নিজস্ব প্রতিবেদক
ঢাকা: গাড়ি থেকে ছিনতাইয়ের ২৪ দিনেও জানা যায়নি কোথায় আছে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মোবাইল। এ বিষয়ে মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এম এ মান্নান বলেন, ‘মোবাইলটা পাওয়া যাচ্ছে না কেন, এর কারণ হিসেবে বিশেষজ্ঞরা আমাকে জানিয়েছেন যে, মোবাইলটি একবার বন্ধ করার পর আর চার্জ করা হয়নি। এটা এখন একটি মৃত ফোন। মৃত ফোন খুঁজে পাওয়া মুশকিল। যদি এটাকে চার্জ করত, তাহলে শনাক্ত করা সহজ হতো।’
ফোন ছিনতাই হওয়া নিয়ে দুঃখিত বা শঙ্কিত নন বলেও জানান পরিকল্পনামন্ত্রী। সেই সঙ্গে এটাকে একটি সাধারণ দুর্ঘটনা হিসেবে উল্লেখ করেন।
মন্ত্রী বলেন, ‘দেশে ১২ থেকে ১৪ কোটির মতো ফোন আছে। এর মধ্যে প্রতিদিন কিছু ফোন মরবে বা হারিয়ে যাবে, এটা যেকোনো সমাজেই হচ্ছে। আমার দেশি বহু লোক লন্ডনে থাকে তাদের কাছে শুনেছি, লন্ডনেও এমন হয়। তারা বলে যে, লন্ডনে রানির বাড়ির সামনে থেকেও টান দিয়ে মোবাইল ফোন নিয়ে যায়।’
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে এম এ মান্নান বলেন, ‘আগের তুলনায় এখন পরিস্থিতি অনেক ভালো। আমাদের সময়ের তুলনায় এখন ছেলে-মেয়েরা অনেক নিরাপদে চলাচল করতে পারে। এটা আরও উন্নত করা দরকার। এ জন্য আমরা প্রতিনিয়ত কাজ চালিয়ে যাব।’
উল্লেখ্য, গত ৩০ মে সন্ধ্যায় রাজধানীর বিজয় সরণি মোড়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের হাত থেকে আইফোন কেড়ে নেয় এক ছিনতাইকারী। ওই দিন সন্ধ্যা সাতটার দিকে তিনি নিজ দপ্তর থেকে বাসার দিকে যাচ্ছিলেন। বিজয় সরণি গিয়ে যানজটে পড়েন। এ সময় আলো-আঁধারি অবস্থা ছিল। তখন গাড়ির জানালা খোলা রেখে ফোনে কথা বলছিলেন তিনি।। হঠাৎ এক ছিনতাইকারী তাঁর মোবাইল ফোন টান দিয়ে নিয়ে যায়।
ঢাকা: গাড়ি থেকে ছিনতাইয়ের ২৪ দিনেও জানা যায়নি কোথায় আছে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মোবাইল। এ বিষয়ে মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এম এ মান্নান বলেন, ‘মোবাইলটা পাওয়া যাচ্ছে না কেন, এর কারণ হিসেবে বিশেষজ্ঞরা আমাকে জানিয়েছেন যে, মোবাইলটি একবার বন্ধ করার পর আর চার্জ করা হয়নি। এটা এখন একটি মৃত ফোন। মৃত ফোন খুঁজে পাওয়া মুশকিল। যদি এটাকে চার্জ করত, তাহলে শনাক্ত করা সহজ হতো।’
ফোন ছিনতাই হওয়া নিয়ে দুঃখিত বা শঙ্কিত নন বলেও জানান পরিকল্পনামন্ত্রী। সেই সঙ্গে এটাকে একটি সাধারণ দুর্ঘটনা হিসেবে উল্লেখ করেন।
মন্ত্রী বলেন, ‘দেশে ১২ থেকে ১৪ কোটির মতো ফোন আছে। এর মধ্যে প্রতিদিন কিছু ফোন মরবে বা হারিয়ে যাবে, এটা যেকোনো সমাজেই হচ্ছে। আমার দেশি বহু লোক লন্ডনে থাকে তাদের কাছে শুনেছি, লন্ডনেও এমন হয়। তারা বলে যে, লন্ডনে রানির বাড়ির সামনে থেকেও টান দিয়ে মোবাইল ফোন নিয়ে যায়।’
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে এম এ মান্নান বলেন, ‘আগের তুলনায় এখন পরিস্থিতি অনেক ভালো। আমাদের সময়ের তুলনায় এখন ছেলে-মেয়েরা অনেক নিরাপদে চলাচল করতে পারে। এটা আরও উন্নত করা দরকার। এ জন্য আমরা প্রতিনিয়ত কাজ চালিয়ে যাব।’
উল্লেখ্য, গত ৩০ মে সন্ধ্যায় রাজধানীর বিজয় সরণি মোড়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের হাত থেকে আইফোন কেড়ে নেয় এক ছিনতাইকারী। ওই দিন সন্ধ্যা সাতটার দিকে তিনি নিজ দপ্তর থেকে বাসার দিকে যাচ্ছিলেন। বিজয় সরণি গিয়ে যানজটে পড়েন। এ সময় আলো-আঁধারি অবস্থা ছিল। তখন গাড়ির জানালা খোলা রেখে ফোনে কথা বলছিলেন তিনি।। হঠাৎ এক ছিনতাইকারী তাঁর মোবাইল ফোন টান দিয়ে নিয়ে যায়।
শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘আমরা আমাদের অবস্থান তুলে ধরেছি। আমরা একটা অংশগ্রহণমূলক সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। ইসির কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি। একটি দ্বন্দ্বময়, রাজনৈতিক টালমাটাল সময় পার করছে বাংলাদেশ। আশা করি, এর মধ্যেই কমিশন নিরপেক্ষতা বজায় রেখে সুষ্ঠু নির্বাচন করবে।’
৩৩ মিনিট আগেবিভিন্ন দপ্তরে দায়িত্ব পাওয়া ছাত্র প্রতিনিধিদের চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ দুর্নীতিতে জড়িয়ে পড়া দায় প্রধান উপদেষ্টার বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। আজ বৃহস্পতিবার ফরিদপুর প্রেসক্লাবে জেলা গণ অধিকার পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় রাশেদ এ মন্তব্য করেন।
৩ ঘণ্টা আগেবিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আগামীকাল শুক্রবার (১৫ আগস্ট)। দিনটিতে রাজধানীসহ সারা দেশে দলীয় কার্যালয় ও মসজিদে দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। তবে কর্মসূচি ঘিরে নেতা-কর্মীদের কেক কাটতে নিষেধ করা হয়েছে দলের পক্ষ থেকে।
৩ ঘণ্টা আগেপার্শ্ববর্তী একটি দেশ ও দুটি রাজনৈতিক দলকে দেশের মূল শক্রপক্ষ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত। এর মধ্যে প্রথমে ভারত, তারপর আওয়ামী লীগ এবং শেষে জামায়াতে ইসলামীর কথা বলেছেন তিনি। এরা সুযোগ পেলেই যে কারও কাঁধে ভর করবে বলেও মন্তব্য করেন তিনি।
৪ ঘণ্টা আগে