Ajker Patrika

খালেদার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো ছাড়া আইনি কোনো সুযোগ নেই : আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ১৬: ১১
খালেদার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো ছাড়া আইনি কোনো সুযোগ নেই : আইনমন্ত্রী

খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বারবার বাড়ানো হচ্ছে। বিএনপির পক্ষ থেকে স্থায়ী মেয়াদের কথা বলা হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, এই আবেদনে খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ ছয় মাস বাড়ানো ছাড়া আইনি কোনো সুযোগ নেই। স্থায়ী মুক্তির জন্য খালেদা জিয়াকে আবার জেলে গিয়ে নতুন করে আবেদন করতে হবে।

রোববার (১২ সেপ্টেম্বর) আইন কমিশনের রজতজয়ন্তী উদযাপন ও আইন দর্পণ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।

আইনমন্ত্রী আরও বলেন, ‘গত দুবারের মতো খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ ছয় মাস করে বৃদ্ধি করতে আইন মন্ত্রণালয় থেকে মতামত দেওয়া হয়েছিল। এবারও আরও ছয় মাস মেয়াদ বৃদ্ধি করার জন্য আমরা মতামত পাঠিয়ে দিয়েছি। তবে স্বরাষ্ট্রমন্ত্রী ও সুরক্ষা বিভাগের সচিব দেশের বাইরে থাকায় সেটি এখনো কার্যকর হয়নি। তারা দেশে আসার পরে কার্যকর হবে।’

এ বিষয়ে আনিসুল হক আরও বলেন, ‘গত সপ্তাহে আমাদের কাছে আবেদন এসেছিল, সেটির মতামত দিয়ে আমরা পাঠিয়ে দিয়েছি। তবে যতক্ষণ পর্যন্ত সেটা মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদিত না হয়, ততক্ষণ পর্যন্ত হবে না। আমার জানামতে সেটা এখনো প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়নি। কারণ স্বরাষ্ট্রমন্ত্রী ও সুরক্ষা বিভাগের সচিব দুজনেই দেশের বাইরে আছেন।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত