নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গত ১০ বছরে ১৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে জানিয়ে তা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য মুজাহিদুল ইসলাম সেলিম।
আজ শুক্রবার শাহবাগে সিপিবির সমাবেশ ও লাল পতাকা মিছিলে দেওয়া বক্তব্যে তিনি এ দাবি জানান।
মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘সরকার বিদ্যুতের দাম বাড়িয়ে বলেছে, আর ভর্তুকি দিতে পারবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলব ভর্তুকি বন্ধ করতে হবে না, বিদ্যুতের দাম বাড়াতে হবে না। আপনার টাকা দরকার, টাকার সন্ধান দিচ্ছি। গত ১০ বছরে ১৬ লাখ কোটি টাকা পাচার হয়ে গেছে। এই টাকা ফেরত আনেন। তাহলে আর ভর্তুকি প্রত্যাহার করতে হবে না, বিদ্যুতের দামও বাড়াতে হবে না।’
তিনি আরও বলেন, ‘মৌলবাদী সাম্প্রদায়িক শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। এদের ঠেকাতে হবে।’
সিপিবির সদস্য এম এম আকাশ বলেন, ‘দেশে সুশাসনের অভাবে, দুর্নীতির কারণে লুটপাট চলছে। সরকার দলীয় লোকেরা, লুটপাটকারীরা কানাডায় বেগম পাড়া বানিয়েছে। এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, আন্দোলন গড়ে তুলতে হবে।’
সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘দেশে উন্নয়ের নামে দুর্নীতি, লুটপাটের মহোৎসব চলছে। ক্ষমতায় যারা আছে তাঁদের ওপর আর ভরসা করার কোনো উপায় নেই। যে স্মার্ট বাংলাদেশের কথা বলা হচ্ছে তা তো চুরির স্মার্ট বাংলাদেশ হবে। আবার ক্ষমতার বাইরে যারা আছে, তারা বলছে টেক ব্যাক বাংলাদেশ। যখন ক্ষমতায় ছিল তখন হাওয়া ভবন খুলে তারা কি করেছিল সেটা জনগণ ভুলে যায়নি। তাই বিকল্প বাম গণতান্ত্রিক শক্তি গড়ে তুলতে হবে।’
সমাবেশ থেকে সিপিবি বেশ কিছু লিখিত দাবিও জানিয়েছে। এর মধ্যে রয়েছে অবিলম্বে এই ভোটারবিহীন সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া, নির্বাচন ব্যবস্থার সংস্কারসহ নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন এবং গ্যাস বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানো, রেশনিং-ন্যায্যমূল্যের দোকান চালু, পাচারের টাকা ফেরত আনা, খেলাপি ঋণ উদ্ধার ও এর সঙ্গে জড়িতদের শ্বেতপত্র প্রকাশ, দেশের রাজনীতি-অর্থনীতিতে সাম্রাজ্যবাদী বিদেশি হস্তক্ষেপ বন্ধ, দুঃশাসনের অবসান, ব্যবস্থা বদল ও বিকল্প গড়ার সংগ্রাম জোরদার করা।
এছাড়া ৪ দফা আন্দোলন কর্মসূচিও ঘোষণা করা হয় দলের পক্ষ থেকে। এর মধ্যে রয়েছে বিদ্যুৎ, গ্যাস, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, জাতীয় সম্পদ রক্ষা, পাচারের টাকা উদ্ধার, রেশনিং ও ন্যায্যমূল্যের দোকান খোলার দাবিতে ২৮-২৯ জানুয়ারি দেশের সকল জেলা-উপজেলায় সমাবেশ ও বিক্ষোভ। ফেব্রুয়ারি মাস জুড়ে ভোট ও ভাতের দাবিতে বিভাগীয় সদর, জেলায়-উপজেলায় সমাবেশ ও পদযাত্রা। ২৩ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণজাগরণ অভিযাত্রা, ঝটিকা সফর। ৬ মার্চ সিপিবির ৭৫ তম বার্ষিকীতে মাসব্যাপী কর্মসূচি।
সিপিবির সহসাধারণ সম্পাদক মিহির ঘোষের পরিচালনায় আরও বক্তব্য রাখেন সিপিবির সভাপতি মো. শাহ আলমসহ অন্যরা। সমাবেশ শেষে লাল পতাকা মিছিল শাহবাগ প্রজন্ম চত্বর থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
গত ১০ বছরে ১৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে জানিয়ে তা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য মুজাহিদুল ইসলাম সেলিম।
আজ শুক্রবার শাহবাগে সিপিবির সমাবেশ ও লাল পতাকা মিছিলে দেওয়া বক্তব্যে তিনি এ দাবি জানান।
মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘সরকার বিদ্যুতের দাম বাড়িয়ে বলেছে, আর ভর্তুকি দিতে পারবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলব ভর্তুকি বন্ধ করতে হবে না, বিদ্যুতের দাম বাড়াতে হবে না। আপনার টাকা দরকার, টাকার সন্ধান দিচ্ছি। গত ১০ বছরে ১৬ লাখ কোটি টাকা পাচার হয়ে গেছে। এই টাকা ফেরত আনেন। তাহলে আর ভর্তুকি প্রত্যাহার করতে হবে না, বিদ্যুতের দামও বাড়াতে হবে না।’
তিনি আরও বলেন, ‘মৌলবাদী সাম্প্রদায়িক শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। এদের ঠেকাতে হবে।’
সিপিবির সদস্য এম এম আকাশ বলেন, ‘দেশে সুশাসনের অভাবে, দুর্নীতির কারণে লুটপাট চলছে। সরকার দলীয় লোকেরা, লুটপাটকারীরা কানাডায় বেগম পাড়া বানিয়েছে। এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, আন্দোলন গড়ে তুলতে হবে।’
সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘দেশে উন্নয়ের নামে দুর্নীতি, লুটপাটের মহোৎসব চলছে। ক্ষমতায় যারা আছে তাঁদের ওপর আর ভরসা করার কোনো উপায় নেই। যে স্মার্ট বাংলাদেশের কথা বলা হচ্ছে তা তো চুরির স্মার্ট বাংলাদেশ হবে। আবার ক্ষমতার বাইরে যারা আছে, তারা বলছে টেক ব্যাক বাংলাদেশ। যখন ক্ষমতায় ছিল তখন হাওয়া ভবন খুলে তারা কি করেছিল সেটা জনগণ ভুলে যায়নি। তাই বিকল্প বাম গণতান্ত্রিক শক্তি গড়ে তুলতে হবে।’
সমাবেশ থেকে সিপিবি বেশ কিছু লিখিত দাবিও জানিয়েছে। এর মধ্যে রয়েছে অবিলম্বে এই ভোটারবিহীন সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া, নির্বাচন ব্যবস্থার সংস্কারসহ নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন এবং গ্যাস বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানো, রেশনিং-ন্যায্যমূল্যের দোকান চালু, পাচারের টাকা ফেরত আনা, খেলাপি ঋণ উদ্ধার ও এর সঙ্গে জড়িতদের শ্বেতপত্র প্রকাশ, দেশের রাজনীতি-অর্থনীতিতে সাম্রাজ্যবাদী বিদেশি হস্তক্ষেপ বন্ধ, দুঃশাসনের অবসান, ব্যবস্থা বদল ও বিকল্প গড়ার সংগ্রাম জোরদার করা।
এছাড়া ৪ দফা আন্দোলন কর্মসূচিও ঘোষণা করা হয় দলের পক্ষ থেকে। এর মধ্যে রয়েছে বিদ্যুৎ, গ্যাস, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, জাতীয় সম্পদ রক্ষা, পাচারের টাকা উদ্ধার, রেশনিং ও ন্যায্যমূল্যের দোকান খোলার দাবিতে ২৮-২৯ জানুয়ারি দেশের সকল জেলা-উপজেলায় সমাবেশ ও বিক্ষোভ। ফেব্রুয়ারি মাস জুড়ে ভোট ও ভাতের দাবিতে বিভাগীয় সদর, জেলায়-উপজেলায় সমাবেশ ও পদযাত্রা। ২৩ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণজাগরণ অভিযাত্রা, ঝটিকা সফর। ৬ মার্চ সিপিবির ৭৫ তম বার্ষিকীতে মাসব্যাপী কর্মসূচি।
সিপিবির সহসাধারণ সম্পাদক মিহির ঘোষের পরিচালনায় আরও বক্তব্য রাখেন সিপিবির সভাপতি মো. শাহ আলমসহ অন্যরা। সমাবেশ শেষে লাল পতাকা মিছিল শাহবাগ প্রজন্ম চত্বর থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
গত বছরের অক্টোবরের তুলনায় বর্তমানে দেশের বড় দল বিএনপির জনপ্রিয়তা কমলেও বাড়ছে তরুণদের নেতৃত্বে গঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জনপ্রিয়তা। সম্প্রতি এক জরিপে দেখা যায়, ২০২৪ সালের অক্টোবরে বিএনপির জনপ্রিয়তা ছিল ১৬ দশমিক ৩ শতাংশ, গত জুলাইয়ে তা ১২ শতাংশে নেমেছে..
১ ঘণ্টা আগেমিডিয়াকে ব্যবহার করে এনসিপির নেতা-কর্মীদের গ্রহণযোগ্যতা ‘নষ্ট’ করার জন্য অনেক ‘অপশক্তি’ কাজ করছে অভিযোগ করে এ বিষয়ে সতর্ক থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তরিকুল।
১ দিন আগেসংসদে উচ্চকক্ষের মতো নিম্নকক্ষেও পিআর পদ্ধতিতে নির্বাচন বাস্তবায়নের দাবিতে জামায়াত ইসলামী আন্দোলন করবে বলে জানিয়েছেন দলটি নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আজ রোববার (১০ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ
১ দিন আগেবিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহসভাপতি এস এম আসলাম এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক টিএইচ তোফাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্যস
১ দিন আগে