ঢাবি সংবাদদাতা
‘শিবির’ ট্যাগ দিয়ে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বিডিএসি) কমিটিতে না রাখার অভিযোগ তুলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোস্তফা আহমেদ।
আজ বুধবার (৫ মার্চ) বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ তুলেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বিগত সময়ে জুলাই অভ্যুত্থানের সমন্বয়কদের নেতৃত্বে গঠিত নতুন ছাত্রসংগঠনটির বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত ছিলাম। কিন্তু ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’ তাঁদের কমিটি ঘোষণার পূর্ব মুহূর্তে আমাকে ‘শিবির’ ট্যাগ দিয়ে নাম বাতিল করে দেয়।’
লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘আমরা যেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে দুই হাজারের অধিক বীর শহীদ এবং হাজার হাজার ছাত্র-জনতার রক্তের বিনিময়ে ভয়ংকর ফ্যাসিবাদী দুঃশাসনের মূলোৎপাটন করেছি, আজকে সেই আন্দোলনের স্পিরিট নিয়ে গড়ে উঠা নতুন ছাত্রসংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ’ থেকে অনাকাঙ্ক্ষিত ট্যাগিংয়ের শিকার হয়েছি আমি। ফ্যাসিবাদী আমলে ছাত্রলীগ যেমন শিবির ট্যাগ বা শিবির তকমা দিয়ে কাউকে মেরে ফেলা কিংবা অত্যাচার করতো তেমন করেই শিবির সন্দেহে বা শিবির সংশ্লিষ্টতার অপবাদ দিয়ে আমাকে কমিটি প্রকাশের পূর্বে বাদ দিয়ে দেওয়া হয়।’
তিনি বলেন, ‘আমি কোনো পোস্ট-পদবির জন্য কোনভাবেই লালায়িত নই। কিন্তু, দীর্ঘ ১৫ বছরের ট্যাগিংয়ের সংস্কৃতির চূড়ান্ত বিলুপ্তি চাই। আমাদের পরবর্তী প্রজন্ম যারা ছাত্ররাজনীতিতে আসবে কিংবা ইতিবাচক ছাত্ররাজনীতিতে অংশগ্রহণ করতে চাইবে, তাদের যেনো কোনোভাবেই ট্যাগিংয়ের স্বীকার হতে না হয়। ২৪ পরবর্তী অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে পাওয়া এই নতুন বাংলাদেশ ২.০ তে এটাই আমার একান্ত প্রত্যাশা যে ট্যাগিং কালচারের বিলুপ্তি হোক।’
তিনি শিবির ট্যাগিংয়ের অভিযোগ তুলে বলেন, ‘কমিটিতে যখন আমার নাম দেখিনি তখন সংগঠনটির ঢাবি শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক লিমন মাহমুদ হাসানের সঙ্গে যোগাযোগ করি। তিনি জানান, সার্চ কমিটি শিবির সংশ্লিষ্টতার অভিযোগে আমাকে বাদ দেয়। এ কমিটির প্রধান জাতীয় নাগরিক পার্টির সংগঠক হামজা মাহবুব আমাকে বাদ দিয়েছে।’
এ বিষয়ে সংগঠনটির ঢাবি শাখার আহবায়ক আব্দুল কাদের বলেন, ‘ক্যাম্পাসে ছাত্রদলসহ অন্যান্য দলগুলো ক্যাম্পাসে প্রকাশ্যে রাজনীতি করে। কিন্তু শিবির এখনো প্রকাশ্যে রাজনীতি করছে না। আমাদের স্বতন্ত্র সংগঠনের সঙ্গে শিবির কিংবা অন্য কোনো ছাত্রসংগঠনের আদর্শ মিলবে না। ফলে এ বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, বিগত সময়ে অনলাইন এবং অফলাইন অ্যাক্টভিটি অনুযায়ী যাদেরকে অন্য কোনো দলের সঙ্গে সম্পৃক্ত মনে হবে, প্রাথমিকভাবে তাঁদেরকে সংগঠনে রাখা হবে না।
আব্দুল কাদের আরও জানান, এ উদ্দেশ্যে একটি সার্চ কমিটি গঠন করা হয়। এতে প্রতি হল থেকে একজন করে সদস্য রাখা হয়। নাগরিক পার্টির সংগঠক হামজা মাহবুবও এ কমিটির সদস্য ছিল।
তিনি বলেন, কমিটির তথ্য ও পরামর্শ মোতাবেক বেশ কিছু শিক্ষার্থীকে কমিটিতে রাখা হয়নি। অভিযোগকারী আহমেদও তাদের একজন। সে ৫ আগস্টের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো কার্যক্রমে ছিল না। তাকে কমিটিতে না রাখাই তো স্বাভাবিক। আর এটি স্বতন্ত্র সংগঠন। কমিটিতে কাউকে রাখতেই হবে এমন কোনো কথা নেই।’
এনসিপির সংগঠক এ কমিটিতে থাকার ফলে লেজুড়বৃত্তির প্রশ্ন উঠছে কিনা এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমরা ছাত্রসংগঠন প্রতিষ্ঠা করার জন্য অনেক আগ থেকেই কাজ করছি। এ সার্চ কমিটিও অনেক আগে গঠন করা হয়েছে। হামজা মাহবুব তখন কোনো দলের ছিল না। ফলে তাকে এ কমিটির সদস্য হিসেবে রাখা হয়।’
‘শিবির’ ট্যাগ দিয়ে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বিডিএসি) কমিটিতে না রাখার অভিযোগ তুলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোস্তফা আহমেদ।
আজ বুধবার (৫ মার্চ) বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ তুলেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বিগত সময়ে জুলাই অভ্যুত্থানের সমন্বয়কদের নেতৃত্বে গঠিত নতুন ছাত্রসংগঠনটির বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত ছিলাম। কিন্তু ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’ তাঁদের কমিটি ঘোষণার পূর্ব মুহূর্তে আমাকে ‘শিবির’ ট্যাগ দিয়ে নাম বাতিল করে দেয়।’
লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘আমরা যেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে দুই হাজারের অধিক বীর শহীদ এবং হাজার হাজার ছাত্র-জনতার রক্তের বিনিময়ে ভয়ংকর ফ্যাসিবাদী দুঃশাসনের মূলোৎপাটন করেছি, আজকে সেই আন্দোলনের স্পিরিট নিয়ে গড়ে উঠা নতুন ছাত্রসংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ’ থেকে অনাকাঙ্ক্ষিত ট্যাগিংয়ের শিকার হয়েছি আমি। ফ্যাসিবাদী আমলে ছাত্রলীগ যেমন শিবির ট্যাগ বা শিবির তকমা দিয়ে কাউকে মেরে ফেলা কিংবা অত্যাচার করতো তেমন করেই শিবির সন্দেহে বা শিবির সংশ্লিষ্টতার অপবাদ দিয়ে আমাকে কমিটি প্রকাশের পূর্বে বাদ দিয়ে দেওয়া হয়।’
তিনি বলেন, ‘আমি কোনো পোস্ট-পদবির জন্য কোনভাবেই লালায়িত নই। কিন্তু, দীর্ঘ ১৫ বছরের ট্যাগিংয়ের সংস্কৃতির চূড়ান্ত বিলুপ্তি চাই। আমাদের পরবর্তী প্রজন্ম যারা ছাত্ররাজনীতিতে আসবে কিংবা ইতিবাচক ছাত্ররাজনীতিতে অংশগ্রহণ করতে চাইবে, তাদের যেনো কোনোভাবেই ট্যাগিংয়ের স্বীকার হতে না হয়। ২৪ পরবর্তী অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে পাওয়া এই নতুন বাংলাদেশ ২.০ তে এটাই আমার একান্ত প্রত্যাশা যে ট্যাগিং কালচারের বিলুপ্তি হোক।’
তিনি শিবির ট্যাগিংয়ের অভিযোগ তুলে বলেন, ‘কমিটিতে যখন আমার নাম দেখিনি তখন সংগঠনটির ঢাবি শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক লিমন মাহমুদ হাসানের সঙ্গে যোগাযোগ করি। তিনি জানান, সার্চ কমিটি শিবির সংশ্লিষ্টতার অভিযোগে আমাকে বাদ দেয়। এ কমিটির প্রধান জাতীয় নাগরিক পার্টির সংগঠক হামজা মাহবুব আমাকে বাদ দিয়েছে।’
এ বিষয়ে সংগঠনটির ঢাবি শাখার আহবায়ক আব্দুল কাদের বলেন, ‘ক্যাম্পাসে ছাত্রদলসহ অন্যান্য দলগুলো ক্যাম্পাসে প্রকাশ্যে রাজনীতি করে। কিন্তু শিবির এখনো প্রকাশ্যে রাজনীতি করছে না। আমাদের স্বতন্ত্র সংগঠনের সঙ্গে শিবির কিংবা অন্য কোনো ছাত্রসংগঠনের আদর্শ মিলবে না। ফলে এ বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, বিগত সময়ে অনলাইন এবং অফলাইন অ্যাক্টভিটি অনুযায়ী যাদেরকে অন্য কোনো দলের সঙ্গে সম্পৃক্ত মনে হবে, প্রাথমিকভাবে তাঁদেরকে সংগঠনে রাখা হবে না।
আব্দুল কাদের আরও জানান, এ উদ্দেশ্যে একটি সার্চ কমিটি গঠন করা হয়। এতে প্রতি হল থেকে একজন করে সদস্য রাখা হয়। নাগরিক পার্টির সংগঠক হামজা মাহবুবও এ কমিটির সদস্য ছিল।
তিনি বলেন, কমিটির তথ্য ও পরামর্শ মোতাবেক বেশ কিছু শিক্ষার্থীকে কমিটিতে রাখা হয়নি। অভিযোগকারী আহমেদও তাদের একজন। সে ৫ আগস্টের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো কার্যক্রমে ছিল না। তাকে কমিটিতে না রাখাই তো স্বাভাবিক। আর এটি স্বতন্ত্র সংগঠন। কমিটিতে কাউকে রাখতেই হবে এমন কোনো কথা নেই।’
এনসিপির সংগঠক এ কমিটিতে থাকার ফলে লেজুড়বৃত্তির প্রশ্ন উঠছে কিনা এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমরা ছাত্রসংগঠন প্রতিষ্ঠা করার জন্য অনেক আগ থেকেই কাজ করছি। এ সার্চ কমিটিও অনেক আগে গঠন করা হয়েছে। হামজা মাহবুব তখন কোনো দলের ছিল না। ফলে তাকে এ কমিটির সদস্য হিসেবে রাখা হয়।’
বিএনপি রাষ্ট্রক্ষমতায় না আসা পর্যন্ত ভাত খাওয়া থেকে বিরত থাকার প্রতিজ্ঞায় অটল নিজাম উদ্দিন অসুস্থ হয়ে পড়েছেন। গুরুতর অসুস্থ বিএনপির এই সমর্থকের খোঁজ নিতে বলেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
৭ ঘণ্টা আগেঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদ-সংক্রান্ত মামলা ‘ইশরাক হোসেন বনাম শেখ ফজলে নূর তাপস গং’-এর রায় এবং এ প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বলছে, এ মামলার বিচারপ্রক্রিয়া ও কমিশনের আচরণ প্রশ্নবিদ্ধ এবং তা নির্বাচন ব্যবস্থার নিরপেক্ষতা
৭ ঘণ্টা আগেগণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ পরিত্যক্ত রাজনৈতিক দলে পরিণত হয়েছে। আওয়ামী লীগ এখন মরা লাশ, এই লাশ নিয়ে টানাটানি করে কোনো লাভ হবে না। এখন আমাদের দায়িত্ব হচ্ছে এই মরা লাশকে কবর দেওয়া, যাতে দুর্গন্ধ না ছড়ায়।’ আজ মঙ্গলবার বিকেলে শরীয়তপুরের ভেদরগঞ
৮ ঘণ্টা আগেবিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমার বিরুদ্ধে ১১১টি মামলা হয়েছে। নানা ধরনের অবাস্তব অভিযোগ আনা হয়েছে। ময়লার গাড়ি পোড়ানো, বোমা হামলার মতো অভিযোগও আছে। আমি ১১ বার জেলে গিয়েছি। প্রায় তিন বছর কারাবন্দী ছিলাম।’ আজ মঙ্গলবার ঠাকুরগাঁও সদরের মোলানি উচ্চবিদ্যালয় মাঠে বিএনপির গণসংযোগ
১০ ঘণ্টা আগে