নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার-২০২৪ ঘোষণা শুরু করেছেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের ইশতেহারের শিরোনাম দেওয়া হয়েছে ‘স্মার্ট বাংলাদেশ: উন্নয়ন দৃশ্যমান, বাড়বে এবার কর্মসংস্থান’। দলটির ইশতেহারে ১১টি বিষয়ে বিশেষ অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে।
আজ বুধবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি ইশতেহার ঘোষণা করছেন।
ইশতেহারে মোবাইল সিম ব্যবহারকারীদের সংখ্যা তুলনা করে প্রধানমন্ত্রী জানান, ২০০৬ সালে দেশে সক্রিয় মোবাইল ফোন সিমের সংখ্যা ছিল ১ কোটি ৯০ লাখ, আর এখন ১৮ কোটি ৮৬ লাখ ৪০ হাজার, যা প্রায় ১০ গুণ বেড়েছে।
প্রধানমন্ত্রী এ সময় জানান, মোট জনগোষ্ঠীর ইন্টারনেট ব্যবহার শূন্য দশমিক ২৩ শতাংশ থেকে ৭৮ দশমিক ৫৫ শতাংশ হয়েছে, যা ৩৪২ গুণ বৃদ্ধি।
ডিজিটাল সেবাসংখ্যা (সরকারি সংস্থা কর্তৃক) ৮টি থেকে ৩ হাজার ২০০টি, যা ৪০০ গুণ বৃদ্ধি; ওয়ান স্টপ সেন্টারের সংখ্যা ২টি থেকে ৮ হাজার ৯২৮টি, যা সাড়ে ৪ হাজার গুণ বৃদ্ধি; সরকারি ওয়েবসাইটের সংখ্যা ৯৮টি থেকে ৫২ হাজার ২০০টি, যা ৫৩৩ গুণ বৃদ্ধি; আইসিটি রপ্তানির পরিমাণ ২১ মিলিয়ন ডলার থেকে ১ দশমিক ৯ বিলিয়ন ডলার, যা ৯ গুণ বৃদ্ধি; আইটি ফ্রিল্যান্সের সংখ্যা ২০০ থেকে ৬ লাখ ৮০ হাজার , যা সারা বিশ্বে বাংলাদেশ দ্বিতীয় স্থানে রয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার-২০২৪ ঘোষণা শুরু করেছেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের ইশতেহারের শিরোনাম দেওয়া হয়েছে ‘স্মার্ট বাংলাদেশ: উন্নয়ন দৃশ্যমান, বাড়বে এবার কর্মসংস্থান’। দলটির ইশতেহারে ১১টি বিষয়ে বিশেষ অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে।
আজ বুধবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি ইশতেহার ঘোষণা করছেন।
ইশতেহারে মোবাইল সিম ব্যবহারকারীদের সংখ্যা তুলনা করে প্রধানমন্ত্রী জানান, ২০০৬ সালে দেশে সক্রিয় মোবাইল ফোন সিমের সংখ্যা ছিল ১ কোটি ৯০ লাখ, আর এখন ১৮ কোটি ৮৬ লাখ ৪০ হাজার, যা প্রায় ১০ গুণ বেড়েছে।
প্রধানমন্ত্রী এ সময় জানান, মোট জনগোষ্ঠীর ইন্টারনেট ব্যবহার শূন্য দশমিক ২৩ শতাংশ থেকে ৭৮ দশমিক ৫৫ শতাংশ হয়েছে, যা ৩৪২ গুণ বৃদ্ধি।
ডিজিটাল সেবাসংখ্যা (সরকারি সংস্থা কর্তৃক) ৮টি থেকে ৩ হাজার ২০০টি, যা ৪০০ গুণ বৃদ্ধি; ওয়ান স্টপ সেন্টারের সংখ্যা ২টি থেকে ৮ হাজার ৯২৮টি, যা সাড়ে ৪ হাজার গুণ বৃদ্ধি; সরকারি ওয়েবসাইটের সংখ্যা ৯৮টি থেকে ৫২ হাজার ২০০টি, যা ৫৩৩ গুণ বৃদ্ধি; আইসিটি রপ্তানির পরিমাণ ২১ মিলিয়ন ডলার থেকে ১ দশমিক ৯ বিলিয়ন ডলার, যা ৯ গুণ বৃদ্ধি; আইটি ফ্রিল্যান্সের সংখ্যা ২০০ থেকে ৬ লাখ ৮০ হাজার , যা সারা বিশ্বে বাংলাদেশ দ্বিতীয় স্থানে রয়েছে।
দেশের হিন্দু সম্প্রদায়ের সদস্যদের উদ্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আপনারা কারও চেয়ে কম নন। আপনারা বাংলাদেশের নাগরিক। এ দেশ আপনাদের জন্মভূমি। রাজনৈতিক মত আলাদা হতে পারে, দল ভিন্ন হতে পারে, তবে অধিকার সবারই সমান। সেই অধিকার রক্ষা করতে আমরা জীবন দিতেও প্রস্তুত।’
৩ ঘণ্টা আগেবিএনপি রাষ্ট্রক্ষমতায় না আসা পর্যন্ত ভাত খাওয়া থেকে বিরত থাকার প্রতিজ্ঞায় অটল নিজাম উদ্দিন অসুস্থ হয়ে পড়েছেন। গুরুতর অসুস্থ বিএনপির এই সমর্থকের খোঁজ নিতে বলেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
২১ ঘণ্টা আগেঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদ-সংক্রান্ত মামলা ‘ইশরাক হোসেন বনাম শেখ ফজলে নূর তাপস গং’-এর রায় এবং এ প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বলছে, এ মামলার বিচারপ্রক্রিয়া ও কমিশনের আচরণ প্রশ্নবিদ্ধ এবং তা নির্বাচন ব্যবস্থার নিরপেক্ষতা
২১ ঘণ্টা আগেগণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ পরিত্যক্ত রাজনৈতিক দলে পরিণত হয়েছে। আওয়ামী লীগ এখন মরা লাশ, এই লাশ নিয়ে টানাটানি করে কোনো লাভ হবে না। এখন আমাদের দায়িত্ব হচ্ছে এই মরা লাশকে কবর দেওয়া, যাতে দুর্গন্ধ না ছড়ায়।’ আজ মঙ্গলবার বিকেলে শরীয়তপুরের ভেদরগঞ
১ দিন আগে