দুবাইয়ে গত রাতে সুপার ফোরের ভারত-শ্রীলঙ্কা ম্যাচটা ছিল নিয়মরক্ষার ম্যাচ। আনুষ্ঠানিকতার ম্যাচটা এতই রোমাঞ্চ ছড়িয়েছে যে ম্যাচের নিষ্পত্তি হয়েছে সুপার ওভারে। ম্যাচ শেষে সূর্যকুমার যাদবের মনে হয়েছে, তাঁরা ফাইনালের আগে ফাইনাল খেলে ফেলেছেন।
টস হেরে আগে ব্যাটিং পেয়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২০২ রান করে ভারত। জয়ের লক্ষ্যে নেমে শ্রীলঙ্কাও ২০ ওভারে ৫ উইকেটে ২০২ রান করেছে। লঙ্কান ওপেনার পাতুম নিশাংকা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন এই ম্যাচে। দেখে নিন ভারত-শ্রীলঙ্কা সুপার ফোরের ম্যাচের কিছু মুহূর্ত।