বাসস, ঢাকা
এবি পার্টির নেতারা বলেছেন, রাজনীতিতে অতীতমুখিতা ও পরিবারতান্ত্রিক বন্দোবস্তের ধারণা থেকে সরে আসার সময় হয়েছে। তরুণেরা পুরোনো রাজনীতিতে ক্লান্ত এবং সত্যিকার অর্থেই একটি রূপান্তরমূলক পরিবর্তন দেখতে চায়। এবি পার্টি ধীরে ধীরে তা বাস্তবায়ন করতে বদ্ধপরিকর।
রোববার এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে একটি প্রতিনিধিদল ঢাকাস্থ ফরাসি রাষ্ট্রদূত মারি মাসদুপুইর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় এ কথা বলেন।
আজ রোববার এবি পার্টির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিনিধিদলে এ সময় দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক প্রধান ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি, নারীবিষয়ক সম্পাদক ফারাহ নাজ সাত্তার, ইন্টারন্যাশনাল উইংয়ের সদস্য হাজেরা মেহজাবিন ও জুলাই গণ-অভ্যুত্থানের ছাত্রী প্রতিনিধি ফারজানা আক্তার মিতু উপস্থিত ছিলেন।
গুলশানে মিটিং পয়েন্টে সকাল ১০টায় অনুষ্ঠিত সভায় রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের পলিটিক্যাল কাউন্সেলর মিস্টার ক্রিশ্চিয়ান বেক উপস্থিত ছিলেন।
সভায় এবি পার্টির নেতারা নতুন প্রজন্মের রাজনীতির ধারণা, পার্টি প্রতিষ্ঠার প্রেক্ষাপট, পলিসিভিত্তিক রাজনীতি এবং সমস্যা সমাধান ও জনসেবামূলক নীতির ভিত্তিতে কল্যাণরাষ্ট্র গঠনের লক্ষ্য সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন। এ ছাড়া ফ্রান্স-বাংলাদেশ সম্পর্ক আরও বেশি জনগণকেন্দ্রিক হওয়া উচিত বলে তাঁরা রাষ্ট্রদূতকে জানান। নেতৃবৃন্দ এ লক্ষ্য অর্জনে ব্যাপক কার্যক্রম গ্রহণ করার পাশাপাশি ফরাসি গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কীভাবে কাজ করে, তা বোঝার জন্য আরও বাংলাদেশি শিক্ষার্থীদের ফরাসি প্রতিষ্ঠানে অধ্যয়নের সুযোগ দেওয়ার আহ্বান জানান। যা তাঁদের গণতন্ত্র সম্পর্কে ধারণা অর্জনে সাহায্য করবে। নেতারা বাংলাদেশি উদ্যোক্তাদের আরও ভালো ব্যবসায়িক অনুশীলন মডেল স্থাপনে সহায়তা করার জন্য ফরাসি সরকারের প্রতি আহ্বান জানান।
এ সময় রাষ্ট্রদূত মাসদুপুই বাংলাদেশে নারীর ক্ষমতায়নের জন্য এবি পার্টির কী ধারণা রয়েছে, তা জানতে চাইলে দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক প্রধান ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি রাষ্ট্রদূতকে জানান, এবি পার্টি সম্প্রতি এ বিষয়ে একটি প্রেস ব্রিফিং করেছে এবং মহিলাবিষয়ক সংস্কার কমিশনে প্রস্তাবগুলো তুলে ধরেছে। এবি পার্টি একটি টেকসই পরিবর্তনের জন্য অত্যন্ত প্রগতিশীল এবং সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছে।
এবি পার্টির নেতারা বলেছেন, রাজনীতিতে অতীতমুখিতা ও পরিবারতান্ত্রিক বন্দোবস্তের ধারণা থেকে সরে আসার সময় হয়েছে। তরুণেরা পুরোনো রাজনীতিতে ক্লান্ত এবং সত্যিকার অর্থেই একটি রূপান্তরমূলক পরিবর্তন দেখতে চায়। এবি পার্টি ধীরে ধীরে তা বাস্তবায়ন করতে বদ্ধপরিকর।
রোববার এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে একটি প্রতিনিধিদল ঢাকাস্থ ফরাসি রাষ্ট্রদূত মারি মাসদুপুইর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় এ কথা বলেন।
আজ রোববার এবি পার্টির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিনিধিদলে এ সময় দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক প্রধান ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি, নারীবিষয়ক সম্পাদক ফারাহ নাজ সাত্তার, ইন্টারন্যাশনাল উইংয়ের সদস্য হাজেরা মেহজাবিন ও জুলাই গণ-অভ্যুত্থানের ছাত্রী প্রতিনিধি ফারজানা আক্তার মিতু উপস্থিত ছিলেন।
গুলশানে মিটিং পয়েন্টে সকাল ১০টায় অনুষ্ঠিত সভায় রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের পলিটিক্যাল কাউন্সেলর মিস্টার ক্রিশ্চিয়ান বেক উপস্থিত ছিলেন।
সভায় এবি পার্টির নেতারা নতুন প্রজন্মের রাজনীতির ধারণা, পার্টি প্রতিষ্ঠার প্রেক্ষাপট, পলিসিভিত্তিক রাজনীতি এবং সমস্যা সমাধান ও জনসেবামূলক নীতির ভিত্তিতে কল্যাণরাষ্ট্র গঠনের লক্ষ্য সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন। এ ছাড়া ফ্রান্স-বাংলাদেশ সম্পর্ক আরও বেশি জনগণকেন্দ্রিক হওয়া উচিত বলে তাঁরা রাষ্ট্রদূতকে জানান। নেতৃবৃন্দ এ লক্ষ্য অর্জনে ব্যাপক কার্যক্রম গ্রহণ করার পাশাপাশি ফরাসি গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কীভাবে কাজ করে, তা বোঝার জন্য আরও বাংলাদেশি শিক্ষার্থীদের ফরাসি প্রতিষ্ঠানে অধ্যয়নের সুযোগ দেওয়ার আহ্বান জানান। যা তাঁদের গণতন্ত্র সম্পর্কে ধারণা অর্জনে সাহায্য করবে। নেতারা বাংলাদেশি উদ্যোক্তাদের আরও ভালো ব্যবসায়িক অনুশীলন মডেল স্থাপনে সহায়তা করার জন্য ফরাসি সরকারের প্রতি আহ্বান জানান।
এ সময় রাষ্ট্রদূত মাসদুপুই বাংলাদেশে নারীর ক্ষমতায়নের জন্য এবি পার্টির কী ধারণা রয়েছে, তা জানতে চাইলে দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক প্রধান ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি রাষ্ট্রদূতকে জানান, এবি পার্টি সম্প্রতি এ বিষয়ে একটি প্রেস ব্রিফিং করেছে এবং মহিলাবিষয়ক সংস্কার কমিশনে প্রস্তাবগুলো তুলে ধরেছে। এবি পার্টি একটি টেকসই পরিবর্তনের জন্য অত্যন্ত প্রগতিশীল এবং সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছে।
বিএনপি রাষ্ট্রক্ষমতায় না আসা পর্যন্ত ভাত খাওয়া থেকে বিরত থাকার প্রতিজ্ঞায় অটল নিজাম উদ্দিন অসুস্থ হয়ে পড়েছেন। গুরুতর অসুস্থ বিএনপির এই সমর্থকের খোঁজ নিতে বলেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
৬ ঘণ্টা আগেঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদ-সংক্রান্ত মামলা ‘ইশরাক হোসেন বনাম শেখ ফজলে নূর তাপস গং’-এর রায় এবং এ প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বলছে, এ মামলার বিচারপ্রক্রিয়া ও কমিশনের আচরণ প্রশ্নবিদ্ধ এবং তা নির্বাচন ব্যবস্থার নিরপেক্ষতা
৬ ঘণ্টা আগেগণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ পরিত্যক্ত রাজনৈতিক দলে পরিণত হয়েছে। আওয়ামী লীগ এখন মরা লাশ, এই লাশ নিয়ে টানাটানি করে কোনো লাভ হবে না। এখন আমাদের দায়িত্ব হচ্ছে এই মরা লাশকে কবর দেওয়া, যাতে দুর্গন্ধ না ছড়ায়।’ আজ মঙ্গলবার বিকেলে শরীয়তপুরের ভেদরগঞ
৭ ঘণ্টা আগেবিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমার বিরুদ্ধে ১১১টি মামলা হয়েছে। নানা ধরনের অবাস্তব অভিযোগ আনা হয়েছে। ময়লার গাড়ি পোড়ানো, বোমা হামলার মতো অভিযোগও আছে। আমি ১১ বার জেলে গিয়েছি। প্রায় তিন বছর কারাবন্দী ছিলাম।’ আজ মঙ্গলবার ঠাকুরগাঁও সদরের মোলানি উচ্চবিদ্যালয় মাঠে বিএনপির গণসংযোগ
৯ ঘণ্টা আগে