Ajker Patrika

১৬ ডিসেম্বর থেকেই ভারত মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করার চেষ্টা করেছে: মেজর হাফিজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ১৫: ৪৮
১৬ ডিসেম্বর থেকেই ভারত মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করার চেষ্টা করেছে: মেজর হাফিজ

স্বাধীনতার পর থেকেই ভারত বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব কুক্ষিগত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। আজ শুক্রবার সকালে রাজধানীর প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ফেলানী হত্যা দিবস উপলক্ষে লেবার পার্টি আয়োজিত আগ্রাসনবিরোধী কনভেনশনে তিনি এ কথা বলেন।  

হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘১৬ ডিসেম্বর থেকেই ভারত মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করার চেষ্টা করেছে ৷ বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে কুক্ষিগত করার চেষ্টা করেছে। স্বাধীনতার পর থেকেই তারা আমাদের সম্পদ পাচার করেছে, নদীর পানি আটকে রেখে দেশের বিস্তীর্ণ অঞ্চল মরুভূমিতে পরিণত করেছে।’ 

বাণিজ্য ক্ষেত্রে অসম চুক্তি হচ্ছে জানিয়ে হাফিজ বলেন, ‘জামদানি শাড়ি ভারতে ঢুকতে দেওয়া হয় না। পদে পদে শুল্ক বাজার সৃষ্টি করে। প্রতিদিন পত্রিকা খুললেই দেখা যায় বাংলাদেশি নাগরিকদের বিএসএফ হত্যা করছে। এর জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বাংলাদেশের নাগরিকেরা বিএসএফকে আক্রমণ করেছে তাই তারা গুলি করেছে!’

মেজর হাফিজ আরও বলেন, ‘ভারত বাংলাদেশের জনগণকে ভয় দেখাতে চায়। আমরা সমমর্যাদার ভিত্তিতে বাস করতে চাই। ভারত মুক্তিযুদ্ধে আমাদের সাহায্য করেছে তা আমরা সাধুবাদ জানাই। কিন্তু এই সাহায্য মানবতাবাদে উদ্বুদ্ধ হয়ে নয়, পাকিস্তানকে দুর্বল করতে করেছে।’ 

হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘আজকে আমেরিকা থেকে কেন বাংলাদেশের এই প্রতিষ্ঠানগুলোর ওপর নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে? সর্বশেষ নিষেধাজ্ঞা কাকে দেওয়া হয়েছে? প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে। এটাতে বিশ্বব্যাপী প্রমাণিত হলো, নৈশ ভোটের কারিগর তারা। তারা দিনের ভোট রাতে করে জনগণের ভোটাধিকার হরণ করেছে ৷’  

জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, বর্তমানে বাংলাদেশের অভ্যন্তরে স্বৈরাচারবিরোধী সংগ্রাম এবং তাদের মদদদাতা ভারতীয় আগ্রাসনবিরোধী সংগ্রাম একই সূত্রে গাঁথা। 

সভাপতির বক্তব্যে লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ‘ভারত বাংলাদেশে যে আগ্রাসন চালাচ্ছে, তার প্রতীক হচ্ছে ফেলানী। প্রতিবেশী দেশের নাগরিককে এভাবে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রাখার আর কোনো নজির পুরো বিশ্বের কোথাও নেই। গত ১০ বছরে ১ হাজার ৪৬০ জনকে সীমান্তে হত্যা করা হয়েছে। ৫৮ দিন আগে লালমনিরহাটের দুজনকে বিএসএফ ধরে নিয়ে হত্যা করেছে। এখনো লাশ ফেরত দেয়নি। সীমান্তে দখলদারি করে ভারত, আমাদের জমি দখল করে নিচ্ছে ভারত, মাছ ধরে নেয়, আকাশসীমায় অবস্থান করে, সমুদ্রসীমা দখল করছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

‘কথিত আওয়ামী লীগ সদস্যদের’ বাংলাদেশবিরোধী তৎপরতার বিষয়ে ভারত অবহিত নয়: মুখপাত্র

কলকাতার নিউটাউনে বসে আয়েশ করছেন আওয়ামী লীগ নেতারা

চাকরি না ছেড়েই বিদেশে পাড়ি, ৪৮ শিক্ষক বরখাস্ত

ভিসা ছাড়া পাকিস্তান সফরের চুক্তি হতে পারে শিগগির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত