নিজস্ব প্রতিবেদক, ঢাকা
স্বাধীনতার পর থেকেই ভারত বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব কুক্ষিগত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। আজ শুক্রবার সকালে রাজধানীর প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ফেলানী হত্যা দিবস উপলক্ষে লেবার পার্টি আয়োজিত আগ্রাসনবিরোধী কনভেনশনে তিনি এ কথা বলেন।
হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘১৬ ডিসেম্বর থেকেই ভারত মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করার চেষ্টা করেছে ৷ বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে কুক্ষিগত করার চেষ্টা করেছে। স্বাধীনতার পর থেকেই তারা আমাদের সম্পদ পাচার করেছে, নদীর পানি আটকে রেখে দেশের বিস্তীর্ণ অঞ্চল মরুভূমিতে পরিণত করেছে।’
বাণিজ্য ক্ষেত্রে অসম চুক্তি হচ্ছে জানিয়ে হাফিজ বলেন, ‘জামদানি শাড়ি ভারতে ঢুকতে দেওয়া হয় না। পদে পদে শুল্ক বাজার সৃষ্টি করে। প্রতিদিন পত্রিকা খুললেই দেখা যায় বাংলাদেশি নাগরিকদের বিএসএফ হত্যা করছে। এর জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বাংলাদেশের নাগরিকেরা বিএসএফকে আক্রমণ করেছে তাই তারা গুলি করেছে!’
মেজর হাফিজ আরও বলেন, ‘ভারত বাংলাদেশের জনগণকে ভয় দেখাতে চায়। আমরা সমমর্যাদার ভিত্তিতে বাস করতে চাই। ভারত মুক্তিযুদ্ধে আমাদের সাহায্য করেছে তা আমরা সাধুবাদ জানাই। কিন্তু এই সাহায্য মানবতাবাদে উদ্বুদ্ধ হয়ে নয়, পাকিস্তানকে দুর্বল করতে করেছে।’
হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘আজকে আমেরিকা থেকে কেন বাংলাদেশের এই প্রতিষ্ঠানগুলোর ওপর নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে? সর্বশেষ নিষেধাজ্ঞা কাকে দেওয়া হয়েছে? প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে। এটাতে বিশ্বব্যাপী প্রমাণিত হলো, নৈশ ভোটের কারিগর তারা। তারা দিনের ভোট রাতে করে জনগণের ভোটাধিকার হরণ করেছে ৷’
জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, বর্তমানে বাংলাদেশের অভ্যন্তরে স্বৈরাচারবিরোধী সংগ্রাম এবং তাদের মদদদাতা ভারতীয় আগ্রাসনবিরোধী সংগ্রাম একই সূত্রে গাঁথা।
সভাপতির বক্তব্যে লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ‘ভারত বাংলাদেশে যে আগ্রাসন চালাচ্ছে, তার প্রতীক হচ্ছে ফেলানী। প্রতিবেশী দেশের নাগরিককে এভাবে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রাখার আর কোনো নজির পুরো বিশ্বের কোথাও নেই। গত ১০ বছরে ১ হাজার ৪৬০ জনকে সীমান্তে হত্যা করা হয়েছে। ৫৮ দিন আগে লালমনিরহাটের দুজনকে বিএসএফ ধরে নিয়ে হত্যা করেছে। এখনো লাশ ফেরত দেয়নি। সীমান্তে দখলদারি করে ভারত, আমাদের জমি দখল করে নিচ্ছে ভারত, মাছ ধরে নেয়, আকাশসীমায় অবস্থান করে, সমুদ্রসীমা দখল করছে।’
স্বাধীনতার পর থেকেই ভারত বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব কুক্ষিগত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। আজ শুক্রবার সকালে রাজধানীর প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ফেলানী হত্যা দিবস উপলক্ষে লেবার পার্টি আয়োজিত আগ্রাসনবিরোধী কনভেনশনে তিনি এ কথা বলেন।
হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘১৬ ডিসেম্বর থেকেই ভারত মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করার চেষ্টা করেছে ৷ বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে কুক্ষিগত করার চেষ্টা করেছে। স্বাধীনতার পর থেকেই তারা আমাদের সম্পদ পাচার করেছে, নদীর পানি আটকে রেখে দেশের বিস্তীর্ণ অঞ্চল মরুভূমিতে পরিণত করেছে।’
বাণিজ্য ক্ষেত্রে অসম চুক্তি হচ্ছে জানিয়ে হাফিজ বলেন, ‘জামদানি শাড়ি ভারতে ঢুকতে দেওয়া হয় না। পদে পদে শুল্ক বাজার সৃষ্টি করে। প্রতিদিন পত্রিকা খুললেই দেখা যায় বাংলাদেশি নাগরিকদের বিএসএফ হত্যা করছে। এর জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বাংলাদেশের নাগরিকেরা বিএসএফকে আক্রমণ করেছে তাই তারা গুলি করেছে!’
মেজর হাফিজ আরও বলেন, ‘ভারত বাংলাদেশের জনগণকে ভয় দেখাতে চায়। আমরা সমমর্যাদার ভিত্তিতে বাস করতে চাই। ভারত মুক্তিযুদ্ধে আমাদের সাহায্য করেছে তা আমরা সাধুবাদ জানাই। কিন্তু এই সাহায্য মানবতাবাদে উদ্বুদ্ধ হয়ে নয়, পাকিস্তানকে দুর্বল করতে করেছে।’
হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘আজকে আমেরিকা থেকে কেন বাংলাদেশের এই প্রতিষ্ঠানগুলোর ওপর নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে? সর্বশেষ নিষেধাজ্ঞা কাকে দেওয়া হয়েছে? প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে। এটাতে বিশ্বব্যাপী প্রমাণিত হলো, নৈশ ভোটের কারিগর তারা। তারা দিনের ভোট রাতে করে জনগণের ভোটাধিকার হরণ করেছে ৷’
জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, বর্তমানে বাংলাদেশের অভ্যন্তরে স্বৈরাচারবিরোধী সংগ্রাম এবং তাদের মদদদাতা ভারতীয় আগ্রাসনবিরোধী সংগ্রাম একই সূত্রে গাঁথা।
সভাপতির বক্তব্যে লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ‘ভারত বাংলাদেশে যে আগ্রাসন চালাচ্ছে, তার প্রতীক হচ্ছে ফেলানী। প্রতিবেশী দেশের নাগরিককে এভাবে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রাখার আর কোনো নজির পুরো বিশ্বের কোথাও নেই। গত ১০ বছরে ১ হাজার ৪৬০ জনকে সীমান্তে হত্যা করা হয়েছে। ৫৮ দিন আগে লালমনিরহাটের দুজনকে বিএসএফ ধরে নিয়ে হত্যা করেছে। এখনো লাশ ফেরত দেয়নি। সীমান্তে দখলদারি করে ভারত, আমাদের জমি দখল করে নিচ্ছে ভারত, মাছ ধরে নেয়, আকাশসীমায় অবস্থান করে, সমুদ্রসীমা দখল করছে।’
নাশকতার অভিযোগে রাজধানীর রমনা মডেল থানায় করা এক মামলা থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির ৬৫ নেতা-কর্মীকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. জাকির হোসেন অব্যাহতির এই আদেশ দেন।
২৬ মিনিট আগেএনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স–মালয়েশিয়া চ্যাপ্টারের আমন্ত্রণে আগামীকাল শুক্রবার (২২ আগস্ট) মালয়েশিয়া যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ২৪ আগস্ট পর্যন্ত তিনি মালয়েশিয়ায় অবস্থান করবেন। এনসিপির মিডিয়া সেল আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগেবৈঠকে বিএনপির তিন সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। অন্য সদস্যরা হলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন।
২ ঘণ্টা আগেশেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ নেতাদের বড় একটি অংশ ভারতে আশ্রয় নিয়েছেন। কলকাতার নিউটাউনে বসে তাঁরা এখন আয়েশ ও নানা কর্মকান্ড করছেন। এ লক্ষ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল থেকে শুরু করে বিভিন্ন সাবেক সংসদ সদস্য প্রতিদিন অনলাইন বৈঠক ও রাজনৈতিক পরিকল্পনায় ব্যস্ত।
১৯ ঘণ্টা আগে