Ajker Patrika

দেখে নিন সুপার ফোরের সুপার ওভারের ভারত-শ্রীলঙ্কা ম্যাচের কিছু মুহূর্ত

দুবাইয়ে গত রাতে সুপার ফোরের ভারত-শ্রীলঙ্কা ম্যাচটা ছিল নিয়মরক্ষার ম্যাচ। আনুষ্ঠানিকতার ম্যাচটা এতই রোমাঞ্চ ছড়িয়েছে যে ম্যাচের নিষ্পত্তি হয়েছে সুপার ওভারে। ম্যাচ শেষে সূর্যকুমার যাদবের মনে হয়েছে, তাঁরা ফাইনালের আগে ফাইনাল খেলে ফেলেছেন।

টস হেরে আগে ব্যাটিং পেয়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২০২ রান করে ভারত। জয়ের লক্ষ্যে নেমে শ্রীলঙ্কাও ২০ ওভারে ৫ উইকেটে ২০২ রান করেছে। লঙ্কান ওপেনার পাতুম নিশাংকা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন এই ম্যাচে। দেখে নিন ভারত-শ্রীলঙ্কা সুপার ফোরের ম্যাচের কিছু মুহূর্ত।

মূল ম্যাচে রান হয়েছে ৪০৪। পড়েছে ১০ উইকেট। সুপার ওভারের রোমাঞ্চে ভারত হারিয়েছে লঙ্কানদের। ছবি: এএফপি
মূল ম্যাচে রান হয়েছে ৪০৪। পড়েছে ১০ উইকেট। সুপার ওভারের রোমাঞ্চে ভারত হারিয়েছে লঙ্কানদের। ছবি: এএফপি
বিস্ফোরক ব্যাটিংয়ে অভ্যস্ত অভিষেক শর্মা ঝড় তুলেছেন শ্রীলঙ্কার বিপক্ষেও। দুবাইয়ে সুপার ফোরে গত রাতে ৩১ বলে ৮ চার ও ২ ছক্কায় করেন ৬১ রান। ৩০৯ রান করে এবারের এশিয়া কাপে সর্বোচ্চ রানসংগ্রাহক তিনি। ব্যাটিং করেছেন ২০৪.৬৩ স্ট্রাইকরেটে। ছবি: এএফপি
বিস্ফোরক ব্যাটিংয়ে অভ্যস্ত অভিষেক শর্মা ঝড় তুলেছেন শ্রীলঙ্কার বিপক্ষেও। দুবাইয়ে সুপার ফোরে গত রাতে ৩১ বলে ৮ চার ও ২ ছক্কায় করেন ৬১ রান। ৩০৯ রান করে এবারের এশিয়া কাপে সর্বোচ্চ রানসংগ্রাহক তিনি। ব্যাটিং করেছেন ২০৪.৬৩ স্ট্রাইকরেটে। ছবি: এএফপি
এবারের এশিয়া কাপে ছয় ম্যাচের ছয়টিতে জিতে ফাইনালে উঠেছে ভারত। কিন্তু দল ভালো খেললেও ছন্দে নেই অধিনায়ক সূর্যকুমার যাদব। শ্রীলঙ্কার বিপক্ষে গতকাল ১৩ বলে ১২ রান করে আউট হয়েছেন। ছবি: এএফপি
এবারের এশিয়া কাপে ছয় ম্যাচের ছয়টিতে জিতে ফাইনালে উঠেছে ভারত। কিন্তু দল ভালো খেললেও ছন্দে নেই অধিনায়ক সূর্যকুমার যাদব। শ্রীলঙ্কার বিপক্ষে গতকাল ১৩ বলে ১২ রান করে আউট হয়েছেন। ছবি: এএফপি
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে নতুন রেকর্ড গড়েছেন পাতুম নিশাঙ্কা। ৫৮ বলে ৭ চার ও ৬ ছক্কায় করেন ১০৭ রান। লঙ্কানদের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসের রেকর্ডটা নিজের করে নিয়েছেন। ভারতের বিপক্ষে সুপার ফোরে হারলেও ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন তিনি। ছবি: এএফপি
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে নতুন রেকর্ড গড়েছেন পাতুম নিশাঙ্কা। ৫৮ বলে ৭ চার ও ৬ ছক্কায় করেন ১০৭ রান। লঙ্কানদের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসের রেকর্ডটা নিজের করে নিয়েছেন। ভারতের বিপক্ষে সুপার ফোরে হারলেও ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন তিনি। ছবি: এএফপি
২০৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭ রানেই উদ্বোধনী জুটি ভেঙে যায় শ্রীলঙ্কার। দ্রুত উইকেট হারানোর পর হাল ধরেন পাতুম নিশাংকা ও কুশল পেরেরা। দ্বিতীয় উইকেটে ৭০ বলে ১২৭ রানের জুটি গড়েন তাঁরা। ফিফটি তুলে নিয়েছেন কুশল পেরেরা। ছবি: এএফপি
২০৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭ রানেই উদ্বোধনী জুটি ভেঙে যায় শ্রীলঙ্কার। দ্রুত উইকেট হারানোর পর হাল ধরেন পাতুম নিশাংকা ও কুশল পেরেরা। দ্বিতীয় উইকেটে ৭০ বলে ১২৭ রানের জুটি গড়েন তাঁরা। ফিফটি তুলে নিয়েছেন কুশল পেরেরা। ছবি: এএফপি
৪০৪ রানের ভারত-শ্রীলঙ্কা ম্যাচের নিষ্পত্তি হয়েছে সুপার ওভারে। তবে সুপার ওভারে ২ রানের বেশি করতে পারেনি শ্রীলঙ্কা। ৩ রানের লক্ষ্য তাড়া করে ভারত ১ বলেই খেলা শেষ করেছে।ছবি: এএফপি
৪০৪ রানের ভারত-শ্রীলঙ্কা ম্যাচের নিষ্পত্তি হয়েছে সুপার ওভারে। তবে সুপার ওভারে ২ রানের বেশি করতে পারেনি শ্রীলঙ্কা। ৩ রানের লক্ষ্য তাড়া করে ভারত ১ বলেই খেলা শেষ করেছে।ছবি: এএফপি
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত