Ajker Patrika

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী আগাখান মিন্টু

নিজস্ব প্রতিবেদক
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী আগাখান মিন্টু

ঢাকা: বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন ঢাকা–১৪ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আগাখান মিন্টু।

আজ শুক্রবার ঢাকা-১৪ আসনের উপ-নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মাহফুজা আক্তার তাঁকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে গণ-বিজ্ঞপ্তি জারি করেন।

ঢাকা-১৪ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) মো. আবু হানিফ, জাতীয় পার্টির মোস্তাকুর রহমান ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের এ ওয়াই এম কামরুল ইসলাম–তিন প্রার্থী ব্যক্তিগত, পারিবারিক সমস্যা ও কোভিড-১৯ উল্লেখ করে আগারগাঁও নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে রিটার্নিং অফিসারের কার্যালয়ে হাজির হয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

ফলে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় রিটার্নিং কর্মকর্তা আগাখান মিন্টুকে নির্বাচিত ঘোষণা করেন। আগামী ২৮ জুলাই এই আসনে উপনির্বাচনের দিন নির্ধারিত ছিলো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত