Ajker Patrika

সত্য সামনে এলে আ.লীগের রাজনীতি থাকে না: খন্দকার মোশাররফ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ মার্চ ২০২২, ১৬: ৫৩
সত্য সামনে এলে আ.লীগের রাজনীতি থাকে না: খন্দকার মোশাররফ

যদি সত্য ঘটনাগুলো সামনে আসে তাহলে আওয়ামী লীগের রাজনীতি থাকে না। যদি মুক্তিযুদ্ধের সত্য ঘটনা বইয়ে লেখা হয় তাহলে তারা জানে, তারা যে মিথ্যাচার করছে, তা সব ক্ষেত্রে ধরা পড়ে যাবে। কিন্তু এটা সত্য, ইতিহাস ইতিহাসই। ইতিহাস কেউ লিখতে পারে না, বিকৃতি করতে পারে। যারাই ইতিহাস বিকৃতি করুক না কেন, সঠিক ইতিহাস কিন্তু সময়মতো ঐতিহাসিকেরা লিখবেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী সাজসজ্জা-আলোকচিত্র ও মুক্তিযুদ্ধের বইমেলা উদ্‌যাপন কমিটি’ আয়োজিত বিএনপির দুই দিনব্যাপী মুক্তিযুদ্ধের বইমেলা ও চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যকালে এসব কথা বলেন দলীয় এই নেতা। 

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে দুর্বল করা কখনো সম্ভব হয়নি। বিগত ১৪ বছর বিএনপির ওপর নির্যাতন চলছে। আমাদের নেত্রীকে বানোয়াট মামলায় ফরমায়েশি রায়ে কারাবন্দী করে রাখা হয়েছে। অসুস্থ একটা মানুষকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হয় না। কত অমানবিক এই সরকার!’ 

বিএনপির একটি মাত্র লক্ষ্য এই সরকারের হাত থেকে দেশের জনগণকে রক্ষা করতে হবে। গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে উল্লেখ করে এই বিএনপির এই নেতা বলেন, ‘আমাদের নেত্রীকে পূর্ণ মুক্ত করতে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে স্বাধীনভাবে রাজনীতি করার সুযোগ সৃষ্টি করতে হবে। সেই সুযোগ সৃষ্টি করতে হলে সব গণতান্ত্রিক জাতীয়তাবাদী দেশপ্রেমী শক্তিকে ঐক্যবদ্ধ করে জনগণের মধ্যে ইস্পাতকঠিন গণঐক্য সৃষ্টি করে এই সরকারকে সরিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে।’ 

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে আমীর খসরু মাহমুদ বলেন, ‘সব দেশে মুক্তিযুদ্ধের ইতিহাস এক উজ্জ্বল দৃষ্টান্ত, সব সময় সমুন্নত রাখার চেষ্টা করে। কিন্তু বিশ্বের কোনো দেশে বাংলাদেশের মতো মুক্তিযুদ্ধকে বেচা-বিক্রি করার কালচার নেই। একমাত্র বাংলাদেশে মুক্তিযুদ্ধকে নিয়ে রাজনৈতিক বেচা-বিক্রি এবং এটাকে পুঁজি করে বেঁচে থাকতে চায় অনেকেই। আর এটা ক্ষমতাসীনরা যখন করে তখন সেটা ইতিহাস তো হয়ই না, এটা প্রোপাগান্ডা হতে পারে।’ 

বিএনপির চিত্র প্রদর্শনী ও বইমেলায় মোশাররফ-আমানদের উপস্থিতিতে কর্মীদের হাতাহাতির ঘটনা ঘটে। মূল অনুষ্ঠান সকাল সাড়ে ১০টায় শুরু হওয়ার কথা থাকলেও শুরু হয় দুপুর পৌনে ১২টায়। অনুষ্ঠান উদ্বোধন শেষে চিত্র প্রদর্শনীতে কর্তব্যরত সাংবাদিকেরা পরিচয়পত্র দিয়ে ভেতরে প্রবেশ করতে চাইলেও স্বেচ্ছাসেবকদের হাতে নাজেহাল হতে হয় তাঁদের। 

এর আগে প্রেসক্লাবের সামনে জাতীয় সংগীত ও দলীয় সংগীতের সঙ্গে সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে কবুতর ও বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন বিএনপির শীর্ষ নেতারা। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান ও আবদুস সালাম, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীকসহ আরও অনেকে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

আক্কেলপুরে ‘একঘরে’ করে রাখা দিনমজুরকে মারধর, থানায় মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত