নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় ঐক্যের মাধ্যমে আন্দোলন গড়ে তুলতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিএনপির আনুষ্ঠানিক আলোচনা শুরু হচ্ছে। আজ মঙ্গলবার থেকে এই আলোচনা শুরু হচ্ছে বলে জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। মির্জা ফখরুল বলেন, ‘ক্ষমতাসীন দল ছাড়া অন্যান্য রাজনৈতিক দলকে এসব আলোচনায় ডাকা হবে এবং আলোচনার মধ্য দিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের রূপরেখা তৈরি করা হবে।’
আজ প্রথম দিন নাগরিক ঐক্যের সঙ্গে বসার মধ্য দিয়ে এই আলোচনা শুরু হচ্ছে বলে জানিয়েছে দলটির একটি সূত্র। আলোচনার জন্য বিএনপির পক্ষ থেকে কয়েকটি টিম গঠন করা হয়েছে বলেও জানায় সূত্রটি।
সংবাদ সম্মেলনে আলোচনার বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন গড়ে তোলাই এই আলোচনার মূল উদ্দেশ্য। আমাদের পক্ষ থেকে মূল দাবিগুলোর মধ্য রয়েছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজনৈতিক বন্দীদের মুক্তি, সরকারের পদত্যাগ ও সংসদ বাতিল করে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর এবং এরপর পুনর্গঠিত নির্বাচন কমিশনের (ইসি) মাধ্যমে সবার অংশগ্রহণমূলক একটি নির্বাচন অনুষ্ঠান। এসব বিষয় নিয়ে আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সমন্বয়ের মাধ্যমে আন্দোলনের দাবি ঠিক করব। ওই দাবিগুলো নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন শুরু হবে।’
‘কোনো জোট করছি না আমরা’—এমনটা জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আলোচনার মধ্য দিয়ে আমরা আন্দোলনের একটা ধরন ঠিক করার চেষ্টা করব।’
২০ দলীয় জোট এবং জাতীয় ঐক্যফ্রন্ট নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা এখন পর্যন্ত ২০ দলীয় জোট বিলুপ্ত করি নাই। এই জোটের বিষয়েও আলোচনার মধ্য দিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ঐক্যফ্রন্টের বেলাতেও একই কথা।’
জাতীয় ঐক্যের মাধ্যমে আন্দোলন গড়ে তুলতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিএনপির আনুষ্ঠানিক আলোচনা শুরু হচ্ছে। আজ মঙ্গলবার থেকে এই আলোচনা শুরু হচ্ছে বলে জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। মির্জা ফখরুল বলেন, ‘ক্ষমতাসীন দল ছাড়া অন্যান্য রাজনৈতিক দলকে এসব আলোচনায় ডাকা হবে এবং আলোচনার মধ্য দিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের রূপরেখা তৈরি করা হবে।’
আজ প্রথম দিন নাগরিক ঐক্যের সঙ্গে বসার মধ্য দিয়ে এই আলোচনা শুরু হচ্ছে বলে জানিয়েছে দলটির একটি সূত্র। আলোচনার জন্য বিএনপির পক্ষ থেকে কয়েকটি টিম গঠন করা হয়েছে বলেও জানায় সূত্রটি।
সংবাদ সম্মেলনে আলোচনার বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন গড়ে তোলাই এই আলোচনার মূল উদ্দেশ্য। আমাদের পক্ষ থেকে মূল দাবিগুলোর মধ্য রয়েছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজনৈতিক বন্দীদের মুক্তি, সরকারের পদত্যাগ ও সংসদ বাতিল করে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর এবং এরপর পুনর্গঠিত নির্বাচন কমিশনের (ইসি) মাধ্যমে সবার অংশগ্রহণমূলক একটি নির্বাচন অনুষ্ঠান। এসব বিষয় নিয়ে আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সমন্বয়ের মাধ্যমে আন্দোলনের দাবি ঠিক করব। ওই দাবিগুলো নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন শুরু হবে।’
‘কোনো জোট করছি না আমরা’—এমনটা জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আলোচনার মধ্য দিয়ে আমরা আন্দোলনের একটা ধরন ঠিক করার চেষ্টা করব।’
২০ দলীয় জোট এবং জাতীয় ঐক্যফ্রন্ট নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা এখন পর্যন্ত ২০ দলীয় জোট বিলুপ্ত করি নাই। এই জোটের বিষয়েও আলোচনার মধ্য দিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ঐক্যফ্রন্টের বেলাতেও একই কথা।’
শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ নেতাদের বড় একটি অংশ ভারতে আশ্রয় নিয়েছেন। কলকাতার নিউটাউনে বসে তাঁরা এখন আয়েশ ও নানা কর্মকান্ড করছেন। এ লক্ষ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল থেকে শুরু করে বিভিন্ন সাবেক সংসদ সদস্য প্রতিদিন অনলাইন বৈঠক ও রাজনৈতিক পরিকল্পনায় ব্যস্ত।
১৪ ঘণ্টা আগেআজ বুধবার বিকেলে ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ইসলামী আন্দোলনের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করীম এসব কথা বলেন। প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, সব গণহত্যার বিচার ও সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের জেলা
১৪ ঘণ্টা আগেআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খোলা মাঠে ভোট গ্রহণ চায় আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। একই সঙ্গে নির্বাচনী দায়িত্বে ভোটার নয় এমন স্কুল ছাত্রদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছে দলটি।
১৫ ঘণ্টা আগেজাতীয় নাগরিক পার্টিসহ ইসলামপন্থী বিভিন্ন রাজনৈতিক দলের আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচনের দাবিকে ‘অযৌক্তিক’ বলে মনে করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি প্রশ্ন তুলেছেন, পিআর পদ্ধতি সম্পর্কে জনগণ আদৌ কিছু জানেন কি না। এ বিষয়ে তাঁরা কতটা
১৫ ঘণ্টা আগে