Ajker Patrika

হেফাজত নেতা মুফতি রিজওয়ান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হেফাজত নেতা মুফতি রিজওয়ান গ্রেপ্তার

হেফাজতে ইসলামের নেতা মুফতি রিজওয়ান রফিকীকে নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গত শুক্রবার রাতে রাজধানীর মুগদা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তাঁর রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। 

এদিকে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার বলেন, ২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধকে কেন্দ্র করে শাপলা চত্বরে সহিংসতা ও গত মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের প্রতিবাদে সহিংস ঘটনায় তিনি জড়িত। এসব নাশকতার ঘটনায় হওয়া একাধিক মামলার আসামি তিনি। ইউটিউবে ওয়াজে বেশ পরিচিত বক্তা এই রিজওয়ান রফিকী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত