Ajker Patrika

পুলিশের বাধায় ইসলামী আন্দোলনের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি পণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ১৭: ১৪
পুলিশের বাধায় ইসলামী আন্দোলনের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি পণ্ড

পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি। আজ বুধবার সন্ধ্যায় তফসিল ঘোষণা করা হলে আগামীকাল বৃহস্পতিবার থেকে সারা দেশে ‘আন্দোলনের নতুন অধ্যায় রচনার’ হুঁশিয়ারি দিয়েছে দলটি। 

আজ বিকেলে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করে নির্বাচন কমিশন ঘেরাওয়ের লক্ষ্যে মিছিল নিয়ে এগোতে থাকে তারা। শান্তিনগর মোড়ে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় দলের নেতা-কর্মীরা পুলিশের ব্যারিকেড ভাঙচুর করেন। পরে তফসিল ঘোষণা হলে সারা দেশে বিক্ষোভের ঘোষণা দিয়ে সেখানেই কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন দলের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মুহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী। 

শান্তিনগর মোড়ে পুলিশের বাধার মুখে পড়ে ইসলামী আন্দোলনের মিছিল। ছবি: আজকের পত্রিকাকর্মসূচিতে পুলিশের বাধা প্রসঙ্গে তিনি বলেন, ‘পুলিশ আমাদের বাধা দিয়েছে। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের সঙ্গে আমাদের কোনো ঝগড়া নাই। আমরা শান্তিতে বিশ্বাস করি। আমরা চাইলে বিশৃঙ্খলা করে যেতে পারি। কিন্তু সরকার ও নির্বাচন কমিশনারকে বলতে চাই, তফসিল ঘোষণা থেকে আপনারা বিরত থাকুন। যদি তফসিল ঘোষণা করেন তাহলে দেশ গৃহযুদ্ধের দিকে যাবে।’

তফসিল ঘোষণা করলে এই নির্বাচন কমিশনের বিচার জনগণের আদালতে হবে মন্তব্য করে মোসাদ্দেক বিল্লাহ আগামীকাল সারা দেশে জেলায় জেলায় বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেন। 

মিছিলপূর্ব সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুস আহমদ বলেন, ‘আমরা বারবার দাবি করে আসছি জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। কোনো তোয়াক্কা করে নাই, শুধু নির্বাচনের গান গায়। আমরা শান্তি প্রতিষ্ঠা করার চেষ্টা করেছি, কিন্তু তারা শান্তি চায় না। তারা দলীয় সন্ত্রাসী বাহিনীকে লেলিয়ে দিতে চায়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত