Ajker Patrika

মুরাদ হাসানের পদত্যাগ যথেষ্ট নয়: মঈন খান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মুরাদ হাসানের পদত্যাগ যথেষ্ট নয়: মঈন খান

সদ্য পদত্যাগকারী তথ্য প্রতিমন্ত্রীর আপত্তিকর আচরণের কড়া সমালোচনা করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। তাঁর মতে, মুরাদ হাসান যে আচরণ করেছেন, তাতে তাঁর পদত্যাগ যথেষ্ট নয়। মুরাদের যথাযথ শাস্তি হওয়া দরকার বলে মনে করেন তিনি। গতকাল মঙ্গলবার রাতে এক ভিডিওবার্তায় এ প্রতিক্রিয়া জানান তিনি।

ভিডিও বার্তায় মুরাদ হাসানের শাস্তির দাবি জানিয়ে মঈন খান বলেন, 'আমরা শুনেছি ডাক্তার মুরাদ হাসান নাকি পদত্যাগ করেছেন। আসলে এই ধরনের আচরণের পরে পদত্যাগ তো কোনো দিন যথেষ্ট হতে পারে না। একটি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করতে পারেন যদি এমন একটি লোক, তাহলে মানুষ কি বলবে? শুধু পদত্যাগ কেন তার এই আচরণের জন্য যথাযোগ্য শাস্তি হতে পারে।' 

মুরাদ হাসান এর বক্তব্যের কঠোর সমালোচনা করে বিএনপি'র এই শীর্ষ নেতা বলেন, 'এই ধরনের মানুষ যে ভাষায় কথা বলেন তা অসভ্য, বর্বরের ভাষা। আফ্রিকার জঙ্গলে যারা বসবাস করেন, তাঁরাও তো এই ভাষায় কথা বলেন না। তাহলে আমরা কি রোল মডেল হয়েছি সারা বিশ্বের কাছে? '

মঈন খান বলেন, 'নারীর অধিকার সংরক্ষণের ক্ষেত্রে তাঁর এই আচরণ শুধু তাঁকে নয়, তাঁর রাজনৈতিক দল, সরকারকে কীভাবে চিত্রায়িত করছে বিশ্বের কাছে! তাঁর এই অপরাধের শাস্তি তাঁকে পেতেই হবে। আমরা আশা করি দেশবাসীর এই যে আকাঙ্ক্ষা, সেটা পূরণ হবে। এই দেশকে একটি সুসভ্য জাতি হিসেবে যাতে আমরা তুলে ধরতে পারি। আমরা এমন একটি উদাহরণ সৃষ্টি করি যার ফলে সারা বিশ্ব দেখবে যে বাংলাদেশ একটি সভ্য জাতি।' 

তিনি বলেন, 'আমরা শুধু প্রোপাগান্ডা দিয়ে বিশ্বের বুকে বাহবা কুড়াতে চাই। যাঁরা নিজেদের ভালোবাসে, তাঁদের দিয়ে তো দেশ সেবা হয় না। যাঁরা ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠতে পারে না, তাঁদের দিয়ে তো দেশ চলে না। একজন মানুষকে যদি আমি সম্মান করতে না পারি, তাহলে কীভাবে আমি জনপ্রতিনিধি হব? কীভাবে একজন সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রী হতে পারব? এই প্রশ্ন কি আজ দেশের মানুষ করতে পারে না? '

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত