নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি ও রাজনৈতিক সমঝোতায় পৌঁছার আগে নির্বাচনের তারিখ ঘোষণা না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাসদ। গতকাল শনিবার রাতে দলটির স্থায়ী কমিটির এক ভার্চুয়াল সভায় এই আহ্বান জানানো হয়। সভায় অবিলম্বে বিরোধী রাজনীতিকদের গণগ্রেপ্তারের নিন্দা জানিয়ে তাদের মুক্তি দাবি করা হয়।
বাংলাদেশ জাসদের এক বিবৃতিতে সভায় গৃহীত রাজনৈতিক প্রস্তাবে বলা হয়, ‘এই সভা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছে যে, বাংলাদেশ জাসদসহ অধিকাংশ রাজনৈতিক দলের পুনঃ পুনঃ আহ্বান উপেক্ষা করে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত হওয়ার আগেই নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি ঘোষণা করতে যাচ্ছে। ক্ষমতাসীন সরকারের অহমিকা, ক্ষমতালিপ্সা ও একগুঁয়েমির কারণে আজ রাজনৈতিক অচলাবস্থা এবং দেশব্যাপী জনজীবনে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। গায়ের জোরে নির্বাচনী প্রহসন ২০১৪ সালের বিনা ভোটের নির্বাচনের পুনরাবৃত্তির আশঙ্কা তৈরি করেছে।’
বিবৃতিতে আরো বলা হয়, ‘গণতন্ত্রের প্রাণশক্তিকে গলা টিপে ধরে দেশের আর্থসামাজিক অবস্থার গুরুতর অবনতি ও জাতীয় সার্বভৌমত্বকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দেওয়া হচ্ছে। বিরোধী রাজনৈতিক প্রতিপক্ষকে গ্রেপ্তার করে, মামলা দিয়ে রাজনৈতিক সংকট সমাধানে আলাপ-আলোচনার পথটিও সরকার বন্ধ করে দিচ্ছে। আমরা এই সভা থেকে অবিলম্বে বিরোধী রাজনীতিকদের গণগ্রেপ্তারের নিন্দা জানাচ্ছি এবং তাদের মুক্তি দাবি করছি।’
বিবৃতিতে সরকারকে দমন-গ্রেপ্তার, মামলা-হামলার পথ পরিহার করে আলোচনার মাধ্যমে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলা হয়, ‘নির্বাচন কমিশনের প্রতি আমাদের আহ্বান, রাজনৈতিক সমঝোতার জন্য ইতিবাচক ভূমিকা রাখুন এবং সেটা না হওয়া পর্যন্ত জোর করে নির্বাচনের তারিখ ঘোষণা করে দেশের বিদ্যমান রাজনৈতিক সংকটকে আরও গভীর করে তুলবেন না।’
দলের সভাপতি জনাব শরীফ নুরুল আম্বিয়ার সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত সভায় অংশ নেন দলের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, কার্যকরী সভাপতি ইন্দু নন্দন দত্ত, স্থায়ী কমিটির সদস্য মুশতাক হোসেন, হেমায়েতুল্লাহ হিরু, শহীদুল ইসলাম মীরণ, এ টি এম মহব্বত আলী, রফিকুল ইসলাম খোকন, নূরুল আলম মন্টু, করিম সিকদার, মঞ্জুর আহমেদ, আনোয়ারুল ইসলাম বাবু, নাসিরুল হক নওয়াব প্রমুখ।
অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি ও রাজনৈতিক সমঝোতায় পৌঁছার আগে নির্বাচনের তারিখ ঘোষণা না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাসদ। গতকাল শনিবার রাতে দলটির স্থায়ী কমিটির এক ভার্চুয়াল সভায় এই আহ্বান জানানো হয়। সভায় অবিলম্বে বিরোধী রাজনীতিকদের গণগ্রেপ্তারের নিন্দা জানিয়ে তাদের মুক্তি দাবি করা হয়।
বাংলাদেশ জাসদের এক বিবৃতিতে সভায় গৃহীত রাজনৈতিক প্রস্তাবে বলা হয়, ‘এই সভা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছে যে, বাংলাদেশ জাসদসহ অধিকাংশ রাজনৈতিক দলের পুনঃ পুনঃ আহ্বান উপেক্ষা করে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত হওয়ার আগেই নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি ঘোষণা করতে যাচ্ছে। ক্ষমতাসীন সরকারের অহমিকা, ক্ষমতালিপ্সা ও একগুঁয়েমির কারণে আজ রাজনৈতিক অচলাবস্থা এবং দেশব্যাপী জনজীবনে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। গায়ের জোরে নির্বাচনী প্রহসন ২০১৪ সালের বিনা ভোটের নির্বাচনের পুনরাবৃত্তির আশঙ্কা তৈরি করেছে।’
বিবৃতিতে আরো বলা হয়, ‘গণতন্ত্রের প্রাণশক্তিকে গলা টিপে ধরে দেশের আর্থসামাজিক অবস্থার গুরুতর অবনতি ও জাতীয় সার্বভৌমত্বকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দেওয়া হচ্ছে। বিরোধী রাজনৈতিক প্রতিপক্ষকে গ্রেপ্তার করে, মামলা দিয়ে রাজনৈতিক সংকট সমাধানে আলাপ-আলোচনার পথটিও সরকার বন্ধ করে দিচ্ছে। আমরা এই সভা থেকে অবিলম্বে বিরোধী রাজনীতিকদের গণগ্রেপ্তারের নিন্দা জানাচ্ছি এবং তাদের মুক্তি দাবি করছি।’
বিবৃতিতে সরকারকে দমন-গ্রেপ্তার, মামলা-হামলার পথ পরিহার করে আলোচনার মাধ্যমে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলা হয়, ‘নির্বাচন কমিশনের প্রতি আমাদের আহ্বান, রাজনৈতিক সমঝোতার জন্য ইতিবাচক ভূমিকা রাখুন এবং সেটা না হওয়া পর্যন্ত জোর করে নির্বাচনের তারিখ ঘোষণা করে দেশের বিদ্যমান রাজনৈতিক সংকটকে আরও গভীর করে তুলবেন না।’
দলের সভাপতি জনাব শরীফ নুরুল আম্বিয়ার সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত সভায় অংশ নেন দলের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, কার্যকরী সভাপতি ইন্দু নন্দন দত্ত, স্থায়ী কমিটির সদস্য মুশতাক হোসেন, হেমায়েতুল্লাহ হিরু, শহীদুল ইসলাম মীরণ, এ টি এম মহব্বত আলী, রফিকুল ইসলাম খোকন, নূরুল আলম মন্টু, করিম সিকদার, মঞ্জুর আহমেদ, আনোয়ারুল ইসলাম বাবু, নাসিরুল হক নওয়াব প্রমুখ।
গত বছরের অক্টোবরের তুলনায় বর্তমানে দেশের বড় দল বিএনপির জনপ্রিয়তা কমলেও বাড়ছে তরুণদের নেতৃত্বে গঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জনপ্রিয়তা। সম্প্রতি এক জরিপে দেখা যায়, ২০২৪ সালের অক্টোবরে বিএনপির জনপ্রিয়তা ছিল ১৬ দশমিক ৩ শতাংশ, গত জুলাইয়ে তা ১২ শতাংশে নেমেছে..
১ ঘণ্টা আগেমিডিয়াকে ব্যবহার করে এনসিপির নেতা-কর্মীদের গ্রহণযোগ্যতা ‘নষ্ট’ করার জন্য অনেক ‘অপশক্তি’ কাজ করছে অভিযোগ করে এ বিষয়ে সতর্ক থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তরিকুল।
১ দিন আগেসংসদে উচ্চকক্ষের মতো নিম্নকক্ষেও পিআর পদ্ধতিতে নির্বাচন বাস্তবায়নের দাবিতে জামায়াত ইসলামী আন্দোলন করবে বলে জানিয়েছেন দলটি নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আজ রোববার (১০ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ
১ দিন আগেবিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহসভাপতি এস এম আসলাম এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক টিএইচ তোফাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্যস
১ দিন আগে