নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পিলখানা হত্যাকাণ্ড নিয়ে এখনো প্রশ্ন আছে এবং এসব প্রশ্নের অবসান হওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। রাজধানীর বনানী কবরস্থানে আজ শুক্রবার সকালে বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে জি এম কাদের সাংবাদিকদের এসব কথা বলেন।
এ সময় পিলখানা হত্যাযজ্ঞের শিকার তৎকালীন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে জাপার কেন্দ্রীয় কমিটির সদস্য রাকিন আহমেদ এবং কর্নেল কুদরত ইলাহীর ছেলে জাপার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাকিব রহমান জাতীয় পার্টির চেয়ারম্যানের সঙ্গে ছিলেন।
জাপা মহাসচিব বলেন, ‘এর (পিলখানা হত্যাকাণ্ড) পেছনে অবশ্যই বড় ধরনের কোনো ষড়যন্ত্র ছিল। কিন্তু কথা হচ্ছে, কেন গোয়েন্দা সংস্থাগুলো বিষয়টি জানতে পারেনি? আবার যদি জানতে পারে, তাহলে কেন এই ষড়যন্ত্র প্রতিরোধ করা হলো না—এই বিষয়গুলো এখনো মানুষের মনে সংশয়, সন্দেহ ও বেদনা সৃষ্টি করে।’
জি এম কাদের বলেন, ‘আমরা মনে করি এই সব প্রশ্নের অবসান হওয়া উচিত এবং সবাইকেই নিজ নিজ কৃতকর্মের জন্য জবাবদিহির আওতায় আসা উচিত। কারণ জবাবদিহির অভাবে অনেক বড় ধরনের অঘটন ঘটে যায়। সব ক্ষেত্রে যেমন শৃঙ্খলা রক্ষা দরকার, ঠিক তেমনিভাবে শৃঙ্খলা রক্ষা হচ্ছে কি না বা কার কী দায়িত্ব তার জবাবদিহিও সুনিশ্চিত করতে হবে। যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।’
এ সময় জাপার শীর্ষ নেতাদের মধ্যে পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সাল চিশতী, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, রেজাউল ইসলাম ভূঁইয়াসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
পিলখানা হত্যাকাণ্ড নিয়ে এখনো প্রশ্ন আছে এবং এসব প্রশ্নের অবসান হওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। রাজধানীর বনানী কবরস্থানে আজ শুক্রবার সকালে বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে জি এম কাদের সাংবাদিকদের এসব কথা বলেন।
এ সময় পিলখানা হত্যাযজ্ঞের শিকার তৎকালীন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে জাপার কেন্দ্রীয় কমিটির সদস্য রাকিন আহমেদ এবং কর্নেল কুদরত ইলাহীর ছেলে জাপার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাকিব রহমান জাতীয় পার্টির চেয়ারম্যানের সঙ্গে ছিলেন।
জাপা মহাসচিব বলেন, ‘এর (পিলখানা হত্যাকাণ্ড) পেছনে অবশ্যই বড় ধরনের কোনো ষড়যন্ত্র ছিল। কিন্তু কথা হচ্ছে, কেন গোয়েন্দা সংস্থাগুলো বিষয়টি জানতে পারেনি? আবার যদি জানতে পারে, তাহলে কেন এই ষড়যন্ত্র প্রতিরোধ করা হলো না—এই বিষয়গুলো এখনো মানুষের মনে সংশয়, সন্দেহ ও বেদনা সৃষ্টি করে।’
জি এম কাদের বলেন, ‘আমরা মনে করি এই সব প্রশ্নের অবসান হওয়া উচিত এবং সবাইকেই নিজ নিজ কৃতকর্মের জন্য জবাবদিহির আওতায় আসা উচিত। কারণ জবাবদিহির অভাবে অনেক বড় ধরনের অঘটন ঘটে যায়। সব ক্ষেত্রে যেমন শৃঙ্খলা রক্ষা দরকার, ঠিক তেমনিভাবে শৃঙ্খলা রক্ষা হচ্ছে কি না বা কার কী দায়িত্ব তার জবাবদিহিও সুনিশ্চিত করতে হবে। যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।’
এ সময় জাপার শীর্ষ নেতাদের মধ্যে পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সাল চিশতী, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, রেজাউল ইসলাম ভূঁইয়াসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ‘আওয়ামী লীগ যখন জামায়াতে ইসলামীকে রাজনীতিতে নিষিদ্ধ ঘোষণা করেছে, আমি তার প্রতিবাদ করেছি। একইভাবে এখন বলছি, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে তা গ্রহণযোগ্য হবে না।’
১৪ ঘণ্টা আগেস্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা পদে ইস্তফা দেওয়ার পর রাজনীতিতে যুক্ত হয়ে জাতীয় নির্বাচনে প্রার্থী হবেন কি না, তা অবশ্য টক শোতে স্পষ্ট করেননি গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আসিফ মাহমুদ। একই সঙ্গে গণ-অভ্যুত্থানের ছাত্রনেতাদের নিয়
১৫ ঘণ্টা আগেজুলাই সনদের আইনগত ভিত্তি দেওয়া ছাড়া বিদেশিদের দ্বারা কোনো পাতানো নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী অংশ নেবে না বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আজ বুধবার (১৩ আগস্ট) বিকেলে রাজধানীর বিজয়নগর সড়কে এক সমাবেশে প্রধান অতিথির বক্তেব্য তিনি এ কথা বলেন।
১৬ ঘণ্টা আগেকমরেড হারুন চৌধুরী নিজেকে বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) সভাপতি দাবি করে বলেছেন, ‘দিলীপ বড়ুয়া দলের সাধারণ সম্পাদক ছিলেন। তবে তিনি এখন কোথায় আছেন, সেই বিষয়ে আমি কিছুই জানি না। আমি দলের সভাপতি।’
১৬ ঘণ্টা আগে