Ajker Patrika

‘গাইবান্ধার উপনির্বাচন কী কারণে বন্ধ করা হয়েছে তা স্পষ্ট নয়’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ অক্টোবর ২০২২, ২০: ২৩
‘গাইবান্ধার উপনির্বাচন কী কারণে বন্ধ করা হয়েছে তা স্পষ্ট নয়’

ঢাকায় বসে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার ভিডিওয়ের ভিত্তি গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের ভোট বন্ধের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর এলাকায় নগর পরিবহনের নতুন রুটের উদ্বোধনী অনুষ্ঠানে এ প্রশ্ন করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, গতকালকে (বুধবার) গাইবান্ধায় যেটা সংগঠিত হয়েছে, সেখানে প্রিসাইডিং কর্মকর্তাদের ভাষ্যমতে ৫১টি ভোটকেন্দ্র ঢাকা থেকে বন্ধ করা হয়েছে। এটা তারা করতে পারে, কিন্তু ঢাকায় বসে সাংবাদিকদের নিয়ে ওখানকার গোপন বুথের যে ছবি এখান থেকে চোখে ধরা পড়েছে। 

কাদের বলেন, ‘তার ভিত্তিতে কেন্দ্র বন্ধ করা কতটা যৌক্তিক, কতটা বাস্তবসম্মত, কতটা আইনসম্মত, এই ব্যাপারে আমি নির্বাচন কমিশনকে বিনয়ের সঙ্গে ভেবে দেখতে বলব।’

গত ১২ অক্টোবর সকাল আটটা থেকে গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ শুরু। পরিবেশ-পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে জানিয়েছে ভোট বন্ধ ঘোষণা করেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। তার আগে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ হাসান রিপন ছাড়া প্রতিদ্বন্দ্বিতাকারী জাতীয় পার্টির প্রার্থীসহ চার প্রার্থী ভোট বর্জন করে। আওয়ামী লীগ প্রার্থী রিপন দাবি করেন, ‘সব বিরোধী প্রার্থী মিলে এই ষড়যন্ত্র করেছেন। পুরো বিষয়টি অস্পষ্ট এবং ঘোলাটে।’ 

প্রিসাইডিং অফিসারদের বরাতে সুষ্ঠু ভোট হয়েছে দাবি করে বৃহস্পতিবার ওবায়দুল কাদের বলেন, ‘প্রিসাইডিং কর্মকর্তাদের ভাষ্যমতে তারা সহকারী রিটার্নিং অফিসারদের নির্দেশে ভোট বন্ধ হয়েছে। তাদের কাছে প্রিসাইডিং কর্মকর্তাদের লিখিত ভাষ্য আছে। শেষ পর্যন্ত ঢাকা থেকে নির্বাচন কমিশন যে কেন্দ্রগুলো বন্ধ করেনি, সেই কেন্দ্রগুলো প্রিসাইডিং কর্মকর্তারা সকলেই এক বাক্যে ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে বলেছে এবং কোন প্রকার বিশৃঙ্খলা হয়নি। 

কাদের বলেন, ‘তারা নির্বাচনী কর্মকর্তা রিটার্নিং অফিসারের নির্দেশে ভোট বন্ধ করেছে। আমি যা বলেছি সত্য কিনা যাচাই করে দেখুন।’ 

নির্বাচন কমিশন স্বাধীন, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে যে সিদ্ধান্ত নিয়েছে সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই বলে দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘তবে অতীতে কখনো এ রকম নজিরবিহীন ঘটনা ঘটেছে বলে জানা নেই। কি কারণে ভোটগ্রহণ বন্ধ করা হল সেটা আমাদের কাছে স্পষ্ট নয়। ১৪৫টি কেন্দ্রের মধ্যে ৫১টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।’ 

ওবায়দুল কাদের বলেন, আমরা আশা করি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন বিধিবিধান অনুযায়ী যথাযথ ব্যবস্থা নিবে। কিংবা গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে গণতন্ত্র ও জনগণ কর্তৃক নির্বাচিত সাংবিধানিক শাসনব্যবস্থার ধারাবাহিকতা রক্ষার স্বার্থে নির্বাচন কমিশন বিধিবিধান অনুযায়ী যথাযথ ব্যবস্থা নিবে। 

তারেক রহমানের মামলা প্রত্যাহার করে দেশে ফিরিয়ে আনা বিএনপির মামার বাড়ির আবদার উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘যে নেতা রাজনীতি না করার স্বার্থে মুচলেকা দিয়ে বিদেশে পালিয়েছে, আগে তাঁর মুচলেকা প্রত্যাহার করুন তারপর দেখা যাব।’ 

বিএনপির সমাবেশ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ ঘোষণা দিয়ে সমাবেশ করলে ১০ লাখের বেশি লোক হবে, যেখানে বিএনপি ঘোষণা দিয়েও ১ লাখের মত লোক জমায়েত হয়েছে। 

রাজপথে ফয়সালা হবে, আন্দোলন করছেন ভালো কথা, তবে আবারও লাঠিসোঁটা ও আগুন সন্ত্রাস করলে সমুচিত জবাব দেওয়া হবে বিএনপিকে বলে দাবি করেন কাদের। 

সড়ক পরিবহন ওবায়দুল কাদের বলেন, পরিবহনে যদি শৃঙ্খলা ফিরিয়ে না আসে তাহলে কোন উন্নয়নেই সুফল বয়ে আসবে না। 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, সংসদ সদস্য সাদেক খান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরি প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

ভারত-পাকিস্তান যুদ্ধ: পাকিস্তানে নিহত বেড়ে ২৬, ভারতে ১০

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এনসিপি নেতা সারওয়ার তুষারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের নিষ্পত্তি হয়নি: শহিদুল আলম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত