নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশ ও দেশের মানুষকে বাঁচাতে গণআন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাতে হবে উল্লেখ করে গণঅধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর বলেছেন, ‘এভাবে আন্দোলন চললে আগামী দুই-তিন মাসেই সরকারের পতন হবে।’
শুক্রবার (১৯ মে) বিকেলে রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদ আয়োজিত দুর্নীতি ও দুঃশাসন বিরোধী গণসমাবেশে এ কথা বলেন নুর।
যেসব দেশ বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের কথা বলছেন তাঁদের সাধুবাদ জানিয়ে নুরুল হক নুর বলেন, ‘সরকার আগের মতো নির্বাচন করতে চাইলে নিকারাগুয়া, নাইজেরিয়ার মতো নিষেধাজ্ঞায় পড়বে, যা দেশকে ভেনেজুয়েলার মতো ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাবে। সুতরাং দেশকে বাচাঁতে, দেশের মানুষকে বাঁচাতে গণআন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাতে হবে। এভাবে আন্দোলন চললে আগামী দুই-তিন মাসেই সরকারের পতন হবে।’
চলমান আন্দোলন দেশ ও দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন জানিয়ে নুর বলেন, ‘দেশ ও দেশের মানুষকে বাঁচাতে এই অবৈধ সরকার হঠানো জরুরি হয়ে পড়েছে।’ সরকার আবারও নিজেরা অগ্নিসংযোগ করে বিরোধীদের ওপর দায় চাপানোর ষড়যন্ত্র করছে অভিযোগ করে তিনি বলেন, ‘দেশের এই সংকটে বিচারক, সামরিক বাহিনী, পুলিশ প্রশাসনসহ সকল নাগরিককে ভাবতে হবে আমরা এই দেশে বাকশাল, ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় সমর্থন করবো নাকি গণতন্ত্র, আইনের শাসন প্রতিষ্ঠায় গণআন্দোলনকে সমর্থন করবে।’
সমাবেশে দলের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান বলেন, ‘আগামীতে শুধু ভোট বর্জন নয়, দলীয় সরকারের অধীনে সমস্ত নির্বাচন বন্ধ করতে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ১৪ ও ১৮ মার্কা নির্বাচন আর বাংলাদেশে হবে না।’
সমাবেশে আরও বক্তব্য দেন গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক হাসান আল মামুন, আবু হানিফ, শাকিল উজ্জামান, যুগ্ম সদস্যসচিব আতাউল্লাহ, ফাতেমা তাসনিম, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ড. মালেক ফরাজী, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান, পেশাজীবী অধিকার পরিষদের আহ্বায়ক ডা. জাফর মাহমুদ প্রমুখ।
দেশ ও দেশের মানুষকে বাঁচাতে গণআন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাতে হবে উল্লেখ করে গণঅধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর বলেছেন, ‘এভাবে আন্দোলন চললে আগামী দুই-তিন মাসেই সরকারের পতন হবে।’
শুক্রবার (১৯ মে) বিকেলে রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদ আয়োজিত দুর্নীতি ও দুঃশাসন বিরোধী গণসমাবেশে এ কথা বলেন নুর।
যেসব দেশ বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের কথা বলছেন তাঁদের সাধুবাদ জানিয়ে নুরুল হক নুর বলেন, ‘সরকার আগের মতো নির্বাচন করতে চাইলে নিকারাগুয়া, নাইজেরিয়ার মতো নিষেধাজ্ঞায় পড়বে, যা দেশকে ভেনেজুয়েলার মতো ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাবে। সুতরাং দেশকে বাচাঁতে, দেশের মানুষকে বাঁচাতে গণআন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাতে হবে। এভাবে আন্দোলন চললে আগামী দুই-তিন মাসেই সরকারের পতন হবে।’
চলমান আন্দোলন দেশ ও দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন জানিয়ে নুর বলেন, ‘দেশ ও দেশের মানুষকে বাঁচাতে এই অবৈধ সরকার হঠানো জরুরি হয়ে পড়েছে।’ সরকার আবারও নিজেরা অগ্নিসংযোগ করে বিরোধীদের ওপর দায় চাপানোর ষড়যন্ত্র করছে অভিযোগ করে তিনি বলেন, ‘দেশের এই সংকটে বিচারক, সামরিক বাহিনী, পুলিশ প্রশাসনসহ সকল নাগরিককে ভাবতে হবে আমরা এই দেশে বাকশাল, ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় সমর্থন করবো নাকি গণতন্ত্র, আইনের শাসন প্রতিষ্ঠায় গণআন্দোলনকে সমর্থন করবে।’
সমাবেশে দলের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান বলেন, ‘আগামীতে শুধু ভোট বর্জন নয়, দলীয় সরকারের অধীনে সমস্ত নির্বাচন বন্ধ করতে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ১৪ ও ১৮ মার্কা নির্বাচন আর বাংলাদেশে হবে না।’
সমাবেশে আরও বক্তব্য দেন গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক হাসান আল মামুন, আবু হানিফ, শাকিল উজ্জামান, যুগ্ম সদস্যসচিব আতাউল্লাহ, ফাতেমা তাসনিম, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ড. মালেক ফরাজী, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান, পেশাজীবী অধিকার পরিষদের আহ্বায়ক ডা. জাফর মাহমুদ প্রমুখ।
আওয়ামী লীগের বিচার ও রাষ্ট্রের মৌলিক সংস্কার প্রশ্নে ঐকমত্য জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ও গণসংহতি আন্দোলনের নেতারা। একই সঙ্গে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ এবং নির্বাচনের আগে সংস্কার কীভাবে বাস্তবায়ন করা যায়, তা নিয়েও আলোচনা করেছেন তাঁরা।
১৮ মিনিট আগেদেশের হিন্দু সম্প্রদায়ের সদস্যদের উদ্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আপনারা কারও চেয়ে কম নন। আপনারা বাংলাদেশের নাগরিক। এ দেশ আপনাদের জন্মভূমি। রাজনৈতিক মত আলাদা হতে পারে, দল ভিন্ন হতে পারে, তবে অধিকার সবারই সমান। সেই অধিকার রক্ষা করতে আমরা জীবন দিতেও প্রস্তুত।’
৪ ঘণ্টা আগেবিএনপি রাষ্ট্রক্ষমতায় না আসা পর্যন্ত ভাত খাওয়া থেকে বিরত থাকার প্রতিজ্ঞায় অটল নিজাম উদ্দিন অসুস্থ হয়ে পড়েছেন। গুরুতর অসুস্থ বিএনপির এই সমর্থকের খোঁজ নিতে বলেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
১ দিন আগেঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদ-সংক্রান্ত মামলা ‘ইশরাক হোসেন বনাম শেখ ফজলে নূর তাপস গং’-এর রায় এবং এ প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বলছে, এ মামলার বিচারপ্রক্রিয়া ও কমিশনের আচরণ প্রশ্নবিদ্ধ এবং তা নির্বাচন ব্যবস্থার নিরপেক্ষতা
১ দিন আগে