নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দুই পক্ষের দ্বন্দ্বের জেরে আগামীকাল রোববারের মধ্যে রাজধানীর পল্টনের কালভার্ট রোডের জামান টাওয়ারে অবস্থিত গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় ছাড়ার নোটিশ দিয়েছে ভবন কর্তৃপক্ষ। আজ জমির মালিকের পক্ষে মো. রাশিদুল আজিম মিয়া সংগঠনটির সদস্যসচিব নুরুল হক নুরের কাছে এ-সংক্রান্ত নোটিশ পাঠান।
ষষ্ঠ তলার অফিস খালি করা প্রসঙ্গে লেখা নোটিশে জানানো হয়, ‘বর্তমানে আপনাদের দলে অন্তঃকলহ ও কাউন্সিল নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে নানা রকম দুর্ঘটনার আশঙ্কা সৃষ্টি হয়েছে। এই ভবনের অন্যান্য শতাধিক ব্যবহারকারী বিষয়টি নিয়ে আতঙ্কিত ও ভীত। তা ছাড়া ভবনের সমিতির পক্ষ থেকে ও আমাদেরকে এই ব্যাপারে সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে। অর্থাৎ বর্তমান পরিস্থিতিতে ভবনের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। তাই ৯ জুলাইয়ের মধ্যে অফিসটি খালি করে দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।’
কেন্দ্রীয় কার্যালয় ছাড়ার বিষয়ে কথা হলে দলটির যুগ্ম আহ্বায়ক ও দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান (নূরের পক্ষ) আজকের পত্রিকাকে বলেন, ‘গত বছরের ১ মার্চ তিন বছরের চুক্তিতে কার্যালয় ভাড়া নেওয়া হয়। মালিকপক্ষের সঙ্গে চুক্তিপত্রে কার্যালয় ছাড়তে ছয় মাসের নোটিশের কথা উল্লেখ রয়েছে। সুতরাং, তারা নোটিশ দিলেই কার্যালয় ছেড়ে দেওয়া হবে—বিষয়টা এমন না।’
দলটির নির্বাহী কমিটির সদস্য ও দপ্তর সম্পাদক (রেজা কিবরিয়ার পক্ষ) শাহাবুদ্দিন শুভ বলেন, ‘দুই পক্ষের জন্য যে উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেই কারণে দেওয়া। এই চিঠিটি নুরকে দেওয়া হয়েছে।’
এ বিষয়ে কথা বলতে দলটির যুগ্ম আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামানকে ফোন করা হলে তিনি তা রিসিভ করেনি। মেসেজ দেওয়া হলে তারও কোনো উত্তর দেননি।
কেন্দ্রীয় কার্যালয় ও নির্বাহী কমিটির কার্যকারিতা দেখবে ইসি।
ইসির উপসচিব (আইন) মো. আব্দুছ সালাম গণ অধিকার পরিষদের তথ্য পুনঃযাচাই-সংক্রান্ত এক চিঠিতে জানান, ইসি কর্তৃক গঠিত গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির কার্যকারিতা এবং অন্যান্য বিষয়-সংক্রান্ত তথ্য ১০ জুলাই বেলা ৩টায় পুনঃযাচাই করবে। ওই সময়ে দলের আহ্বায়ক, সদস্যসচিব ও দপ্তর সম্পাদককে প্রয়োজনীয় তথ্য-উপাত্তসহ উপস্থিত থাকার জন্য বলা হয়।
নিবন্ধন যাচাইয়ের এমন প্রক্রিয়ার মধ্যে ১ জুলাই ডাকসুর সাবেক ভিপি নুরের পক্ষ গণ অধিকার পরিষদ থেকে আহ্বায়ক রেজা কিবরিয়াকে বাদ দিয়ে রাশেদ খানকে ভারপ্রাপ্ত আহ্বায়ক করা হয়েছে। আর পাল্টা পদক্ষেপে রেজা কিবরিয়ার পক্ষ গণ অধিকার পরিষদের সদস্যসচিব পদে নুরুল হক নুরকে সরিয়ে হাসান আল মামুনকে আনা হয়েছে।
দলে ভাঙন ধরার পর ৩ জুলাই গণ অধিকার পরিষদের বর্তমান অবস্থা তুলে ধরে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছেন ড. রেজা কিবরিয়া। এরপর গত বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় কমিটির কয়েকজন সদস্য সংবাদ সম্মেলন করে নুর ও তাঁর সমর্থকদের তৎপরতাকে অবৈধ বলে অভিযোগ করেন। তাঁদের বক্তব্য, রেজা কিবরিয়াই দলের আহ্বায়ক হিসেবে বহাল আছেন।
ইসির দল নিবন্ধন যাচাই-বাছাই কমিটির আহ্বায়ক অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ ইতিমধ্যে বলেছেন, ‘প্রায় সবকিছু গুছিয়ে আনা হয়েছে। ১২টি দলের কেন্দ্রীয়, জেলা, উপজেলা কমিটি ও অফিস, সমর্থন তালিকা, প্রয়োজনীয় দলিলের বিষয়ে মাঠপর্যায়ে তদন্ত শেষ হয়েছে। এখন পুঙ্খানুপুঙ্খ তদন্ত ও সঠিক তথ্য যাচাইয়ের কাজ চলছে।’
এসব দলের প্রতিটি পুনঃযাচাইয়ের জন্য আলাদা আলাদা কমিটি করা হয়েছে বলে জানান ইসি কর্মকর্তারা।
দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন দল নিবন্ধন পাওয়ার দৌড়ে রয়েছে ১২টি দল। কেন্দ্রীয় কার্যালয় ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কার্যকারিতা পর্যায়ক্রমে পুনঃযাচাই হচ্ছে। চলতি মাসে নতুন দলের নিবন্ধন চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।
দুই পক্ষের দ্বন্দ্বের জেরে আগামীকাল রোববারের মধ্যে রাজধানীর পল্টনের কালভার্ট রোডের জামান টাওয়ারে অবস্থিত গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় ছাড়ার নোটিশ দিয়েছে ভবন কর্তৃপক্ষ। আজ জমির মালিকের পক্ষে মো. রাশিদুল আজিম মিয়া সংগঠনটির সদস্যসচিব নুরুল হক নুরের কাছে এ-সংক্রান্ত নোটিশ পাঠান।
ষষ্ঠ তলার অফিস খালি করা প্রসঙ্গে লেখা নোটিশে জানানো হয়, ‘বর্তমানে আপনাদের দলে অন্তঃকলহ ও কাউন্সিল নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে নানা রকম দুর্ঘটনার আশঙ্কা সৃষ্টি হয়েছে। এই ভবনের অন্যান্য শতাধিক ব্যবহারকারী বিষয়টি নিয়ে আতঙ্কিত ও ভীত। তা ছাড়া ভবনের সমিতির পক্ষ থেকে ও আমাদেরকে এই ব্যাপারে সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে। অর্থাৎ বর্তমান পরিস্থিতিতে ভবনের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। তাই ৯ জুলাইয়ের মধ্যে অফিসটি খালি করে দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।’
কেন্দ্রীয় কার্যালয় ছাড়ার বিষয়ে কথা হলে দলটির যুগ্ম আহ্বায়ক ও দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান (নূরের পক্ষ) আজকের পত্রিকাকে বলেন, ‘গত বছরের ১ মার্চ তিন বছরের চুক্তিতে কার্যালয় ভাড়া নেওয়া হয়। মালিকপক্ষের সঙ্গে চুক্তিপত্রে কার্যালয় ছাড়তে ছয় মাসের নোটিশের কথা উল্লেখ রয়েছে। সুতরাং, তারা নোটিশ দিলেই কার্যালয় ছেড়ে দেওয়া হবে—বিষয়টা এমন না।’
দলটির নির্বাহী কমিটির সদস্য ও দপ্তর সম্পাদক (রেজা কিবরিয়ার পক্ষ) শাহাবুদ্দিন শুভ বলেন, ‘দুই পক্ষের জন্য যে উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেই কারণে দেওয়া। এই চিঠিটি নুরকে দেওয়া হয়েছে।’
এ বিষয়ে কথা বলতে দলটির যুগ্ম আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামানকে ফোন করা হলে তিনি তা রিসিভ করেনি। মেসেজ দেওয়া হলে তারও কোনো উত্তর দেননি।
কেন্দ্রীয় কার্যালয় ও নির্বাহী কমিটির কার্যকারিতা দেখবে ইসি।
ইসির উপসচিব (আইন) মো. আব্দুছ সালাম গণ অধিকার পরিষদের তথ্য পুনঃযাচাই-সংক্রান্ত এক চিঠিতে জানান, ইসি কর্তৃক গঠিত গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির কার্যকারিতা এবং অন্যান্য বিষয়-সংক্রান্ত তথ্য ১০ জুলাই বেলা ৩টায় পুনঃযাচাই করবে। ওই সময়ে দলের আহ্বায়ক, সদস্যসচিব ও দপ্তর সম্পাদককে প্রয়োজনীয় তথ্য-উপাত্তসহ উপস্থিত থাকার জন্য বলা হয়।
নিবন্ধন যাচাইয়ের এমন প্রক্রিয়ার মধ্যে ১ জুলাই ডাকসুর সাবেক ভিপি নুরের পক্ষ গণ অধিকার পরিষদ থেকে আহ্বায়ক রেজা কিবরিয়াকে বাদ দিয়ে রাশেদ খানকে ভারপ্রাপ্ত আহ্বায়ক করা হয়েছে। আর পাল্টা পদক্ষেপে রেজা কিবরিয়ার পক্ষ গণ অধিকার পরিষদের সদস্যসচিব পদে নুরুল হক নুরকে সরিয়ে হাসান আল মামুনকে আনা হয়েছে।
দলে ভাঙন ধরার পর ৩ জুলাই গণ অধিকার পরিষদের বর্তমান অবস্থা তুলে ধরে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছেন ড. রেজা কিবরিয়া। এরপর গত বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় কমিটির কয়েকজন সদস্য সংবাদ সম্মেলন করে নুর ও তাঁর সমর্থকদের তৎপরতাকে অবৈধ বলে অভিযোগ করেন। তাঁদের বক্তব্য, রেজা কিবরিয়াই দলের আহ্বায়ক হিসেবে বহাল আছেন।
ইসির দল নিবন্ধন যাচাই-বাছাই কমিটির আহ্বায়ক অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ ইতিমধ্যে বলেছেন, ‘প্রায় সবকিছু গুছিয়ে আনা হয়েছে। ১২টি দলের কেন্দ্রীয়, জেলা, উপজেলা কমিটি ও অফিস, সমর্থন তালিকা, প্রয়োজনীয় দলিলের বিষয়ে মাঠপর্যায়ে তদন্ত শেষ হয়েছে। এখন পুঙ্খানুপুঙ্খ তদন্ত ও সঠিক তথ্য যাচাইয়ের কাজ চলছে।’
এসব দলের প্রতিটি পুনঃযাচাইয়ের জন্য আলাদা আলাদা কমিটি করা হয়েছে বলে জানান ইসি কর্মকর্তারা।
দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন দল নিবন্ধন পাওয়ার দৌড়ে রয়েছে ১২টি দল। কেন্দ্রীয় কার্যালয় ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কার্যকারিতা পর্যায়ক্রমে পুনঃযাচাই হচ্ছে। চলতি মাসে নতুন দলের নিবন্ধন চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।
মিডিয়াকে ব্যবহার করে এনসিপির নেতা-কর্মীদের গ্রহণযোগ্যতা ‘নষ্ট’ করার জন্য অনেক ‘অপশক্তি’ কাজ করছে অভিযোগ করে এ বিষয়ে সতর্ক থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তরিকুল।
১৬ ঘণ্টা আগেসংসদে উচ্চকক্ষের মতো নিম্নকক্ষেও পিআর পদ্ধতিতে নির্বাচন বাস্তবায়নের দাবিতে জামায়াত ইসলামী আন্দোলন করবে বলে জানিয়েছেন দলটি নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আজ রোববার (১০ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ
১৬ ঘণ্টা আগেবিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহসভাপতি এস এম আসলাম এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক টিএইচ তোফাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্যস
১৬ ঘণ্টা আগেবিএনপির এই নেতা বলেন, ‘আমাদের সমাজের দৃষ্টিভঙ্গির সংস্কার প্রয়োজন, মানসিক সংস্কার প্রয়োজন। এটাই আমাদের সামাজিক আন্দোলন হওয়া উচিত। সমাজ, রাষ্ট্র—এমনকি দলকেও প্রতিদিনই সংস্কারের মধ্য দিয়ে যেতে হবে। এই সংস্কারের মধ্য দিয়ে আমরা একটি জনকল্যাণমুখী রাষ্ট্র ব্যবস্থা গঠন করতে পারব।’
১৭ ঘণ্টা আগে