নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সদ্য পদত্যাগকারী তথ্য প্রতিমন্ত্রীর আপত্তিকর আচরণের কড়া সমালোচনা করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। তাঁর মতে, মুরাদ হাসান যে আচরণ করেছেন, তাতে তাঁর পদত্যাগ যথেষ্ট নয়। মুরাদের যথাযথ শাস্তি হওয়া দরকার বলে মনে করেন তিনি। গতকাল মঙ্গলবার রাতে এক ভিডিওবার্তায় এ প্রতিক্রিয়া জানান তিনি।
ভিডিও বার্তায় মুরাদ হাসানের শাস্তির দাবি জানিয়ে মঈন খান বলেন, 'আমরা শুনেছি ডাক্তার মুরাদ হাসান নাকি পদত্যাগ করেছেন। আসলে এই ধরনের আচরণের পরে পদত্যাগ তো কোনো দিন যথেষ্ট হতে পারে না। একটি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করতে পারেন যদি এমন একটি লোক, তাহলে মানুষ কি বলবে? শুধু পদত্যাগ কেন তার এই আচরণের জন্য যথাযোগ্য শাস্তি হতে পারে।'
মুরাদ হাসান এর বক্তব্যের কঠোর সমালোচনা করে বিএনপি'র এই শীর্ষ নেতা বলেন, 'এই ধরনের মানুষ যে ভাষায় কথা বলেন তা অসভ্য, বর্বরের ভাষা। আফ্রিকার জঙ্গলে যারা বসবাস করেন, তাঁরাও তো এই ভাষায় কথা বলেন না। তাহলে আমরা কি রোল মডেল হয়েছি সারা বিশ্বের কাছে? '
মঈন খান বলেন, 'নারীর অধিকার সংরক্ষণের ক্ষেত্রে তাঁর এই আচরণ শুধু তাঁকে নয়, তাঁর রাজনৈতিক দল, সরকারকে কীভাবে চিত্রায়িত করছে বিশ্বের কাছে! তাঁর এই অপরাধের শাস্তি তাঁকে পেতেই হবে। আমরা আশা করি দেশবাসীর এই যে আকাঙ্ক্ষা, সেটা পূরণ হবে। এই দেশকে একটি সুসভ্য জাতি হিসেবে যাতে আমরা তুলে ধরতে পারি। আমরা এমন একটি উদাহরণ সৃষ্টি করি যার ফলে সারা বিশ্ব দেখবে যে বাংলাদেশ একটি সভ্য জাতি।'
তিনি বলেন, 'আমরা শুধু প্রোপাগান্ডা দিয়ে বিশ্বের বুকে বাহবা কুড়াতে চাই। যাঁরা নিজেদের ভালোবাসে, তাঁদের দিয়ে তো দেশ সেবা হয় না। যাঁরা ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠতে পারে না, তাঁদের দিয়ে তো দেশ চলে না। একজন মানুষকে যদি আমি সম্মান করতে না পারি, তাহলে কীভাবে আমি জনপ্রতিনিধি হব? কীভাবে একজন সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রী হতে পারব? এই প্রশ্ন কি আজ দেশের মানুষ করতে পারে না? '
সদ্য পদত্যাগকারী তথ্য প্রতিমন্ত্রীর আপত্তিকর আচরণের কড়া সমালোচনা করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। তাঁর মতে, মুরাদ হাসান যে আচরণ করেছেন, তাতে তাঁর পদত্যাগ যথেষ্ট নয়। মুরাদের যথাযথ শাস্তি হওয়া দরকার বলে মনে করেন তিনি। গতকাল মঙ্গলবার রাতে এক ভিডিওবার্তায় এ প্রতিক্রিয়া জানান তিনি।
ভিডিও বার্তায় মুরাদ হাসানের শাস্তির দাবি জানিয়ে মঈন খান বলেন, 'আমরা শুনেছি ডাক্তার মুরাদ হাসান নাকি পদত্যাগ করেছেন। আসলে এই ধরনের আচরণের পরে পদত্যাগ তো কোনো দিন যথেষ্ট হতে পারে না। একটি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করতে পারেন যদি এমন একটি লোক, তাহলে মানুষ কি বলবে? শুধু পদত্যাগ কেন তার এই আচরণের জন্য যথাযোগ্য শাস্তি হতে পারে।'
মুরাদ হাসান এর বক্তব্যের কঠোর সমালোচনা করে বিএনপি'র এই শীর্ষ নেতা বলেন, 'এই ধরনের মানুষ যে ভাষায় কথা বলেন তা অসভ্য, বর্বরের ভাষা। আফ্রিকার জঙ্গলে যারা বসবাস করেন, তাঁরাও তো এই ভাষায় কথা বলেন না। তাহলে আমরা কি রোল মডেল হয়েছি সারা বিশ্বের কাছে? '
মঈন খান বলেন, 'নারীর অধিকার সংরক্ষণের ক্ষেত্রে তাঁর এই আচরণ শুধু তাঁকে নয়, তাঁর রাজনৈতিক দল, সরকারকে কীভাবে চিত্রায়িত করছে বিশ্বের কাছে! তাঁর এই অপরাধের শাস্তি তাঁকে পেতেই হবে। আমরা আশা করি দেশবাসীর এই যে আকাঙ্ক্ষা, সেটা পূরণ হবে। এই দেশকে একটি সুসভ্য জাতি হিসেবে যাতে আমরা তুলে ধরতে পারি। আমরা এমন একটি উদাহরণ সৃষ্টি করি যার ফলে সারা বিশ্ব দেখবে যে বাংলাদেশ একটি সভ্য জাতি।'
তিনি বলেন, 'আমরা শুধু প্রোপাগান্ডা দিয়ে বিশ্বের বুকে বাহবা কুড়াতে চাই। যাঁরা নিজেদের ভালোবাসে, তাঁদের দিয়ে তো দেশ সেবা হয় না। যাঁরা ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠতে পারে না, তাঁদের দিয়ে তো দেশ চলে না। একজন মানুষকে যদি আমি সম্মান করতে না পারি, তাহলে কীভাবে আমি জনপ্রতিনিধি হব? কীভাবে একজন সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রী হতে পারব? এই প্রশ্ন কি আজ দেশের মানুষ করতে পারে না? '
পার্শ্ববর্তী একটি দেশ ও দুটি রাজনৈতিক দলকে দেশের মূল শক্রপক্ষ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত। এর মধ্যে প্রথমে ভারত, তারপর আওয়ামী লীগ এবং শেষে জামায়াতে ইসলামীর কথা বলেছেন তিনি। এরা সুযোগ পেলেই যে কারও কাঁধে ভর করবে বলেও মন্তব্য করেন তিনি।
১ মিনিট আগেবিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘যথাসময়ে, ঠিক সময়ে, ঘোষিত সময়ে নির্বাচন হতে হবে। ফ্যাসিবাদ নতুন করে মাথা তোলার চেষ্টা করছে। আপনারা লক্ষ্য করবেন, দেশের ভেতরে-বাইরে ফ্যাসিবাদ ও তার দোসররা যেভাবে বিভিন্ন মিডিয়ায় কথা বলছেন, চলাফেরা করছেন, ইঙ্গিত দিচ্ছেন—সেটা গণতন্ত্রের জন্য অশুভ।’
৩ ঘণ্টা আগেজাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ‘আওয়ামী লীগ যখন জামায়াতে ইসলামীকে রাজনীতিতে নিষিদ্ধ ঘোষণা করেছে, আমি তার প্রতিবাদ করেছি। একইভাবে এখন বলছি, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে তা গ্রহণযোগ্য হবে না।’
১৯ ঘণ্টা আগেস্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা পদে ইস্তফা দেওয়ার পর রাজনীতিতে যুক্ত হয়ে জাতীয় নির্বাচনে প্রার্থী হবেন কি না, তা অবশ্য টক শোতে স্পষ্ট করেননি গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আসিফ মাহমুদ। একই সঙ্গে গণ-অভ্যুত্থানের ছাত্রনেতাদের নিয়
২০ ঘণ্টা আগে