Ajker Patrika

সরকারের হরিলুট ও দুর্নীতিতে দেশে দুর্ভিক্ষ শুরু হয়েছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ মার্চ ২০২২, ১২: ৫৯
সরকারের হরিলুট ও দুর্নীতিতে দেশে দুর্ভিক্ষ শুরু হয়েছে: রিজভী

সরকারের হরিলুট ও দুর্নীতির কারণে দেশে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার সকালে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ঢাকা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

শুধু নিম্ন ও মধ্যবর্তী মানুষ নয়, সরকারি-বেসরকারি কর্মকর্তারাও টিসিবির লাইনে দাঁড়াচ্ছেন উল্লেখ করে রিজভী বলেন, ‘আজকে সংবাদপত্রে আছে—মা এসে লাইনে দাঁড়াচ্ছেন! মেয়ের বিয়ে হয়েছে, সেও আরেক এলাকা থেকে এসে লাইনে দাঁড়াচ্ছে। এতে বোঝা যাচ্ছে, শুধু দুর্ভিক্ষের ছায়া না, দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার সক্ষমতা সরকারের নেই। সরকার হরিলুট ও দুর্নীতির আদর্শে অনুপ্রাণিত।’ 

গ্যাসের দাম বৃদ্ধি করা হলে জনগণ মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, দাম বাড়ালে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে। 
 
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. সালাহ উদ্দিন দেওয়ান, সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত