Ajker Patrika

পিলখানা হত্যাকাণ্ড নিয়ে এখনো প্রশ্ন আছে: জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ৩৮
পিলখানা হত্যাকাণ্ড নিয়ে এখনো প্রশ্ন আছে: জি এম কাদের

পিলখানা হত্যাকাণ্ড নিয়ে এখনো প্রশ্ন আছে এবং এসব প্রশ্নের অবসান হওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। রাজধানীর বনানী কবরস্থানে আজ শুক্রবার সকালে বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে জি এম কাদের সাংবাদিকদের এসব কথা বলেন।

এ সময় পিলখানা হত্যাযজ্ঞের শিকার তৎকালীন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে জাপার কেন্দ্রীয় কমিটির সদস্য রাকিন আহমেদ এবং কর্নেল কুদরত ইলাহীর ছেলে জাপার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাকিব রহমান জাতীয় পার্টির চেয়ারম্যানের সঙ্গে ছিলেন। 

জাপা মহাসচিব বলেন, ‘এর (পিলখানা হত্যাকাণ্ড) পেছনে অবশ্যই বড় ধরনের কোনো ষড়যন্ত্র ছিল। কিন্তু কথা হচ্ছে, কেন গোয়েন্দা সংস্থাগুলো বিষয়টি জানতে পারেনি? আবার যদি জানতে পারে, তাহলে কেন এই ষড়যন্ত্র প্রতিরোধ করা হলো না—এই বিষয়গুলো এখনো মানুষের মনে সংশয়, সন্দেহ ও বেদনা সৃষ্টি করে।’ 

জি এম কাদের বলেন, ‘আমরা মনে করি এই সব প্রশ্নের অবসান হওয়া উচিত এবং সবাইকেই নিজ নিজ কৃতকর্মের জন্য জবাবদিহির আওতায় আসা উচিত। কারণ জবাবদিহির অভাবে অনেক বড় ধরনের অঘটন ঘটে যায়। সব ক্ষেত্রে যেমন শৃঙ্খলা রক্ষা দরকার, ঠিক তেমনিভাবে শৃঙ্খলা রক্ষা হচ্ছে কি না বা কার কী দায়িত্ব তার জবাবদিহিও সুনিশ্চিত করতে হবে। যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।’ 

এ সময় জাপার শীর্ষ নেতাদের মধ্যে পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সাল চিশতী, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, রেজাউল ইসলাম ভূঁইয়াসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত