Ajker Patrika

যেভাবে গুলশানের বাড়িতে গিয়েছিল, সেভাবেই ঢুকিয়ে দেওয়া হবে: কৃষিমন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি
যেভাবে গুলশানের বাড়িতে গিয়েছিল, সেভাবেই ঢুকিয়ে দেওয়া হবে: কৃষিমন্ত্রী

যেভাবে গুলশানের বাড়িতে গিয়েছিল, সেভাবেই ঘরে ঢুকিয়ে দেওয়া হবে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ইঙ্গিত করে এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। 

আজ সোমবার দুপুরে শহীদ স্মৃতি পৌর উদ্যানে টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। 

প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী বলেন, ‘দেশ থাকলে সরকার থাকবে। সরকার থাকলে পুলিশ থাকতে হবে। পুলিশ থাকবে না এটা কখনো হয় না। বিএনপি রেল লাইনে আগুন দেবে, বিদ্যুৎ লাইন কেটে দেবে, আমার ঘরে আগুন দেবে, জীবন্ত মানুষ মারবে আর পুলিশ চুপ করে বসে থাকবে? থাকবে না। আমরা চুপ করে বসে থাকব? ২০১৫ সালে ৯০ দিন হরতাল দিয়েছিল তখন যেভাবে ঘরে ঢুকিয়েছিলাম, যেভাবে মাথা নিচু করে গুলশানের বাড়িতে গেয়েছিল, আগামী দিনেও সেভাবে ঘরে ঢুকিয়ে দেওয়া হবে। রাজপথ তাদের কাছে থাকবে না।’ 

মন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশে যথেষ্ট খাদ্য মজুত রয়েছে। আজকে যে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির কারণেই বাংলাদেশে সোনালি ফসল হবে। বাংলাদেশে খাদ্যের দুর্ভিক্ষ হবে না। পৃথিবীর অন্য যে কোনো দেশে খাদ্যের অভাব হতে পারে কিন্তু বড় ধরনের কোনো দুর্ভিক্ষ দেখা না দিলে বাংলাদেশ কোনো সংকটে পড়বে না। দেশে কোনো হাহাকার নাই, আগামী দিনেও হাহাকার হবে না।’ 

সম্মেলনের সভাপতিত্ব করেন টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আমিরুল ইসলাম। 

উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল রহমান খান ফারুক। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাড জোয়াহেরুল ইসালম এমপি। 

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা, সদস্য এ বি এম রিয়াজুল কবির কাওছার, মো. ছানোয়ার হোসেন এমপি, তানভীর হাসান ছোট মনির এমপি, খান আহমেদ শুভ এমপি, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মামুনুর রহমান মামুন, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তোফাসহ প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত