নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অতীতে হিন্দুদের ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের বিচারে রাষ্ট্র ও সরকারের ব্যর্থতার কারণে বারবার এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে বলে মনে করছে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশ। আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলা হয়।
বিবৃতিতে সংগঠনটির সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেন, অতীতে হিন্দুদের ওপর হামলা, নির্যাতন, খুন, ঘরবাড়ি-দোকানপাট-মন্দিরে হামলার সঙ্গে যুক্ত অভিযুক্তদের বিচারের সম্মুখীন করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে রাষ্ট্র ও সরকারের ব্যর্থতার কারণে বারবার একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে।
নড়াইলের লোহাগড়া উপজেলার দীঘলিয়ায় হিন্দুদের ঘরবাড়ি-মন্দির-দোকানপাটে হামলা-ভাঙচুর-আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার ঘটনায় নিন্দা জানান তাঁরা। ঘটনার সঙ্গে যুক্ত চিহ্নিত সাম্প্রদায়িক হামলাকারী অপরাধীদের মুখ না দেখে, দল না দেখে অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের সম্মুখীন করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান জাসদের নেতারা। তাঁরা বলেন, হিন্দুদের ওপর হামলাকারীরা নিজেদের বিচারের ঊর্ধ্বে ভাবতে শুরু করেছে। তাঁরা বিচারহীনতার এই সংস্কৃতির অবসান দাবি করেন।
জাসদের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাতের খোঁড়া যুক্তি তুলে ধর্মীয় উত্তেজনা তৈরি করে উসকানি দিয়ে একটি বিশেষ সম্প্রদায়ের ওপর নির্বিচারে হামলার ঘটনা সংঘবদ্ধ পরিকল্পিত অপরাধ।
হিন্দুদের ওপর সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে সব অসাম্প্রদায়িক রাজনৈতিক ও সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান নেতারা।
অতীতে হিন্দুদের ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের বিচারে রাষ্ট্র ও সরকারের ব্যর্থতার কারণে বারবার এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে বলে মনে করছে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশ। আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলা হয়।
বিবৃতিতে সংগঠনটির সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেন, অতীতে হিন্দুদের ওপর হামলা, নির্যাতন, খুন, ঘরবাড়ি-দোকানপাট-মন্দিরে হামলার সঙ্গে যুক্ত অভিযুক্তদের বিচারের সম্মুখীন করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে রাষ্ট্র ও সরকারের ব্যর্থতার কারণে বারবার একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে।
নড়াইলের লোহাগড়া উপজেলার দীঘলিয়ায় হিন্দুদের ঘরবাড়ি-মন্দির-দোকানপাটে হামলা-ভাঙচুর-আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার ঘটনায় নিন্দা জানান তাঁরা। ঘটনার সঙ্গে যুক্ত চিহ্নিত সাম্প্রদায়িক হামলাকারী অপরাধীদের মুখ না দেখে, দল না দেখে অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের সম্মুখীন করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান জাসদের নেতারা। তাঁরা বলেন, হিন্দুদের ওপর হামলাকারীরা নিজেদের বিচারের ঊর্ধ্বে ভাবতে শুরু করেছে। তাঁরা বিচারহীনতার এই সংস্কৃতির অবসান দাবি করেন।
জাসদের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাতের খোঁড়া যুক্তি তুলে ধর্মীয় উত্তেজনা তৈরি করে উসকানি দিয়ে একটি বিশেষ সম্প্রদায়ের ওপর নির্বিচারে হামলার ঘটনা সংঘবদ্ধ পরিকল্পিত অপরাধ।
হিন্দুদের ওপর সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে সব অসাম্প্রদায়িক রাজনৈতিক ও সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান নেতারা।
জাতীয় সংসদ নির্বাচন হলে ক্ষমতার খরা কাটানোর আশাবাদী বিএনপি আগামী ডিসেম্বরে নির্বাচন দাবি করছে। দাবি আদায়ে মাঠের কর্মসূচি শুরু করেছে। করণীয় নিয়ে বিভিন্ন দলের সঙ্গে বৈঠক করছে। তবে ভোটের জন্য অপেক্ষা দীর্ঘ হলেও অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলার মতো কোনো কর্মসূচি দেবে না দলটি। কোনো সংঘাতেও জড়াবে না।
৭ ঘণ্টা আগেবর্তমানে দেশে শ্রমিকসমাজ বিভিন্নভাবে অত্যাচারিত-নিপীড়িত ও নিষ্পেষিত উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময় অল্প কিছুদিনের ব্যবধানে লক্ষাধিক শ্রমিক চাকরিচ্যুত হয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) বিকেলে জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার..
১১ ঘণ্টা আগেআওয়ামী লীগের বিচার ও রাষ্ট্রের মৌলিক সংস্কার প্রশ্নে ঐকমত্য জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ও গণসংহতি আন্দোলনের নেতারা। একই সঙ্গে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ এবং নির্বাচনের আগে সংস্কার কীভাবে বাস্তবায়ন করা যায়, তা নিয়েও আলোচনা করেছেন তাঁরা।
১৪ ঘণ্টা আগেদেশের হিন্দু সম্প্রদায়ের সদস্যদের উদ্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আপনারা কারও চেয়ে কম নন। আপনারা বাংলাদেশের নাগরিক। এ দেশ আপনাদের জন্মভূমি। রাজনৈতিক মত আলাদা হতে পারে, দল ভিন্ন হতে পারে, তবে অধিকার সবারই সমান। সেই অধিকার রক্ষা করতে আমরা জীবন দিতেও প্রস্তুত।’
১৭ ঘণ্টা আগে