Ajker Patrika

মৌলিক পরিবর্তনের জন্য সংসদে আসুন: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আজ বুধবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে পিআর পদ্ধতি নিয়ে কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: আজকের পত্রিকা
আজ বুধবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে পিআর পদ্ধতি নিয়ে কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: আজকের পত্রিকা

সংখ্যানুপাতিক নির্বাচনী (পিআর) পদ্ধতির দাবি প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘যদি এ রকম কোনো ইচ্ছা থাকে, তাদের মতামতের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি-আগামী নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আসুন। যেকোনো বিষয়ে মৌলিক পরিবর্তনের জন্য জনগণের কাছে যেতে হবে। সংসদের মাধ্যমে সেটা পাশ করতে হবে। এই পর্যায়ে এটা আলোচনার কোনো বিষয় হতে পারে না।’

আজ বুধবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে পিআর পদ্ধতি নিয়ে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। এর আগে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া বাংলাদেশ জন অধিকার পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি, আমজনতা দল ও গণতান্ত্রিক বাম ঐক্যর সঙ্গে বৈঠক করে বিএনপির লিয়াজোঁ কমিটি।

পিআর পদ্ধতি প্রসঙ্গে আমীর খসরু বলেন, ‘আমাদের ৩১ দফায় সংখ্যানুপাতিক নির্বাচনের কোনো কথা নাই। এত বড় পরিবর্তনের কথা যারা বলছে, এটা আগামী সংসদ ছাড়া কেউ করতে পারবে না। আমরা যখন রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা থেকে সংসদীয় পদ্ধতিতে আসি, তখন সব দল সংসদে ঐক্যবদ্ধভাবে একমত হয়ে সংসদে পাশ করতে হয়েছে।’

সংস্কার প্রসঙ্গে বিএনপির এই নেতা আরও বলেন, ‘বিএনপি অনেক বিষয়ে একমত হয়েছে। আমরা একটা কথা বারবার বলছি, সব বিষয়ে ঐকমত্য হবে না, আমরা বাকশাল করতে যাচ্ছি না। যেসব বিষয়ে ঐকমত্য হবে, সেসব বিষয়ে সংস্কার হবে। এর বাইরে যেগুলো থাকবে, প্রত্যেকটি দল জনগণের কাছে গিয়ে মতামতের মাধ্যমে সেটা করতে হবে।’

লিয়াজোঁ কমিটির বৈঠক প্রসঙ্গে খসরু বলেন, যারা আমাদের রাজপথে ছিল, তাদের সঙ্গে আমরা আবার কথাবার্তা বলছি। আমাদের ঐক্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু নির্বাচন বলে কথা নয়, ৩১ দফা ও সংস্কারের বিষয়ে যে ঐকমত্য— এটা আমরা কীভাবে আগামী দিনে বাস্তবায়ন করব... নির্বাচনে জনগণ যদি আমাদের পক্ষে রায় দেয়, সবাই মিলে এটা বাস্তবায়ন করতে হবে।’

তিনি বলেন, ‘যৌথ বিবৃতির মাধ্যমে ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনের কথা বলা হয়েছে, ইতিমধ্যে সেই নির্বাচনের কর্মকাণ্ড শুরু হয়ে গেছে। লন্ডনের যে মিটিং হয়েছে, সেটা নিয়ে আলোচনা হয়েছে। আগামী নির্বাচন এবং ৩১ দফা বাস্তবায়নের ক্ষেত্রে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুরাদনগরে বাড়ি ঘেরাও করে মা-ছেলেসহ ৩ জনকে পিটিয়ে হত্যা

চাচাকে বিয়ে করতে না পেরে ৪৫ দিনের মাথায় স্বামীকে খুন করলেন নববধূ

ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

যৌতুকের জন্য নির্যাতনের শিকার নারীরা সব ক্ষেত্রে সরাসরি মামলা করতে পারবেন না

যুক্তরাষ্ট্রের সঙ্গে ১০ বছর মেয়াদি প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে ভারত: পেন্টাগন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত