Ajker Patrika

মুরাদকে গ্রেপ্তারের দাবি বিএনপির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১৯: ৫৯
মুরাদকে গ্রেপ্তারের দাবি বিএনপির

সদ্য পদত্যাগী তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে গ্রেপ্তার ও তাঁর বিচার দাবি করেছে বিএনপি। আজ মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই দাবি জানান। 

রিজভী বলেন, এই ব্যক্তির (মুরাদ হাসান) রাজনীতি করার কোনো অধিকার নেই। তিনি যে কুরুচিপূর্ণ কথাবার্তা বলেছেন, সে জন্য তাঁকে রাজনীতি করার অযোগ্য ঘোষণা করতে হবে। তাঁকে সকল পর্যায় থেকেই সরিয়ে দিতে হবে এবং প্রচলিত আইনে তাঁর বিচার করতে হবে। 

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, ‘অবৈধ সরকারে মন্ত্রিত্বের সুযোগ নিয়ে প্রতিদিন বিএনপি তথা জিয়া পরিবারের বিরুদ্ধে খিস্তিখেউড় করাই ছিল তাঁর একমাত্র কাজ। খিস্তিখেউড়ে তথ্য প্রতিমন্ত্রী মুরাদ তার সিনিয়রদের অতিক্রম করে দিনে দিনে দুর্বিনীত হয়ে উঠেছিলেন। ভব্যতা সভ্যতার সকল সীমা অতিক্রম করে মুরাদ জনগণের সামনে দানবের মতো আবির্ভূত হয়েছেন।’ 

তিনি বলেন, ‘ওপর মহল থেকে আশকারা পেয়ে অসুস্থ মানসিকতার একজন ব্যক্তির হাতে ক্ষমতা থাকলে ক্ষমতার অপব্যবহারে সে যে বিকারগ্রস্ত হয়ে যেতে পারে তথ্য প্রতিমন্ত্রী মুরাদ সেটির একটি প্রমাণ।’ 

এদিকে গতকাল সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সভায় মুরাদ হাসানকে ২৪ ঘণ্টার মধ্যে জাতীয় সংসদ থেকে অপসারণ ও প্রকাশ্যে জনগণের কাছে ক্ষমা প্রার্থনার দাবি জানানো হয়েছে। সেই সঙ্গে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছে বিএনপির সর্বোচ্চ এই ফোরাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত