Ajker Patrika

খালেদা জিয়ার স্বাস্থ্যের গুরুতর অবনতি, হাসপাতালে নিতে পুলিশের সহযোগিতা চেয়ে চিঠি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ মার্চ ২০২৪, ২১: ৪৯
খালেদা জিয়ার স্বাস্থ্যের গুরুতর অবনতি, হাসপাতালে নিতে পুলিশের সহযোগিতা চেয়ে চিঠি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের গুরুতর অবনতি হয়েছে। তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার বরাবর বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত একটি চিঠিতে বলা হয়েছে, খালেদা জিয়ার স্বাস্থ্যের হঠাৎ গুরুতর অবনতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে আজ বুধবার রাত ৯টায় তাঁর গুলশানের বাসভবন ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে।

এ বিষয়ে নিরাপত্তাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে ওই চিঠিতে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার গণমাধ্যমকে জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য আজ রাত ১০টার পর যেকোনো সময় তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে। 

বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছেন শামসুদ্দিন দিদার।

উল্লেখ্য, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, খালেদা জিয়াকে ১৩ মার্চ এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। শারীরিক কিছু পরীক্ষা-নিরীক্ষা শেষে ১৪ মার্চ গুলশানের বাসভবন ফিরোজায় ফেরেন তিনি।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর থেকে তাঁর অসুস্থতা বাড়া-কমার মধ্যে রয়েছে। করোনা মহামারির সময় ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে মুক্তি পেয়ে বাসায় ফেরেন তিনি। এরপর বেশ কয়েকবার হাসপাতালে যান। সবশেষ গত বছরের মাঝামাঝি সময়ে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত