Ajker Patrika

সরকার পরনির্ভরশীল হয়ে পড়েছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সরকার পরনির্ভরশীল হয়ে পড়েছে: মির্জা ফখরুল

মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে ভারতের সাহায্য চাওয়ায় আবারও সরকারের সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই ঘটনার জন্য সরকারকে এবার ‘পরনির্ভরশীল’ আখ্যা দিলেন তিনি। 

আজ রোববার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহান মে দিবসের র‍্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন তিনি। জাতীয়তাবাদী শ্রমিক দল এই র‍্যালির আয়োজন করে। 

মির্জা ফখরুল বলেন, ‘এই সরকার আজকে সম্পূর্ণভাবে পরনির্ভরশীল হয়ে পড়েছে। মানবাধিকার লঙ্ঘনের জন্য দেশের প্রতিষ্ঠানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে। সেই নিষেধাজ্ঞা কাটাতে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ধরনা দিয়েছে। তাতে কাজ না হওয়ায় এখন ভারতের সাহায্য চাচ্ছে। এটা জাতি হিসেবে আমাদের জন্য অত্যন্ত লজ্জার।’ 

বিএনপি মহাসচিব বলেন, ‘এই সরকার জনগণের সব অধিকার হরণ করেছে। এই সরকারের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই। জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।’ 

সরকার দেশের শ্রমিকসহ সব শ্রেণির মানুষকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে বলেও অভিযোগ করেন ফখরুল। তিনি বলেন, ‘শ্রমিকসহ সবাইকে অধিকার বঞ্চিত করে এই সরকার আজ জোর করে ক্ষমতায় বসে আছে। আজকে চাইলেই শ্রমিকেরা তাদের দাবি আদায়ে সমাবেশ করতে পারে না, ইউনিয়ন করতে পারে না, সংগঠন করতে পারে না। বড় বড় মানুষদের জন্য হাসপাতাল করা হলেও শ্রমিকদের জন্য কোন হাসপাতাল করা হয় না।’ 

‘এই অবস্থা চলতে দেওয়া যায় না’ এমন মন্তব্য করে সরকারকে লড়াই করে পরাজিত করতে শ্রমিক সমাজের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘দেশ বাঁচাতে, গণতন্ত্র পুনরুদ্ধারে, শ্রমিকের ন্যায্য অধিকার ফিরিয়ে আনতে সরকারকে সরাতে হবে। তাঁর ভাষায় ‘এখান থেকে স্লোগান দিলে হবে না। রাস্তায় স্লোগান দিতে হবে। জনগণকে সংগঠিত করতে হবে। ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।’  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত