নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দ্বাদশ জাতীয় সংসদে বিরোধী দল কারা হবে, তা নিয়ে আলোচনা চলছেই। তবে সার্বিক দিক বিবেচনায় জাতীয় পার্টিই সংসদে একমাত্র বিরোধী দল বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, ‘সংসদের স্পিকার জাতীয় পার্টিকে বিরোধী দলের স্বীকৃতি না দিলেও দলটি বিরোধী দলের ভূমিকা পালন করে যাবে।’
আজ বুধবার দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
মুজিবুল হক চুন্নু বলেন, ‘সংসদে যারা স্বতন্ত্র এসেছে, তাদের সবার আওয়ামী লীগের পদ-পদবি আছে। তারা বিরোধী দল হতে পারবে কি না, সেটা আমি জানি জানি না। আমরা কম হতে পারি, কিন্তু একমাত্র বিরোধী দল জাতীয় পার্টি। কাজে-কর্মে সবদিক দিয়েই এই সংসদে আমরা বিরোধী দল।’
জাতীয় সংসদে প্রধান বিরোধী দল কারা হবে, তা ঠিক করার এখতিয়ার স্পিকারের জানিয়ে চুন্নু বলেন, ‘আমরা বিরোধী দল, মাননীয় স্পিকার রিকগনাইজ করুক আর না করুক, জাতীয় পার্টিই একমাত্র বিরোধী দল।’
দলটি সংসদে জনগণের পক্ষে সরকারকে জবাবদিহি করতে ভূমিকা রাখবে জানিয়ে চুন্নু আরও বলেন, ‘আমরা আসন কম পেয়েছি। কাঙ্ক্ষিত আসন পাই নাই। যেটুকু আসন পেয়েছি, সেটা আমরা দেশের মানুষের স্বার্থে, সংসদে বিশেষ করে আমাদের ভয়েস উচ্চ স্বরে থাকবে।’
সরকার সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিলেও অধিকাংশ আসনেই নির্বাচন সুষ্ঠু হয়নি অভিযোগ করে জাতীয় পার্টির মহাসচিব বলেন, ‘বিভিন্ন মহল যারা আমাদের আশ্বস্ত করেছিল যে নির্বাচনটা ফেয়ার হবে। তারা কথা রাখে নাই। ২টার পরে অনেক সেন্টারে প্রিসাইডিং অফিসার নিজেই সিল মারছে।’
নির্বাচন সার্বিকভাবে ‘ফেয়ার’ হয়েছে বলার সুযোগ নেই জানিয়ে চুন্নু আরও বলেন, ‘কিছু কিছু জায়গায় ফেয়ার হয়েছে। কিন্তু অনেক জায়গায় আনফেয়ার হয়েছে। সেখানে সরকারের লোকেরাই জড়িত ছিল।’
নির্বাচনের পর দল থেকে নেতা-কর্মীদের বহিষ্কার প্রসঙ্গে চুন্নু বলেন, ‘যতই অভিজ্ঞতা থাকুক, নেতার প্রতি যদি বিশ্বাস না থাকে, তাহলে সেই অভিজ্ঞতা তো সঠিক কাজে লাগবে না। একটি দলের শীর্ষ নেতৃত্বের প্রতি যদি নেতা-কর্মীদের আস্থা না থাকে, তাহলে একটা দল চলতে পারে না। দলে এই মুহূর্তে ৯৯ শতাংশ নেতা-কর্মীর শীর্ষ নেতৃত্বের প্রতি আস্থা আছে। যাদের আস্থা নেই, তারা দলে না থাকলে দলের ক্ষতি হবে বলে আমি মনে করি না।’
এদিকে আগামীকাল বৃহস্পতিবার দুপুরে সংসদে দলের ভূমিকা কী হবে, তা নির্ধারণে দলের সংসদীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। সূত্র জানিয়েছে, সভায় দলের চেয়ারম্যান জি এম কাদের বিরোধীদলীয় নেতা, আনিসুল ইসলাম মাহমুদকে বিরোধীদলীয় উপনেতা এবং মুজিবুল হক চুন্নুকে বিরোধীদলীয় চিফ হুইপ হিসেবে মনোনয়ন চূড়ান্ত করে সভায় সিদ্ধান্ত হতে পারে। সংসদীয় সভার সিদ্ধান্ত চূড়ান্ত হলে তা স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে অবহিত করা হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব চুন্নু।
দ্বাদশ জাতীয় সংসদে বিরোধী দল কারা হবে, তা নিয়ে আলোচনা চলছেই। তবে সার্বিক দিক বিবেচনায় জাতীয় পার্টিই সংসদে একমাত্র বিরোধী দল বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, ‘সংসদের স্পিকার জাতীয় পার্টিকে বিরোধী দলের স্বীকৃতি না দিলেও দলটি বিরোধী দলের ভূমিকা পালন করে যাবে।’
আজ বুধবার দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
মুজিবুল হক চুন্নু বলেন, ‘সংসদে যারা স্বতন্ত্র এসেছে, তাদের সবার আওয়ামী লীগের পদ-পদবি আছে। তারা বিরোধী দল হতে পারবে কি না, সেটা আমি জানি জানি না। আমরা কম হতে পারি, কিন্তু একমাত্র বিরোধী দল জাতীয় পার্টি। কাজে-কর্মে সবদিক দিয়েই এই সংসদে আমরা বিরোধী দল।’
জাতীয় সংসদে প্রধান বিরোধী দল কারা হবে, তা ঠিক করার এখতিয়ার স্পিকারের জানিয়ে চুন্নু বলেন, ‘আমরা বিরোধী দল, মাননীয় স্পিকার রিকগনাইজ করুক আর না করুক, জাতীয় পার্টিই একমাত্র বিরোধী দল।’
দলটি সংসদে জনগণের পক্ষে সরকারকে জবাবদিহি করতে ভূমিকা রাখবে জানিয়ে চুন্নু আরও বলেন, ‘আমরা আসন কম পেয়েছি। কাঙ্ক্ষিত আসন পাই নাই। যেটুকু আসন পেয়েছি, সেটা আমরা দেশের মানুষের স্বার্থে, সংসদে বিশেষ করে আমাদের ভয়েস উচ্চ স্বরে থাকবে।’
সরকার সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিলেও অধিকাংশ আসনেই নির্বাচন সুষ্ঠু হয়নি অভিযোগ করে জাতীয় পার্টির মহাসচিব বলেন, ‘বিভিন্ন মহল যারা আমাদের আশ্বস্ত করেছিল যে নির্বাচনটা ফেয়ার হবে। তারা কথা রাখে নাই। ২টার পরে অনেক সেন্টারে প্রিসাইডিং অফিসার নিজেই সিল মারছে।’
নির্বাচন সার্বিকভাবে ‘ফেয়ার’ হয়েছে বলার সুযোগ নেই জানিয়ে চুন্নু আরও বলেন, ‘কিছু কিছু জায়গায় ফেয়ার হয়েছে। কিন্তু অনেক জায়গায় আনফেয়ার হয়েছে। সেখানে সরকারের লোকেরাই জড়িত ছিল।’
নির্বাচনের পর দল থেকে নেতা-কর্মীদের বহিষ্কার প্রসঙ্গে চুন্নু বলেন, ‘যতই অভিজ্ঞতা থাকুক, নেতার প্রতি যদি বিশ্বাস না থাকে, তাহলে সেই অভিজ্ঞতা তো সঠিক কাজে লাগবে না। একটি দলের শীর্ষ নেতৃত্বের প্রতি যদি নেতা-কর্মীদের আস্থা না থাকে, তাহলে একটা দল চলতে পারে না। দলে এই মুহূর্তে ৯৯ শতাংশ নেতা-কর্মীর শীর্ষ নেতৃত্বের প্রতি আস্থা আছে। যাদের আস্থা নেই, তারা দলে না থাকলে দলের ক্ষতি হবে বলে আমি মনে করি না।’
এদিকে আগামীকাল বৃহস্পতিবার দুপুরে সংসদে দলের ভূমিকা কী হবে, তা নির্ধারণে দলের সংসদীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। সূত্র জানিয়েছে, সভায় দলের চেয়ারম্যান জি এম কাদের বিরোধীদলীয় নেতা, আনিসুল ইসলাম মাহমুদকে বিরোধীদলীয় উপনেতা এবং মুজিবুল হক চুন্নুকে বিরোধীদলীয় চিফ হুইপ হিসেবে মনোনয়ন চূড়ান্ত করে সভায় সিদ্ধান্ত হতে পারে। সংসদীয় সভার সিদ্ধান্ত চূড়ান্ত হলে তা স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে অবহিত করা হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব চুন্নু।
ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
১ ঘণ্টা আগেভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
২ ঘণ্টা আগেবাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
৪ ঘণ্টা আগেগত বছরের অক্টোবরের তুলনায় বর্তমানে দেশের বড় দল বিএনপির জনপ্রিয়তা কমলেও বাড়ছে তরুণদের নেতৃত্বে গঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জনপ্রিয়তা। সম্প্রতি এক জরিপে দেখা যায়, ২০২৪ সালের অক্টোবরে বিএনপির জনপ্রিয়তা ছিল ১৬ দশমিক ৩ শতাংশ, গত জুলাইয়ে তা ১২ শতাংশে নেমেছে..
৫ ঘণ্টা আগে