Ajker Patrika

নির্বাচনের নামে যাত্রাপালার আয়োজন করা হয়েছে: মঈন খান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ১৪: ৪৮
নির্বাচনের নামে যাত্রাপালার আয়োজন করা হয়েছে: মঈন খান

আগামী ৭ জানুয়ারি নির্বাচনের নামে যাত্রাপালার আয়োজন করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। আজ বুধবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী সমমনা জোটের এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। 

মঈন খান বলেন, ‘আজ নির্বাচনের নামে কী হচ্ছে? এটা একটা যাত্রা; যাত্রাপালার আয়োজন করা হয়েছে। এই যাত্রার সং যাঁরা নির্বাচন পরিচালনা করছেন তাঁরা।’ তিনি আরও বলেন, ‘মানুষ এই নির্বাচনে ভোট দিতে যাবে না, এটা সবাই জানে। সরকারও জানে। এ কারণে নির্বাচনের নামে নাটক সাজানো হয়েছে।’ 

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘সরকার আজ নির্বাচনের খেলায় নৈতিকভাবে পরাজিত হয়েছে। তারা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ১০ শতাংশ ভোটও পাবে না। এ জন্য নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে ভয় পায়। সরকার হুমকি-ধমকি দিয়ে সাহস সঞ্চার করতে চাইছে, কিন্তু তাদের ভেতরে-ভেতরে ভয়ে আছে।’  

জনগণের প্রতি নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে মঈন খান বলেন, ‘আপনারা কেউ ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে যাবেন না। পাতানো নির্বাচন ইতিমধ্যে জনগণ বর্জন করেছে। কারণ ৭ জানুয়ারি নির্বাচনের ফলাফল আগেই তৈরি করা হয়েছে। কে কত ভোট পাবে, কত পার্সেন্ট ভোট পড়বে, তা তৈরি আছে। কম্পিউটারে টিপ দিলেই জেলায় জেলায় চলে যাবে এবং নির্বাচন কমিশনও সেই ফলাফল প্রকাশ করবে। তাই নির্বাচন বর্জনের পাশাপাশি এই সরকারকে সব ধরনের অসহযোগিতা করতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

আক্কেলপুরে ‘একঘরে’ করে রাখা দিনমজুরকে মারধর, থানায় মামলা

‘কথিত আওয়ামী লীগ সদস্যদের’ বাংলাদেশবিরোধী তৎপরতার বিষয়ে ভারত অবহিত নয়: মুখপাত্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত