডিপোতে দাহ্য পদার্থ রাখা হয়, এটি আমাদের জানানো হয়নি। এই ধরনের পণ্য সংরক্ষণের জন্য বিশেষ ধরনের কাঠামোর প্রয়োজন। কিন্তু ডিপোতে সেই ধরনের কোনো ব্যবস্থা ছিল না।’
ডিপোর মালিকের উদাসীনতার কারণে ১২ জন অগ্নিনির্বাপণ কর্মী প্রাণ হারিয়েছেন মন্তব্য করে বিএনপি দলীয় এই সংসদ সদস্য বলেন, ‘অনিয়মের কথা গণমাধ্যমের কাছে স্বীকার করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রীও। বাংলাদেশে যেহেতু দায়িত্ব স্বীকার করে নিয়ে পদত্যাগের কোনো সংস্কৃতি নেই, সেই জন্য আমি ওনার পদত্যাগ চাইছি না।’ পুরান ঢাকা থেকে রাসায়নিক গুদাম এখনো কেন সরানো হয়নি তা জানতে চান রুমিন ফারহানা।
জনবহুল এলাকায় কীভাবে ডিপোর মধ্যে রাসায়নিক দাহ্য পদার্থ থাকে তা জানতে চেয়েছেন জাতীয় পার্টির সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা। ৬ লাখ কোটি টাকার বাজেটের পরেও ফায়ার সার্ভিসের জন্য আধুনিক যন্ত্রপাতি না কেনার কারণ জানতে চান তিনি। আধুনিক যন্ত্রপাতি থাকলে সীতাকুণ্ডের অগ্নিনির্বাপণের ইতিবাচক সংবাদ বিশ্ব গণমাধ্যমে আসত বলে উল্লেখ করেন এ সংসদ সদস্য।
আওয়ামী লীগের বিচার ও রাষ্ট্রের মৌলিক সংস্কার প্রশ্নে ঐকমত্য জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ও গণসংহতি আন্দোলনের নেতারা। একই সঙ্গে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ এবং নির্বাচনের আগে সংস্কার কীভাবে বাস্তবায়ন করা যায়, তা নিয়েও আলোচনা করেছেন তাঁরা।
১ ঘণ্টা আগেদেশের হিন্দু সম্প্রদায়ের সদস্যদের উদ্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আপনারা কারও চেয়ে কম নন। আপনারা বাংলাদেশের নাগরিক। এ দেশ আপনাদের জন্মভূমি। রাজনৈতিক মত আলাদা হতে পারে, দল ভিন্ন হতে পারে, তবে অধিকার সবারই সমান। সেই অধিকার রক্ষা করতে আমরা জীবন দিতেও প্রস্তুত।’
৫ ঘণ্টা আগেবিএনপি রাষ্ট্রক্ষমতায় না আসা পর্যন্ত ভাত খাওয়া থেকে বিরত থাকার প্রতিজ্ঞায় অটল নিজাম উদ্দিন অসুস্থ হয়ে পড়েছেন। গুরুতর অসুস্থ বিএনপির এই সমর্থকের খোঁজ নিতে বলেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
১ দিন আগেঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদ-সংক্রান্ত মামলা ‘ইশরাক হোসেন বনাম শেখ ফজলে নূর তাপস গং’-এর রায় এবং এ প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বলছে, এ মামলার বিচারপ্রক্রিয়া ও কমিশনের আচরণ প্রশ্নবিদ্ধ এবং তা নির্বাচন ব্যবস্থার নিরপেক্ষতা
১ দিন আগে