Ajker Patrika

‘খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার জন্য সরকার দায়ী থাকবে’ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ এপ্রিল ২০২২, ১৬: ০৬
‘খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার জন্য সরকার দায়ী থাকবে’ 

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলায় আটকে রেখে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ জন্য সরকারকে দায়ী থাকতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

আজ শুক্রবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দেন। খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘তিনি আজ অত্যন্ত অসুস্থ। তাঁকে এভাবে আটকে রেখে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এ জন্য সরকারকে দায়ী থাকতে হবে। দেশে গণতন্ত্র হত্যার জন্য তাদের দায়ী থাকতে হবে। একদিন না একদিন তাদের অবশ্যই জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে।’

দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়া শর্তসাপেক্ষে বাসায় থাকার সুযোগ পেয়েছেন। তাঁর লিভার সিরোসিস শনাক্ত হয়েছে। দীর্ঘদিন চিকিৎসা নিয়ে গত ১ ফেব্রুয়ারি হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। গত ৬ এপ্রিল স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে আবারও হাসপাতালে নেওয়া হয় এবং পরীক্ষা শেষে বাসায় নেওয়া হয়। খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো নয় বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসকেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

আক্কেলপুরে ‘একঘরে’ করে রাখা দিনমজুরকে মারধর, থানায় মামলা

‘কথিত আওয়ামী লীগ সদস্যদের’ বাংলাদেশবিরোধী তৎপরতার বিষয়ে ভারত অবহিত নয়: মুখপাত্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত